05/08/2025
আল্লাহ তালার কাছে অসীম শুকরিয়া এত বড় বিপদ থেকে আজকে আমাকে রক্ষা করছে।আমিন
যদি ও আমার কোন দোষ ছিল না।গাড়িতে তিন জন মানুষ ছিল
দুই জন খুব আহত হয়েছে। তাদের কে ইউনিক হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এর পরও ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আল্লাহ তায়ালা যা করে ভালো করে ।।