Misbah Qaderi / মিসবাহ কাদেরী

Misbah Qaderi / মিসবাহ কাদেরী Take your financial life seriously because the world is very cruel to poor people. MQ
(13)

এ যেন সূর্যকে ধরে রাখার এক ব‍্যর্থ প্রচেষ্টা ✨
08/08/2025

এ যেন সূর্যকে ধরে রাখার এক ব‍্যর্থ প্রচেষ্টা ✨

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
08/08/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যাথা থাকে, যার সাক্ষী সে শুধু নিজেই.!🥺💔🥀
06/08/2025

প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যাথা থাকে, যার সাক্ষী সে শুধু নিজেই.!🥺💔🥀

06/08/2025

- বাহিরে চাকচিক্য, ভেতরে অন্ধকার নিয়ে অনেকেই বেঁচে আছে! 😒

- লোকে তাকিয়ে তাকিয়ে তার সুন্দর জীবন দেখে ঈর্ষান্বিত হয়, অথচ সে নিজের ভেতর মরে যাচ্ছে! 🙂

05/08/2025

আমাকে একবার নয় যদি হাজার বার জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি?
আমি বলবো মানুষ চেনা।

05/08/2025

মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নেই,
কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে।

01/08/2025

Hale Dil kisku Sunaye👎😐🙏😭

Address

Cox's Bazar

Telephone

+966563639296

Website

Alerts

Be the first to know and let us send you an email when Misbah Qaderi / মিসবাহ কাদেরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Misbah Qaderi / মিসবাহ কাদেরী:

Share