21/08/2024
আরে ভাই আপনাদের কি বিবেক বলতে কিছু নাই নাকি??? দেখতে পারছেন না।রোহিঙ্গারা ক্যাম্পের বাহিরে নাকি ক্যাম্পের ভিতরে। আচ্ছা বলেন ভাই কোনো কথা ছাড়া যদি মারধর শুরু করে আপনি কি করবেন।নিশ্চয় আপনি পাল্টা জবাব দিবেন না হয় প্রতিবাদ করবেন। রোহিঙ্গারা কি করছে জানেন? ওরা মার খেয়ে পালিয়ে আসছে কেউ হাতে কোপ খাইছে কাউকে মাথা ফাটিয়ে দিয়েছে।এটাই হচ্ছে রোহিঙ্গা।কোন বাঙ্গালী যদি কোনো খারাপ কাজে ধরা খাই দোষটা রোহিঙ্গাদের উপর চাপিয়ে দেয়। আর এসব হলূদ মিডিয়া ওই ভূয়া নিউজ গুলো প্রচার করে। আপনাদের বিশ্বাস হবে না। বিশ্বাস যদি না হয় একটু কষ্ট করে খুজ নিয়ে দেখবেন প্লিজ।আমি বলছি না রোহিঙ্গারা ভালো। আছে কয়েক টা ওই রকম সব জায়গায় থাকে। ওদের ও ডাকাত বানাইছে পুলিশ ।কারণ ডাকাত দের হাজার বার এরেস্ট করছে।কি ভাবে আসে জেল থেকে । পুলিশরা যদি টাকা না খেয়ে সঠিক আইন মত কাজ করতো কম পক্ষে ১০/১২ বছর সাজা কাটতে হতো এটাই কি রোহিঙ্গা পূরো জাতির দোষ? ।অপহর করছে সন্ত্রাসীরা । সন্ত্রাসীদের গ্রোপে অর্ধেক বাঙ্গালী। বিশ্বাস করেন আর না করেন এটাই সত্য। কিন্তু একটা কথা মনে রাখবেন।আজ ৩২ বছর ধরে এই রোহিঙ্গারা বাংলাদেশে আছে।এর আগে কখনো শুনেছেন দেখেছেন রোহিঙ্গারা বাংলাদেশে কখনো অপহরণ করেছে এবং করাইছে।আর আজকে কতো নিরিহ মানুষ গুলিতে আহত হয়েছে জানেন??? জানবেন বা কি করে।কেউ সত্য কথা বলার সাহস করে না। সংবাদ আপলোড করার আগে একটু স্পটে গিয়ে দেখতে হবে। স্থানীয়রা যেভাবে ভাংচুর আর গুলি করছে সেগুলো তো দেখেন নাই।আহ্ কি বলবো রোহিঙ্গাদের তো কোনো সাংবাদিক নাই ।