Saimoun

Saimoun "মানবতার সেবায় প্রতিটি স্পর্শ গৌরবময়" Public figure

04/06/2025

🐎 🏝️

26/05/2025

যান্ত্রিক ঢাকা❤️

23/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

ভিডিওটি দেখে স্পট ডেইড ভেবেছিলাম। কিন্তু কাকতালীয় ভাবে লোকটি বেঁচে আছেন। ভদ্রলোকের নাম মতিউর রহমান। বাড়ি নওগা।লোকটিকে ভ...
20/05/2025

ভিডিওটি দেখে স্পট ডেইড ভেবেছিলাম। কিন্তু কাকতালীয় ভাবে লোকটি বেঁচে আছেন। ভদ্রলোকের নাম মতিউর রহমান। বাড়ি নওগা।

লোকটিকে ভদ্রলোক বললাম কারণ চুরির প্রতিবাদ তাকে ট্রেন থেকে ফেলে দিলেও তিনি আসোলে চোর না। ছোটখাটো ব্যবসা করেন। ব্যবসার টাকা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছিলেন।

যমুনা টেলিভিশন ভদ্রলোককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ভদ্রলোক নিজের মুখেই বলছেন, ‘আমি ট্রেনে উঠার পর মাস্ক পরা ৫/৭ জন ছেলে আমাকে দেখিয়ে মোবাইল চোর মোবাইল চোর বলে চিৎকার করে উঠলো। আচমকা আমাকে মারধর করতে শুরু করলো। আমার সব টাকাপয়সা কেড়ে নিলো। আমি কিছু বুঝে ওঠার আগেই একজন ট্রেনের দরজা দিয়ে আমাকে ধাক্কা দিলো। আমি তার এক হাত ধরে প্রাণপণে উপরে উঠার চেষ্টা করলাম। ব্যর্থ হয়ে শেষমেশ ছিটকে পড়লাম। তারপর যেন আল্লাহ নিজের হাতে আমাকে বাঁচালেন।’

এই কথাগুলো বলার সময় তার আশেপাশে যতগুলো মানুষ দাঁড়িয়ে ছিল সবার চোখ ভিজে উঠছিল।

মব কতটা ভয়াবহ এই ঘটনা তার চাক্ষুষ প্রমাণ। মবের থাবায় দেশে যে এরচেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে না তার গ্যারান্টি কী?

আজ মতিউর রহমান বেঁচে আছেন। কিন্তু কাল মবের স্বীকার হয়ে আমি আপনি না-ও বাঁচতে পারি।

20/05/2025

আপনাকে কেউ সম্মান করলে, আপনি অহংকারী হবেন না। উদ্ধত আচরন করবেন না। বরং কৃতজ্ঞতা প্রকাশ করবার চেষ্টাটা করুন। আপনাকে কেউ সম্মান করছে, এর মানে সে ছোট; সেরকমটা নয়। সে মন, মানসিকতা, জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞাতে অন্য অনেক মানুষের চেয়ে বড়। তার প্রতি কৃতজ্ঞ হন।

সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা।
এই বোধটা যেদিন আপনার ভেতর জন্মাবে, সেদিন বুঝবেন- আপনি অন্য সবার মতন সাধারন নয়; আপনার ভেতর অসাধারন একটা ব্যপার সুপ্ত অবস্থায় দিন দিন বড় হয়ে উঠছে।

সম্মান করবার মতন মানুষ পৃথিবীতে না থাকলে, কোন মানুষই সম্মানিত হতো না। সুতরাং, যারা আপনাকে সম্মান করছে; তাদেরকে ভ্যালু করুন! ✨🤍

17/05/2025

পিঁপড়ার আয়ুকাল নিয়ে জন্মাইয়া মানুষ-সুখ সংগ্রহ করতে করতে ফুরাইয়া ফেলে জীবন।

13/05/2025

আহা: খুবই দুঃখজনক, অটোরিকশা উচ্ছেদ অভিযানে মাটিতে লুটিয়ে পড়লেন চালক।

#অটোরিক্সা #

13/05/2025

06/05/2025

আপনি ১৬ বছর বয়সে যাকে ভালবাসতেন ২০ বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেননা।
২০ বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন ২৫ বছরে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিবেন।
স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেইল করে অঝোরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন।
ঠিক তেমনি, আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ!
নিশ্চিত থাকুন যে, সব কুয়াশা কেটে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে।
বিশ্বাস করুন,আল্লাহর ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সবকিছু ঠিক করে দেয়।

- Mad aman ullah

06/05/2025

শখের পাখি।😻

আসলেই!🥺😞লেখাঃ সংগ্রহীত
05/05/2025

আসলেই!🥺😞
লেখাঃ সংগ্রহীত

Address

Cox's Bazar
DHAKA,

Alerts

Be the first to know and let us send you an email when Saimoun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share