Acaah Dekhi

Acaah Dekhi Acaah Dekhi •_•
আপনাদের জন্য কি করা যায়🆗
—যদি ভালোবাসা দাও 🤌
ভালোবাসা নাও🖤
plz support my page 😇

21/07/2025

🥀 : আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠ'কিয়েছি অসংখ্যবার। জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছি। সেক্রিফাইস করতে বলেছি। অনেক সময় সে হাঁপিয়ে গেছে, অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে, আমি বুঝি নি। তার কথা একবারও ভাবি নি, মেনে নেই নি।জগতের সমস্ত দুঃখ-কষ্ট যেন সে সইতে পারে, এটাই ভেবে এসেছি।আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি। দিনের পর দিন অন্যদের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি। তাকে বিশ্রাম দেই নি, যত্ন নিই নি। তার শখ-স্বপ্ন চাওয়া-পাওয়া সবকিছু ধূলিসাৎ করে দিয়েছি। অন্যদের সুখের জন্য তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি।খুব ভয় হয় এখন! ওপারে তো সবকিছুর জবাবদিহি করতে হবে, সে কি আমাকে ক্ষমা করবে? না-কি সবার আগে সে-ই আমাকে আটকে ফেলবে? চিৎকার করে বলবে “তুমি আমার সাথে জু'লুম করেছো বার বার!”

17/07/2025

"I lost her... but I still haven't deleted her."🙂

15/07/2025

This topic 🥲

কিন্তু যখন সময়, পরিস্থিতি কিংবা মানসিক প্রস্তুতি সঠিক না থাকে, তখন হয়তো সম্পর্কটি এগোয় না, বরং থেমে যায় অপূর্ণতার গহ্বরে।

এটা সেই কষ্ট, যার কোনো নাম নেই, কোনো সামাজিক স্বীকৃতি নেই। কেউ আপনাকে প্রতারিত করেনি, কেউ ছেড়ে যায়নি ইচ্ছে করে, তবুও একটা বড় শূন্যতা রয়ে যায়।

আপনি জানেন, সে মানুষটি আপনার জীবনে থাকলে জীবনটা হয়তো আরও সুন্দর হতে পারতো। কিন্তু সময় আপনাদের পক্ষে ছিল না।

এই সম্পর্কগুলো আমাদের গভীরভাবে নাড়িয়ে দেয়। নিজের সীমাবদ্ধতা, অগ্রাধিকার আর বাস্তবতার মুখোমুখি করে।

অনেকসময় আমরা বুঝতেও পারি না, এই অভিজ্ঞতা আমাদের কতটা বদলে দিচ্ছে।

তবুও মন খুঁজে ফেরে সেই মানুষটিকে, যে এসেছিল সত্যি করে, কিন্তু থেকে যেতে পারেনি।

এই কষ্ট শুধুই ভালোবাসা হারানোর নয়, বরং সম্ভাবনা হারানোর,যা হতে পারত, কিন্তু হয়নি।

এটা সেই গল্প, যেখানে দুইজন সঠিক মানুষ ছিল, কিন্তু সময়টাই ছিল ভুল।

27/06/2025

আমি আমাকেই চিনি না। যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তা'কিয়ে দেখি, চেনা মুখ, অচেনা মা'নুষ। চোখের নিচে ক্লান্তির দাগ, ভেতরে জমে থা'কা অনেক না-বলা কথা।

কখন যে বদলে গেছি নিজেই জানিনা, অভিমান জমেছে অভ্যাসের মত, নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। সব কিছু ঠিক আছে চারপাশে, তবুও নিজের ভেতরেই কিছু একটা ঠিক নেই। নিজেকে খুঁজতে খুঁজতে আজকা'ল নিজেকে'ই হারিয়ে ফেলি!🖤

23/06/2025

নিজেরে ভুলে গেছি।🙂

21/06/2025

তোমারে না পাওয়ার পর যারে পাইলাম ;🙂 সে কি আমারে পাইলো😶

10/06/2025

নিজেকেই মাঝে মাঝে চিনতে পারি না-
চোখে আর আগের সেই উজ্জ্বলতা নেই,
হৃদয়ের ভেতর কেমন একটা ভার,
যেন কিছু হারিয়ে গেছে চিরতরে।

চুপচাপ থাকি,অথচ ভেতরে চলছে যুদ্ধ,
মনে হয়-
এই আমি,আসল আমি না।
কেউ যেন আমায় পাল্টে দিয়েছে নীরবে।

হয়তো সময়ের সাথে সাথে বদলে গেছি,
কিংবা ভাঙতে ভাঙতে তৈরি হয়েছি নতুন আমি;
অচেনা, অজানা… তবুও আমি।

___❐

06/06/2025

সবাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে না।
আত্মহত্যা করার উপায় সব আলাদা আলাদা!
কেউ পছন্দের খাবার ছেড়ে দেয়, কেউ কথা বলা ছেড়ে দেয়, কেউ বিশ্বাস করা ছেড়ে দেয়, কেউ গান গাওয়া ছেড়ে দেয়, কেউ ছবি আঁকা, ছবি তোলা, কেউ লেখা, কেউ স্বপ্ন দেখা, কেউ ভালবাসা আর কেউ ভালবাসা স্বীকার করা ছেড়ে দেয়।

06/06/2025

ঘরের জন্য জীবন বন্দী,ঘর করলো পর।
মনের কাছে শখ বন্দী ,,শখ বলল তুই মর 🖤

04/06/2025

🥲🥲🥲

23/05/2025

পৃথিবীর সব ভালোগুলো তোমার হোক 🥲 আমার সব ভালো ও তোমার হোক,এটাই চাওয়া 😔

16/05/2025

কিছুই ঠিক হয় না। একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটা নিছকই মনকে সস্তা শান্তনা দেওয়া মাত্র। এই শান্তনা বুক পকেটে নিয়ে শত শত সাপ্তাহ, মাস, বছর, বহু নির্ঘুম রাত, বহু ক্লান্তিকর সমুদ্র পাড়ি দিয়ে এসে হঠাৎ এক মাঝ রাতে ঘুম ভাঙার পর আমরা বুঝতে পারি কিছুই ঠিক হয়নি। কিচ্ছু ঠিক হবে না.!😅❤️‍🩹

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Acaah Dekhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share