18/07/2024
আমরা এমন কোন কিছু চাই নি আল্লাহ। শুধু সুন্দর ভাবে বাছতে চেয়ে ছিলাম। প্রত্যেক মানুষের কথা বলার স্বাধীনতা রয়েছে। আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে অসুবিধা বা অধিকার বলার সুযোগ রয়েছে।আমরা ছাত্ররা চেয়ে ছিলাম একটু অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমরা তো আর ভিক্ষা তো চায়নি, বলতে চেয়ে ছিলাম নিজেদের অধিকার সম্পর্কে। আমাদের বাবা-মা রা থাকায় আছে আমাদের দিকে, আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জন্য কিছু করি। পড়াশোনা শেষে কিছু করতে পারবো চিন্তা করে খেয়ে না খেয়ে, একটা দীর্ঘ সময় অপেক্ষা থাকি। কিন্তুু এই অপেক্ষা শেষ হয় আর কোথায়। সবাইকে একদিন মাটির সাথে মিশে যায়তে হবে।দোয়া করি আমার প্রাণ প্রিয় ভাই -বোন দের আল্লাহর হেফাজ করেন। বেশি
বেশি সবাই তাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনা কারী।প্রত্যেকে নেক হেদায়েত এবং বুঝ দান করুন।