Trend Rover

Trend Rover Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trend Rover, Digital creator, Cox's Bazar.
(2)

সংবাদ যখন সত্য, ভরসা তখন Trend Rover।
সময়, সমাজ ও সত্যের প্রতিচ্ছবিতে আমরা তুলে আনি প্রতিটি ঘটনার গভীরতা।
স্থানীয় থেকে আন্তর্জাতিক—সব খবর, সব দৃষ্টিভঙ্গি, এক প্ল্যাটফর্মে।

“Ride the Wave of Everything.”
(“ট্রেন্ডে চড়ুন, সব জানুন।”)

07/08/2025

শুক্রবার ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না কক্সবাজারে,
৬-১২টা পর্যন্ত।

কক্সবাজারে দেশে প্রথমবারের মতো কোন রেলস্টেশনে বসানো হয়েছে স্ক্যানার।
06/08/2025

কক্সবাজারে দেশে প্রথমবারের মতো কোন রেলস্টেশনে বসানো হয়েছে স্ক্যানার।

বিশ্বকবির প্রয়াণ দিবস আজবিনম্র শ্রদ্ধা, বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকু...
06/08/2025

বিশ্বকবির প্রয়াণ দিবস আজ
বিনম্র শ্রদ্ধা,

বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার অনবদ্য সৃষ্টিকর্মে বিশ্ব মানচিত্রের এক বিস্ময়কর অবস্থান করে নিয়েছে বাংলা সাহিত্য। আজ ২২ শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। ১৯৪১ সালের ৬ আগস্ট বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি।

বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে অবিস্মরণীয় অবদান। তার হাত ধরেই বাংলা সাহিত্য নতুন রূপ লাভ করে। গল্পে, উপন্যাসে, কবিতায়, প্রবন্ধে, নতুন সুরে ও বিচিত্র গানের বাণীতে, অসাধারণ সব দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধে, সমাজ ও রাষ্ট্রনীতির গভীর জীবনবাদী চিন্তাজাগানিয়া অজস্র এমনকি চিত্রকলায়ও রবীন্দ্রনাথ চির অম্লান। মানুষের মুক্তির দর্শনই ছিল কবিগুরুর দর্শন। তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, কথাশিল্পী, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, ছোট গল্পকার ও ভাষাবিদ।

আশি বছরের জীবন সাধনায় রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে নিয়ে গভীর জীবন তৃষ্ণায় তিনি লিখেছেন, ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্যকরে এই পুষ্পিত কাননে/ জীবন হৃদয় মাঝে যদি স্থান পাই।’ রবীন্দ্রনাথ অবশ্য জন্ম-মৃত্যুর মাঝে তফাত দেখেছেন খুব সামান্যই। সৃষ্টিই যে এই নশ্বর জীবনকে অবিনশ্বরতা দেয়, সে কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বলেই তিনি এমন দৃঢ়তায় বলতে পেরেছেন মৃত্যু দিয়ে যে প্রাণের/মূল্য দিতে হয়/ সে প্রাণ অমৃতলোকে/ মৃত্যুকে করে জয়।

মানবতাবাদী এই কবি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই দর্শন অন্বেষণ করেছেন। তার কবিতা, গান, সাহিত্যের অন্যান্য বিভিন্ন শাখার লেখনী মানুষকে আজও সেই অন্বেষণের পথে, তার অভীষ্ট উপলব্ধির পথে আকর্ষণ করে।

বাংলা সাহিত্য-সংস্কৃতির এমন কোনো দিক নেই যা নিয়ে তিনি লেখালেখি করেননি। জীবনের শেষ পর্যায়ে তিনি চিত্রকর হিসাবেও খ্যাতি অর্জন করেন। রবিঠাকুরই বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। প্রথম এশীয় হিসাবে ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রকৃতিকে কাঁদিয়ে যখন ইহধাম ত্যাগ করেন, সেদিন শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন ‘দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপারের কোলে/ বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে/ শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে।’ প্রসঙ্গত, ১২৬৮ সনের ২৫ বৈশাখ ইংরেজি ১৮৬১ সালের ৮ মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নানা আয়োজনে আজ বুধবার কবিগুরুর প্রয়াণ দিবস পালন করবে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।এই মহান কবি, লেখক, যা কিছুই বলি কোনো শেষ নেই,

বিনম্র শ্রদ্ধা : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

✍️আজমাইন আহনাফ হামিম

06/08/2025

অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান— '৩৬ জুলাই উদযাপনের’ অংশ হিসেবে মঙ্গলবার রাতে ঢাকায় হয় ড্রোন শো। 'ডু ইউ মিস মি?' শিরোনামের এ আয়োজনে মানিক মিয়া এভিনিউয়ের আকাশে ওড়ে প্রায় দুই হাজার ড্রোন, যেখানে তুলে ধরা হয় ‘৩৬ জুলাইয়ের’ নানা প্রেক্ষাপট। যৌথভাবে আয়োজনে ছিল বাংলাদেশ ও চীন। ছবি: বাংলাদেশ শিল্পকলা একাডেমি

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার দুপুরে জুলাই গণঅ*ভ্যু*ত্থান দিবস উদযাপনের সময় বেলুন বিস্ফোরণে ১০ জন দ*গ্ধ হন। পরে ...
05/08/2025

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার দুপুরে জুলাই গণঅ*ভ্যু*ত্থান দিবস উদযাপনের সময় বেলুন বিস্ফোরণে ১০ জন দ*গ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

05/08/2025

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ১০ জন জাতীয় বার্নে

05/08/2025

“কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।”

05/08/2025

রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে প্রধান উপদেষ্টা তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

05/08/2025

জুলাই গণঅ*ভ্যু*ত্থা*ন দিবসের সকালে জাতির উদ্দেশে এক ভিডিও বার্তায় ড.ইউনুস বলেছেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না।”

04/08/2025
04/08/2025

পর্যটকদের ফেলা আবর্জনা এখন সাগরে পরিবেশ দূষণ করছে,,,

04/08/2025

দেশের জন্য যেটাই ঠিক, সেটাই করে দেশপ্রেমিক! নতুন বাংলাদেশে, দেশপ্রেমিকের পরিচয় আওয়াজে নয় কাজে।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Trend Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share