
31/03/2025
মা ডাকটি খুব মিষ্টি মধুর। আজ ঈদের দিনে মাকে ছাড়া খুব কষ্টে আছি। জান মা সবাই যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে মা বলে ডাকে পায়ে ধরে সালাম করে। তখন আমার কলিজা ফেটে কান্না চলে আসে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। ঈদের দিন ঘরের দরজার সামনে এসে মা ও মা মা বলে ডাকি কিন্তু তোমার সাড়া শব্দ পায় না মা। মা তোমাকে ছাড়া তিনটাই ঈদুল ফিতর চলে গেছে। তুমি ছাড়া পুরো বাড়ি অন্ধকারাচ্ছন্ন। কেন মা এত তাড়াতাড়ি আমাদের এতিম করে চলে গেলে। আজ প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার কথা মনে পড়তেছে মা।মা তুমি ভালো থেকো ওপারে। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। হে আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন আমিন ছুম্মা আমিন।