TT TV Let's Change the world

04/05/2025

02/03/2024

Kicheeku peyar karo || কিছিকো পিয়ার করো হিন্দি গানটি অসাধারণ কন্ঠে ফুটিয়ে তুলেছেন কক্সবাজার রামুর শিল্পী Mohammed Ayas Uns

কেমন হয়েছে মতামত দিয়ে সহযোগিতা করবেন 🥰


With Mizanur Rahman Azhari – I just got recognised as one of their rising fans! 🎉
17/12/2023

With Mizanur Rahman Azhari – I just got recognised as one of their rising fans! 🎉

08/12/2023

বন্ধু যখন বিপদে থাকবে তখন না ডাকলেও যাও কিন্তু যখন আনন্দে থাকবে তখন না ডাকলে যেও না!

17/11/2023


সিইএইচআরডিএফ লিডারশীপ কর্মশালা সম্পন্ন।

সিইএইচআরডিএফ গত ১০ বছর পলিসি, স্ট্র্যাটেজির, সাংগঠনিক কাঠামো, কর্মসূচি, ভিশন, গ্লোবাল নেটওয়ার্কিং, গ্লোবাল নেগোসিয়েশন, ইউএন নেগোসিয়েশন প্রভৃতি মৌলিক কাজ সমূহ সেটাপ করেছেন। পাশাপাশি, নিজস্ব সক্ষমতায় গত ১০ বছর যাবৎ সামাজিক ও ট্রান্সফরমেটিভ এবং রাইটস বেসিস কাজ করে চলেছেন।

নেতৃত্বের চাহিদায় এখন সিইএইচআরডিএফ'র মূল ভিশনকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য একদল বিশ্বস্ত, ত্যাগী, আনুগত্যশীল, স্বচ্ছ, জবাবদিহিতা সম্পন্ন ও ভিশনারি তরুণ নেতৃত্ব দরকার। সিইএইচআরডিএফ একটি ভিশনারি সংগঠন এবং আপনারা সেই তরুণ দল যারা পৃথিবীর ৪শ কোটি প্রান্তিক মানুষদের পক্ষে প্রতিনিধিত্ব করছেন।






05/11/2023

কক্সবাজার রেললাইন উদ্বোধন হতে চলেছে আগামী ২ দিন পর🧑‍💻

TT TV HELLO COX'S BAZAR

12/10/2023

বিশেষ বিজ্ঞপ্তি
--------

সিইএইচআরডিএফ এর সকল পর্যায়ের দায়িত্বশীলদের অবগতির জন্য জানানো যাচ্ছে,

আগামী ১৪ অক্টোবর-২৩, ১.৪৫ মিনিটে মরিচ্যা বাজার স্টেশনে ফিলিস্তিনে #ইসরাইলের #মানবতা #বিরোধী #আগ্রাসনের #প্রতিবাদ ও #যুদ্ধ #বিরতির #দাবিতে #সিইএইচআরডিএফ এর সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে সকল দায়িত্বশীল এবং সর্বস্তরের জনমানুষের অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে আহবান রহিল।

-----
শুভেচ্ছান্তে
আব্দুল মান্নান রানা
সহকারী প্রধান লিডার

"ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে?বলতে গেলে ঢাকার সবচেয়ে বড় লোক পরিবারের ছেলে ছিল। তখনকার দিনে যখন ১ম শ্রেণীর অফিসারের...
07/10/2023

"ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে?
বলতে গেলে ঢাকার সবচেয়ে বড় লোক পরিবারের ছেলে ছিল। তখনকার দিনে যখন ১ম শ্রেণীর অফিসারের বেতন ছিল খুব বেশি হলে ৫০০-৬০০ টাকা, সে এলভিস প্রিসলির গান শোনার জন্য এক ধাক্কায় ১০০০ টাকার রেকর্ড কিনে আনতো। তাদের বাড়িতে হরিণ ছিল, সরোবরে সাঁতার কাটত ধবল রাজহাঁস, মশলার বাগান থেকে ভেসে আসত দারুচিনির গন্ধ(ডাকে পাখি খোলো আঁখি, এই গানটার শুটিং হয়েছিল তাদের বাড়িতে)।
জ্বী হ্যা, আমি মাগফার উদ্দিন চৌধুরী আজাদ এর কথা বলছি।
আজাদ ক্লাস সিক্সে পড়ে, সেন্ট গ্রেগরি। ১৯৬০ এর দশক। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন। আজাদের মা বললেন, তুমি বিয়ে করবে না, যদি করো, আমি একমাত্র ছেলে আজাদকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। আজাদের বাবা আরেকটা বিয়ে করলে আজাদের মা সাফিয়া তার বালকপুতের হাত ধরে ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করেন এবং একটা পর্ণকুটীরে আশ্রয় নেন। ছেলেকে লেখাপড়া শেখান। আজাদ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে।
তার বন্ধুরা যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে, ফিরে এসেছে আগরতলা থেকে, ট্রেনিং নিয়ে। তার ঢাকায় গেরিলা অপারেশন করে। বন্ধুরা আজাদকে বলল, চল, আমাদের সাথে, অপারেশন করবি। তুই তো বন্দুক পিস্তল চালাতে জানিস। তোর আব্বার তো বন্দুক আছে, পিস্তল আছে, তুই সেগুলো দিয়ে অনেকবার শিকার করেছিস।
আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার কেউ নেই, আর মায়েরও আমি ছাড়া আর কেউ নেই। মা অনুমতি দিলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি।
মাকে আজাদ বলল, মা, আমি কি যুদ্ধে যেতে পারি?
মা বললেন, নিশ্চয়ই, তোমাকে আমার প্রয়োজনের জন্য মানুষ করিনি, দেশ ও দশের জন্যই তোমাকে মানুষ করা হয়েছে।
আজাদ যুদ্ধে গেল।
দুটো অপারেশনে অংশ নিল। তাদের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হলো। গেরিলারা আশ্রয় নিল।
১৯৭১ সালের ৩০ আগস্ট। ধরা পড়ে ক্র্যাক প্লাটুনের একদল সাহসী মুক্তিযোদ্ধা। সেসময় আজাদকেও আটক করা হয়। তাকে ধরে নিয়ে রাখা হলো রমনা থানা সংলগ্ন ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে।
গরাদের ওপারে দাড়িয়ে থাকা আজাদকে তার মা চিনতে পারেন না। প্রচণ্ড মারের চোটে চোখমুখ ফুলে গেছে, ঠোঁট কেটে ঝুলছে, ভুরুর কাছটা কেটে গভীর গর্ত হয়ে গেছে।
–“মা, কি করব? এরা তো খুব মারে। স্বীকার করতে বলে সব। সবার নাম বলতে বলে।“
–“বাবা, তুমি কারোর নাম বলোনি তো?
–না মা, বলি নাই। কিন্তু ভয় লাগে, যদি আরও মারে, যদি বলে দেই…
–বাবারে, যখন মারবে, তুমি শক্ত হয়ে থেকো। সহ্য করো। কারো নাম বলো না।
–আচ্ছা মা। ভাত খেতে ইচ্ছে করে। দুইদিন ভাত খাই না। কালকে ভাত দিয়েছিল, আমি ভাগে পাই নাই।
–আচ্ছা, কালকে যখন আসব, তোমার জন্য ভাত নিয়ে আসব।
সাফিয়া বেগমের ভেতরটা দুমড়ে-মুচড়ে যায়। গায়ে হাত তোলা তো দূরে থাক, ছেলের গায়ে একটা ফুলের টোকা লাগতে দেননি কোনোদিন। সেই ছেলেকে ওরা এভাবে মেরেছে… এভাবে…
মুরগির মাংস, ভাত, আলুভর্তা আর বেগুনভাজি টিফিন ক্যারিয়ারে ভরে পরদিন সারারাত রমনা থানায় দাড়িয়ে থাকেন সাফিয়া বেগম, কিন্তু আজাদকে আর দেখতে পাননি। তেজগাঁও থানা, এমপি হোস্টেল, ক্যান্টনমেন্ট-সব জায়গায় খুজলেন, হাতে তখন টিফিন ক্যারিয়ার ধরা, কিন্তু আজাদকে আর খুঁজে পেলেন না।
ছেলে একবেলা ভাত খেতে চেয়েছিলেন। মা পারেননি ছেলের মুখে ভাত তুলে দিতে। সেই কষ্ট-যাতনা থেকে পুরো ১৪টি বছর ভাত মুখে তুলেন নি মা! তিনি অপেক্ষায় ছিলেন ১৪ টা বছর ছেলেকে ভাত খাওয়াবেন বলে। বিশ্বাস ছিলো তাঁর আজাদ ফিরবে। ছেলের অপেক্ষায় শুধু ভাতই নয়, ১৪বছর তিনি কোন বিছানায় শোন নি। শানের মেঝেতে শুয়েছেন শীত গ্রীষ্ম কোন কিছুতেই তিনি পাল্টান নি তার এই পাষাণ শয্যা। আর এর মুল কারণ আজাদ রমনা থানায় আটককালে বিছানা পায়নি।
প্রজন্ম কিংবদন্তি আজাদদের চিনেনা, চিনে হলিউডের অ্যাকশন চলচ্চিত্র।
শেয়ার করে সবাইকে ইতিহাস'টি পড়ার সুযোগ করে দিন।
ভালো থাকুক জীবনের প্রেমগুলো। ভালো থেকো কিংবদন্তী।"
লেখাটি প্রিয় লেখক Anisul Hoque এর 'মা' বই থেকে নেওয়া হয়েছে। ছবিটিও সংগ্রহ করেছেন এবং ফেসুবেক পোস্ট করেছেন প্রিয় লেখক। Copied and pasted.

With Pricila – I just got recognised as one of their top fans! 🎉
06/10/2023

With Pricila – I just got recognised as one of their top fans! 🎉

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when TT TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share