Life of Rumi

Life of Rumi Assalamualaikum ❤️
welcome to Life of Rumi.Follow the page and share it.🙏
(126)

🌿 জীবন এক চলমান পথ 🌿জীবন কখনো থেমে থাকে না। কখনো রোদ, কখনো বৃষ্টি—কিন্তু প্রতিটি মুহূর্তই আমাদের কিছু না কিছু শেখায়।হার...
10/08/2025

🌿 জীবন এক চলমান পথ 🌿
জীবন কখনো থেমে থাকে না। কখনো রোদ, কখনো বৃষ্টি—কিন্তু প্রতিটি মুহূর্তই আমাদের কিছু না কিছু শেখায়।
হারানোতে যেমন অভিজ্ঞতা আছে, জেতাতেও তেমনি আছে বিনয় শেখার সুযোগ।

ভালোবাসা, কৃতজ্ঞতা আর ইতিবাচক চিন্তায় প্রতিটি দিন সাজিয়ে নিন।
কারণ শেষ পর্যন্ত মনে থাকবে না আমরা কতটা পেয়েছি,
মনে থাকবে আমরা কেমন ছিলাম আর অন্যদের কেমন অনুভূতি দিয়েছি। ❤️

✨ আজ হাসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, আর নিজের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যান।


10/08/2025

Mini vlog😍

আমরা যাদের ‘বন্ধু’ বা ‘প্রিয়জন’ বলে ভাবি, সবসময় কি তারাও আমাদের তেমনই ভাবে? না। আসলে কি জানেন বন্ধু বলুন বা প্রিয়জন কারণ...
10/08/2025

আমরা যাদের ‘বন্ধু’ বা ‘প্রিয়জন’ বলে ভাবি, সবসময় কি তারাও আমাদের তেমনই ভাবে? না। আসলে কি জানেন বন্ধু বলুন বা প্রিয়জন কারণেই হোক আমরা ততটা গুরুত্বপূর্ণ না যতটা আমরা ভাবি,হতে পারে তাদের জীবনে আমরা শুধু মাত্র সময় কাটানোর একটা বেস্ট অপশন হয়ে আছি।

অথচ আমরা ভাবি তাদের জীবনে আমাদের জায়গাটা ভীষণভাবে অনন্য,সেটা কেউ কখনো নিতে পারবে না। আমরা ভুল ভাবি,আমাদেরকে ছাড়াও তাদের আরও অনেক বন্ধু থাকে, কাছের মানুষ থাকে যাদের সাথে তাদের ভালো সময় কাটে। আমাদেরকে মনে করার সময়ও তাদের থাকে না। যারা আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা সবসময় তাদের বেস্ট ফ্রেন্ড হতে পারি না। প্রিয় মানুষের প্রায়োরিটি লিস্টে আমরা সবসময়ই প্রথম হয়ে থাকি না। এগুলোই জীবনের অপ্রিয় সত্যি,এগুলো মেনে নেওয়াটা কঠিন, কিন্তু প্রয়োজনীয়।

🌙✨ শুভ রাত্রি ✨🌙দিনের সব ক্লান্তি মুছে যাক,স্বপ্নের রাজ্যে খুঁজে নিন শান্তি আর হাসি।ঘুম হোক মিষ্টি, মন হোক হালকা…শুভ রাত...
09/08/2025

🌙✨ শুভ রাত্রি ✨🌙
দিনের সব ক্লান্তি মুছে যাক,
স্বপ্নের রাজ্যে খুঁজে নিন শান্তি আর হাসি।
ঘুম হোক মিষ্টি, মন হোক হালকা…
শুভ রাত্রি! 😍

🍎🍌🥭 ফল খাই, সুস্থ থাকি! 🥝🍇🍊ফল আমাদের প্রাকৃতিক উপহার — এতে আছে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, য...
09/08/2025

🍎🍌🥭 ফল খাই, সুস্থ থাকি! 🥝🍇🍊

ফল আমাদের প্রাকৃতিক উপহার — এতে আছে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দিনভর রাখে ফুরফুরে।

✅ প্রতিদিন অন্তত ২-৩ ধরনের মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
✅ সকালে খালি পেটে বা বিকেলের নাস্তার সময় ফল খান, উপকার পাবেন দ্বিগুণ।
✅ চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত ফলের জুস নয়, খাঁটি সম্পূর্ণ ফলই বেছে নিন।

পছন্দের কিছু হেলদি ফলঃ
🍌 কলা – শক্তি বাড়ায়, পটাশিয়ামে ভরপুর
🍎 আপেল – ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
🍊 কমলা – ভিটামিন C-এর দারুন উৎস
🥭 আম – গ্রীষ্মকালীন সুপারফ্রুট
🍇 আঙুর – হৃদপিন্ডের জন্য উপকারী।


08/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

08/08/2025

জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয়☺️

আসসালামু আলাইকুম শুভ সকাল 🥘🥓🥩
08/08/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল 🥘🥓🥩


কক্সবাজার চিটাগং  ঢাকা😍
07/08/2025

কক্সবাজার চিটাগং ঢাকা😍


সকালে দেখি আমি সারপ্রাইজ 😍অনেক অনেক ধন্যবাদ Chef Israfil ভাইয়া😍
07/08/2025

সকালে দেখি আমি সারপ্রাইজ 😍
অনেক অনেক ধন্যবাদ Chef Israfil ভাইয়া😍

অশান্তি বেড়ে গেলে ভাল মানুষদেরকে বেশি বেশি সালাম দেয়া শুরু করুন।সালামের জবাবে যখন তারা বলবে- (ওয়া আলাইকুমুস সালাম ওয়া র...
06/08/2025

অশান্তি বেড়ে গেলে ভাল মানুষদেরকে বেশি বেশি সালাম দেয়া শুরু করুন।
সালামের জবাবে যখন তারা বলবে- (ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ) ‘আপনার উপরও শান্তি ও রহমত বর্ষিত হোক’, অবশ্যই কারো না কারো দোয়া কবুল হবেই।🤍

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা/ব্যায়াম করার চেষ্টা করুন।পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা) নিশ্চিত করুন।সুষম খাদ্য গ্রহণ করুন—সবজি...
06/08/2025

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা/ব্যায়াম করার চেষ্টা করুন।
পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা) নিশ্চিত করুন।
সুষম খাদ্য গ্রহণ করুন—সবজি, ফল, প্রোটিন, পর্যাপ্ত পানি ইত্যাদি।
নেশা/ক্ষতিকর অভ্যাস (ধূমপান, অতিরিক্ত চা/কফি, ইত্যাদি) কমানোর চেষ্টা করুন।

আমি চা কেমনে বাদ দিবো🥲



Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Rumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share