27/06/2025
আমি আমাকেই চিনি না। যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তা'কিয়ে দেখি, চেনা মুখ, অচেনা মা'নুষ। চোখের নিচে ক্লান্তির দাগ, ভেতরে জমে থা'কা অনেক না-বলা কথা।
কখন যে বদলে গেছি নিজেই জানিনা, অভিমান জমেছে অভ্যাসের মত, নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। সব কিছু ঠিক আছে চারপাশে, তবুও নিজের ভেতরেই কিছু একটা ঠিক নেই। নিজেকে খুঁজতে খুঁজতে আজকা'ল নিজেকে'ই হারিয়ে ফেলি!🖤