ইসলামাবাদ নিউজ Islamabad News

ইসলামাবাদ নিউজ Islamabad News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামাবাদ নিউজ Islamabad News, News & Media Website, Eidgoan Cox's bazar, Cox's Bazar.

12/05/2025
12/05/2025
সেলিম হত্যার আসল রহস্য বের হয়নি এখনো। অনুসন্ধানী-১মরহুম সেলিম কোম্পানির মৃত্যুর রহস্য উদঘাটন:--------------------------...
12/05/2025

সেলিম হত্যার আসল রহস্য বের হয়নি এখনো।
অনুসন্ধানী-১
মরহুম সেলিম কোম্পানির মৃত্যুর রহস্য উদঘাটন:--
------------------------------------

মরহুম সেলিম কোম্পানি, পিতা:-শফিউল আলম (মাছ ব্যবসায়ী) নতুন অফিস পাড়া, ইসলামপুর, ঈদগাও উপজেলা কক্সবাজার,
মরহুম সেলিম কোম্পানির মৃত্যুর
হয়:-কক্সবাজার কলাতলী হোটেল ক্লাসিক।
মরহুম সেলিম কোম্পানিকে কীটনাশক বিয জাতীয় ওষুধ খাওয়াইয়ে হত্যা করে প্রতারক খুনি দিদার কোম্পানি এবং প্রতারক খুনি আরিফ ইসলাম।
তখনকার হোটেলের ম্যানেজার ছিলেন:-আবুল কালাম।
মৃত দিবস:-২৫-০২-২০১৮সাল।
পোস্টমর্টেম:-২৬-০২-২০১৮সাল।
পোস্টমডেম এর রিপোর্ট:-মরহুমের পরিবারের কাছে পোস্ট মডেম এর রিপোর্ট না আসার জন্য দিদার এবং আরিফ কক্সবাজারের মরহুম কাউন্সিলর বাবু কে দিয়ে মোটা অংকের বিনিময়ে প্রশাসনকে মেনেজ করে আটকে রেখেছে।

মরহুম সেলিম কোম্পানি মূলত একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। উত্তরবঙ্গ থেকে কয়লা এনে বৃহত্তর কক্সবাজার জেলার বিভিন্ন ব্রিক ফিল্ডে কয়লা সাপ্লাই দিত, এবং ঈদগাও বাজারে একটি কুকারিসের দোকানও ছিল।অনুসন্ধান এটি মেয়ের প্রতিবেদন অনুযায়ী পরিষ্কার বুঝা গেছে মরহুম সেলিম মোহাম্মদ আরিফ ও দিদারুল ইসলাম এর কাছে অনেক টাকা পাওনা হয়ে যায়। উক্ত দুই প্রতারক মোহাম্মদ সেলিমকে টাকার বিনিময় ব্ল্যাংক চেক প্রদান করে। মোহাম্মদ সেলিম ব্যাংকে যাওয়ার পর উক্ত একাউন্টটা কোন টাকা না পাওয়াই রাগান্বিত হয়ে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে।

দুই প্রতারক মরহুম সেলিমের পাওনা টাকা না দিয়ে,টাকাগুলো আত্মসাৎ করার চেষ্টা করে। একপর্যায়ে তারা সেলিমকে হত্যা করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২৫-০২-২০১৮ তারিখ দুই প্রতারকই- মরহুম সেলিম কোম্পানিকে কৌশলে কক্সবাজার কলাতলী হোটেল ক্লাসিক এ নিয়ে যান রাতে খাওয়া দাওয়া শেষে। মদের আয়োজন করে সেলিমের মদের মধ্যে কিটনাশক মিশিয়ে খাইয়ে হত্যা করেছিল।পরবর্তীতে অতিরিক্ত মধ্যপানে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দিয়েছে। দিদারুল ইসলাম ও মোঃ আরিফ।
অনুসন্ধানী টিম কক্সবাজার সদর হাসপাতালের পোস্ট মর্ডান রিপোর্ট খোঁজ করতে গেলে দেখা যায় গত ২৬/০২/২০১৮ তারিখের রেজিস্টারের পাতা একটি ছেড়া এবং সেলিমের পোস্টমর্টেম রিপোর্ট নাই।
ঘটনা আরো বেশি সন্দেহ হওয়ায় মরহুম সেলিমের ছেলের সাথে যোগাযোগ করা হয়েছিল। তার বাবার হত্যাকারীদের পুণ তদন্তের জন্য। দুর্ভাগ্যবশত মোহাম্মদ আরিফ তখন আওয়ামীলীগের একজন বড় নেতা ও জেলা পরিষদের সদস্য হওয়া তার বিরুদ্ধে অ্যাকশন নিতে ভয় পেয়েছিলাম সেলিমের ছেলে।

দুই প্রতারকের ছবি এবং ঠিকানা দেওয়া হল।
(১)-দিদারুল ইসলাম,
দিবা ব্রিকফিল্ডের মালিক,
পিতা:-মৃত মোজাফফর কোম্পানি, খোদাই বাড়ি, ইসলামাবাদ, ঈদগাঁও উপজেলা কক্সবাজার।

(২)-আরিফুল ইসলাম,
বর্তমান -S,M,A ব্রিকফিল্ডের মালিক,
পিতা:-মৃত গনি সওদাগ, নাপিতখালী, ইসলামপুর, ঈদগাও উপজেলা কক্সবাজার।

অনুসন্ধানে আরো উঠে আসেন।

মরহুম সেলিম কোম্পানি যখন কয়লার ব্যবসা করে তখন সেলিম কোম্পানির কাছ থেকে কয়লা ক্রয় করে এবং বলে যে কিছুদিন পরে ইট বিক্রয় হইলে টাকা দিয়ে দিবে বলে বলে দফায় দফায় এবং সমস্ত টাকার ব্যাংক চেক ও দেয় সমস্ত ব্যাংক চেক প্রমান সহকারে কপি গুলি পোস্ট করে দিলাম তথ্য প্রমাণ সহকারে।

প্রতারক খুনি দিদার কোম্পানি থেকে সেলিম কোম্পানি পাওনা আছে সর্বমোট=(১,৭০০,০০০) সতের লক্ষ টাকা বাকি করে ফেলে কয়লা ক্রয় করে।
এবং এর পরে বিভিন্ন গতিমতি দিয়ে কিভাবে টাকা গুলা না দিয়ে পার পেয়ে যায় এভাবে একটি ফন্দি বাহির করে, এবং যোগাযোগ করে নাপিতালী ইসলামপুরের প্রতারক খুনি আরিফ ইসলামের সাথে দফাই দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে সেলিম কোম্পানি কে হত্যা করার জন্য। এবং হত্যা করে সাকসেসফুল হয়েছে-পাপী দিদার কোম্পানি এবং -পাপী আরিফ।
প্রতারক পাপী দিদার কোম্পানি লোক দেখানো ওমরা হজ করেও আসছে, তারপরও কত অনিয়ম দুর্নীতি নিয়ে জীবন যাপন করতেছে। এই পাপীদের মৃত্যুর কোন ভয়ই নেই, ফেরাউনের চেয়ে অধম্ম জাতি এরা।

কিন্তু দুঃখের বিষয় মরহুম সেলিম কোম্পানির মৃত্যুর রহস্য উৎঘাটনের পোস্টমর্টেমের রিপোর্টটা ও জব্দ করে রেখেছে-
মুক্তার আহমদ তার বড় ভাই বিভিন্ন কৌশলের মাধ্যমে দিয়ে লম্বা ক্রিস দিয়ে আরিফুল ইসলামকে হোটেল থেকে তাড়িয়ে দেয়, তখন প্রতারক আরিফুল ইসলাম কোন উপায় না পেয়ে নাপিত খালি ইসলামপুরে নিজ বাড়িতে অবস্থান নেয়, এবং বেকার হয়ে যায়,
তখন ব্যবসায়িক সলিম কোম্পানি সাথে বন্ধুত্ব স্থাপন গড়ে তুলে প্রতারক খুনি ইয়াবার ব্যবসায়ী আরিফুল ইসলাম,

মরহুম সেলিম কোম্পানির যখন কয়লার ব্যবসা করে, তখন প্রতারক আরিফুল ইসলাম প্রস্তাব উপস্থাপন করে যে আমরা দুজন মিলে পার্টনারশিপ একটা ব্রিকফিল্ড ব্যবসা করি, তখন মরহুম সলিম কোম্পানি সে প্রস্তাবে রাজি হয়ে যায় অর্ধেক অর্ধেক টাকা খরচ দে

ব্রিকফিল্ডের চুক্তি হওয়ার পর নাম দেওয়া হয়=S ant A (এস এন্ড এ) এভরিভেসন হল-সেলিম এবং আরিফ। প্রতারক আরিফুল ইসলাম মরহুম সলিম কোম্পানিকে হত্যা করার পর ব্রিক ফিল্ডের নাম চেঞ্জ করে বর্তমান দিয়েছে=S,M ,A ব্রিক ফিল্ড,

মরহুম সেলিম কোম্পানি= S and A (এস এন্ড এ) ব্রিক ফিল্ডের জন্য সর্বমোট (২,৭০০,০০০) সাতাশ লক্ষ টাকা ইনভেস্ট করে। তখন প্রতারক আরিফুল ইসলামের লোভ সামলাইতে না পেরে সিদ্ধান্ত নে খোদাই বাড়ির প্রতারক দিদার কোম্পানির সাথে দফাই দফাই বৈঠক করে, এবং দুইজনই সিদ্ধান্ত নে সেলিম কোম্পানিকে হত্যা করার।যেন এককভাবে প্রতারক আরিফুল ইসলাম ভোগ দখল করে নিবে ব্রিক ফিল্ড টি। এবং কক্সবাজার কলাতলী হোটেল ক্লাসিক এ পরিকল্পনা করে বিষাক্ত কীটনাশক খাওয়ার মধ্যে দিয়ে তাকে হত্যা করবে, এবং সে হত্যা সাকসেসফুল হয়ে যায়।

মরহুম সলিম কোম্পানিকে সর্বপ্রথম হত্যা করার জন্য পরিকল্পনা করে প্রতারক খুনি আরিফুল ইসলাম, এবং খোদাই বাড়ির প্রতারক খুনি দিদার কোম্পানি সাথে দফাই দফাই বৈঠক করে দুইজনেই সিদ্ধান্ত নে সেলিম কোম্পানিকে হত্যা করার জন্য।

ইসলামপুরের গণি পরিবারের সবাই অপরের টাকা এবং সম্পত্তির জন্য ভীষণ লোভ, এদের কিন্তু অপরের টাকা এবং সম্পত্তির দিকে কূ নজর পড়লে কেহ রেহাই পাই না-এই পরিবার থেকে।বিভিন্ন কলা কৌশল ক্রিমিনাল মধ্য দিয়ে অপরের সম্পত্তি দখল করবে এবং টাকা পয়সার জন্য মানুষকে খুন করতে দ্বিধা করে না। জঘন্য পরিবারের জঘন্য ,পশু বললেও তাদেরকে মান বাড়িয়ে দেওয়া হবে, এমন নিষ্ঠুর এবং কঠোর পরিবারের এরা সন্তান। মৃত গনি সওদাগর ও তেমন ক্রিমিনাল এবং পরের সম্পত্তির জন্য ভীষণ লোভ ছিল।

মরহুম সেলিম কোম্পানি মারা যাওয়ার সময় কিছু মানুষের কাছ থেকে টাকা পাওনা ছিল। তাহা ছবি সহকারে উপস্থাপন করলাম:---
--------------------------------------------------
ঈদগাঁও প্রতারক খুনি দিদার কোম্পানি দিবা ব্রিক ফিল্ডের মালিক থেকে পাওনা আছে=(১,৭০০,০০০)সতের লক্ষ টাকা।

নাপিতালী ইসলামপুরের SMA ব্রিকফিল্ডের মালিক প্রতারক খুনি আরিফুল ইসলাম থেকে টাকা পাওনা আছে (২,৭০০,০০০)সাতাশ লক্ষ টাকা।

ঈদগাও ব্রিকফিল্ডের বিমান মৌলভী কাছ থেকে পাওনা আছে (২৫০,০০০) ২ লক্ষ ৫০ হাজার টাকা পাওনা আছে।

রামু সাবেক আব্দুর রহিম চেয়ারম্যানের কাছ থেকে পাওনা আছে (১০০,০০০) এক লক্ষ টাকা।

মরহুম সেলিম কোম্পানিকে হত্যা করার পর প্রশাসনকে সাংবাদিককে মোটা অংকের টাকা দিয়ে ধামাচাপা দিয়ে রাখছিল মরহুম সেলিম কোম্পানির মৃত্যু রহস্য। একটি কথা উদ্দেশ্য করে কিছু জনমত প্রকাশ করে যে,এই প্রতারক খুনি ক্রিমিনাল এরা যদি মারা যায় সমাজে যেন এদের মৃত্যুর পরে জানাজা না
@
প্রতিবেদন টপ নিউজ

08/05/2025
প্রিয় গ্রাহক আকাশ নিয়ে এলো বন্ধ অফার এই অফার জানতে এখানে কল করুন
28/04/2025

প্রিয় গ্রাহক আকাশ নিয়ে এলো বন্ধ অফার এই অফার জানতে এখানে কল করুন

ব্যাটারির রিকশা চলাচল বন্ধ ও রিকশা জব্দের প্রতিবাদে বুধবার চট্টগ্রামের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় জড়ো হন শতাধ...
23/04/2025

ব্যাটারির রিকশা চলাচল বন্ধ ও রিকশা জব্দের প্রতিবাদে বুধবার চট্টগ্রামের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় জড়ো হন শতাধিক চালক। তারা সড়ক অবরোধ করে গাড়ি ভা*ঙচুর শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে লাঠিপে*টা করে। ঘটনাস্থলে যোগ দেন সেনাসদস্যরাও।


23/04/2025
20/04/2025
কক্সবাজারের ২২ লাখ মানুষের সুচিকিৎসা নিশ্চিতে যৌক্তিক দাবি বাস্তবায়ন চাইআসুন সবাই এক সাথে আওয়াজ তুলি
20/04/2025

কক্সবাজারের ২২ লাখ মানুষের সুচিকিৎসা নিশ্চিতে
যৌক্তিক দাবি বাস্তবায়ন চাই
আসুন সবাই এক সাথে আওয়াজ তুলি

12/04/2025
মার্চ ফর গাজা কর্মসূচি শুরুফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আ...
12/04/2025

মার্চ ফর গাজা কর্মসূচি শুরু

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান যেন এক টুকরো ফিলিস্তিন। সবার কণ্ঠেই যেন এক দাবি- ‘গাজার গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। তাদের ডাকা এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বিকেল ৩টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্ব নির্যাতিত ফিলিস্তিনের জন্য করা হবে মোনাজাত।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাংলামোটর, কাকরাইল পুরান ঢাকা, গুলিস্তানের জিরোপয়েন্টসহ বিভিন্ন স্থান থেকে এক যোগে শুরু হয় এই মার্চ ফর গাজা কর্মসূচি। একে একে রাজধানীর সব পথ মিলছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজা উই আর উইথ ইউ’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’সহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

এছাড়াও তেজগাঁও ও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে এক মঞ্চে এক হচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ। এছাড়াও দল-মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরাইলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করছেন।

আয়োজকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড, শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে। যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকা ও প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে গণজমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজার ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, আমরা সতর্কতার অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য পতাকা বহন করতে নিষেধ করছি।

আয়োজক সূত্রে জানা যায়, গাজায় চলমান বর্বরোচিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। মাগরিবের আগ পর্যন্ত চলবে এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। তাদের দাবি সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে।

ঢাকা ডেস্ক।

Address

Eidgoan Cox's Bazar
Cox's Bazar
4702

Telephone

+8801814179994

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামাবাদ নিউজ Islamabad News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামাবাদ নিউজ Islamabad News:

Share