Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম

Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম "𝐁𝐥𝐨𝐨𝐝 𝐆𝐫𝐨𝐮𝐩 '𝐎+'"

"আমার নামাজ, কুরবানি, জীবন ও মরণ সবই আল্লাহর জন্য।"
— (সূরা আল-আনআম: ১৬২)

"সব আমল নিয়ত অনুযায়ীই মূল্যায়িত হবে।"
— (সাহিহ বুখারি, হাদিস নং: ১)

"𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐌𝐲 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐏𝐚𝐠𝐞."

আল-কুরআনের আলোয় ইসলামিক কুইজ! 🌟📖প্রশ্ন: আল্লাহ তাআলার সবচেয়ে বড় গুণ কোনটি?ক) তিনি রিজিকদাতাখ) তিনি দয়ালুগ) তিনি এক ও ...
04/03/2025

আল-কুরআনের আলোয় ইসলামিক কুইজ! 🌟📖

প্রশ্ন: আল্লাহ তাআলার সবচেয়ে বড় গুণ কোনটি?

ক) তিনি রিজিকদাতা
খ) তিনি দয়ালু
গ) তিনি এক ও অদ্বিতীয়
ঘ) তিনি সর্বশক্তিমান

আপনার উত্তর দিন কমেন্টে! ⬇️

সঠিক উত্তর জানুন এবং ইসলামিক জ্ঞান বাড়ান! 🔍✨

Courtesy: IBN - Islamic Bangladesh News & IBN Team

#কুরআনেরআলোয়

27/01/2025

আমরা প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে, জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের নজর এড়িয়ে যায়। এতে করে আমরা মানসিক চাপের শিকার হই এবং প্রকৃত সমস্যাগুলো সমাধানের সুযোগ হারাই। ছোট বিষয়ে অতিরিক্ত মনোযোগ দেওয়া আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই, আমাদের উচিত অপ্রয়োজনীয় বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি নজর দেওয়া।

IBN - Islamic Bangladesh News
Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম

21/01/2025

ড. মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে নতুন বাংলা গান ২০২৫

গান: ওরা চায় ক্ষমতা
শিল্পী এবং গানের কথা: ERAM ZP

Wishing you all a very happy new year.𝐇𝐚𝐩𝐩𝐲 𝐍𝐞𝐰 𝐘𝐞𝐚𝐫 𝟐𝟎𝟐𝟓
01/01/2025

Wishing you all a very happy new year.
𝐇𝐚𝐩𝐩𝐲 𝐍𝐞𝐰 𝐘𝐞𝐚𝐫 𝟐𝟎𝟐𝟓

29/12/2024

আজ সকাল ১০টা থেকে এখন পর্যন্ত একটি নিউজ পেজে আমি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল মিলিয়ে ১৯০ জনেরও বেশি মানুষের মৃত্যুর সংবাদ লিখেছি। এর মধ্যে ৯০ শতাংশেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা আমাদের দেশের সড়কগুলোর ভয়াবহ অবস্থারই প্রমাণ।

এসব তো কেবল আমার চোখে পড়া খবর। প্রতিনিয়ত আরও কত মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছেন বা আহত হচ্ছেন, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। গত ১৯ ডিসেম্বর থেকে আমি এই পেজে কাজ করতেছি। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় ১০-১৫ জনের মৃত্যুর খবর লিখতে হচ্ছে। এটি কেবল দুঃখজনক নয়, অত্যন্ত উদ্বেগজনকও।

যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন, আল্লাহ তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

সবার প্রতি আমার বিনীত অনুরোধ, যারা যানবাহন চালান বা যাত্রী হিসেবে চলাচল করেন, দয়া করে ড্রাইভিং করার সময় আল্লাহর নাম নিয়ে ঠাণ্ডা মাথায় সকল ট্রাফিক আইন মেনে চলুন। আপনার একটু সচেতনতায় আপনার এবং অন্য কারও জীবন বেঁচে যেতে পারে।

আল্লাহ আমাদের সবাইকে সড়ক দুর্ঘটনা থেকে হেফাজত করুন। আমিন।

পেইজ - IBN - Islamic Bangladesh News

Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি ঢাকা...
26/12/2024

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান। দেশে ফিরে তিনি শীতকালীন সময়ে দেশের প্রতিটি বিভাগে তাফসিরুল কোরআনের মাহফিলে অংশগ্রহণের পরিকল্পনা করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী লিখেছেন, "আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি।" তিনি জানান, উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবেন। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম; মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে চার বছর পর ২ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে মাত্র ৯ দিন দেশে অবস্থানের পর ১১ অক্টোবর আবারো মালয়েশিয়া চলে যান। অক্টোবরের পর ডিসেম্বরে আবারো দেশে ফিরলেন তিনি।

মিজানুর রহমান আজহারী ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স বিভাগে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্রাজুয়েশন করেন।

দেশে তার আগমন ও মাহফিলে অংশগ্রহণের ঘোষণা তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। বিভাগীয় শহরগুলোতে তার তাফসিরুল কোরআনের মাহফিলগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশিত।

IBN - Islamic Bangladesh News

ইন শা আল্লাহ আগামীকাল দেখা হবে পেকুয়ায়।
26/12/2024

ইন শা আল্লাহ আগামীকাল দেখা হবে পেকুয়ায়।

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান। দেশে ফিরে তিনি শীতকালীন সময়ে দেশের প্রতিটি বিভাগে তাফসিরুল কোরআনের মাহফিলে অংশগ্রহণের পরিকল্পনা করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী লিখেছেন, "আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি।" তিনি জানান, উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবেন। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম; মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে চার বছর পর ২ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে মাত্র ৯ দিন দেশে অবস্থানের পর ১১ অক্টোবর আবারো মালয়েশিয়া চলে যান। অক্টোবরের পর ডিসেম্বরে আবারো দেশে ফিরলেন তিনি।

মিজানুর রহমান আজহারী ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স বিভাগে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্রাজুয়েশন করেন।

দেশে তার আগমন ও মাহফিলে অংশগ্রহণের ঘোষণা তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। বিভাগীয় শহরগুলোতে তার তাফসিরুল কোরআনের মাহফিলগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশিত।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা প্রদান করে। মানুষের মর্যাদা ও সম্মান...
24/12/2024

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা প্রদান করে। মানুষের মর্যাদা ও সম্মান রক্ষায় ইসলাম অত্যন্ত গুরুত্বারোপ করে। এ কারণে কারো নাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, 'হে মুমিনগণ, পুরুষদের কোনো দল যেন অপর পুরুষদের উপহাস না করে; হতে পারে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম। এবং নারীদের কোনো দল যেন অপর নারীদের উপহাস না করে; হতে পারে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম। তোমরা নিজেদেরকে দোষারোপ করো না এবং পরস্পরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর ফাসেক নাম অত্যন্ত নিকৃষ্ট। যারা তওবা করে না, তারাই জালিম।' (সুরা আল-হুজুরাত, আয়াত: ১১)

এ আয়াতের ব্যাখ্যায় ইসলামি চিন্তাবিদরা উল্লেখ করেছেন, কারো নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা মুমিনের কাজ নয়। এ ধরনের আচরণ মানুষের হৃদয়ে আঘাত হানে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে। তাই ইসলামে এ ধরনের কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'মুসলিম সেই ব্যক্তি, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।' (সহিহ বুখারি) অতএব, একজন প্রকৃত মুসলিমের উচিত তার কথা ও কাজে এমন আচরণ করা, যাতে অন্য কেউ কষ্ট না পায়।

সর্বোপরি, ইসলামে মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আমাদের উচিত কারো নাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ না করা এবং সকলের প্রতি সম্মান প্রদর্শন করা, যাতে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে।

Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম

23/12/2024

শীতকাল প্রকৃতির এক অনন্য ঋতু, যা আমাদের জীবনযাপনে বিশেষ প্রভাব ফেলে। এই সময়ে তাপমাত্রা হ্রাস পাওয়ায় আমরা উষ্ণতা রক্ষার জন্য মোটা ও সম্পূর্ণ পোশাক পরিধান করি। এ ধরনের পোশাক আমাদেরকে পর্দাশীলতা বজায় রাখতে সহায়তা করে এবং অশ্লীল পোশাক থেকে দূরে রাখে।

শীতকালে আমরা সাধারণত সোয়েটার, জ্যাকেট, শাল, এবং কম্বল ব্যবহার করি, যা শরীরকে আবৃত রাখে এবং শীতের প্রকোপ থেকে সুরক্ষা দেয়। এ ধরনের পোশাক পরিধান আমাদেরকে পর্দাশীলতার দিকে উৎসাহিত করে এবং সামাজিক শালীনতা বজায় রাখতে সহায়তা করে।

এভাবে, শীতকাল আমাদেরকে পর্দাশীলতা রক্ষা করতে প্রাকৃতিকভাবে সহায়তা করে এবং অশ্লীল পোশাক থেকে দূরে রাখে। এটি আমাদেরকে শালীনতা ও নৈতিকতার মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়, যা সমাজে সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম

15/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা!

শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় স্মরণ করছি ১৯৭১-এর সেই বীর শহীদদের, যাদের অশেষ ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। তাদের আত্মত্যাগেই এসেছে আমাদের বিজয়, এসেছে লাল-সবুজের এই স্বাধীন পতাকা।

আসুন, বিজয়ের এই দিনে শপথ নেই—দেশকে ভালোবাসার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার।

বিজয় দিবসে সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা।

Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম

আপনি কি কখনো ভেবেছেন, আপনার জীবনের শেষ ঠিকানা কোথায়?যে ব্যক্তি জীবনের ব্যস্ততায় কবরের কথা ভুলে গেছে, তার অন্তরে দুনিয়ার ...
17/11/2024

আপনি কি কখনো ভেবেছেন, আপনার জীবনের শেষ ঠিকানা কোথায়?

যে ব্যক্তি জীবনের ব্যস্ততায় কবরের কথা ভুলে গেছে, তার অন্তরে দুনিয়ার মায়া আরও জেঁকে বসবে। তার মনে পাপের প্রতি আকর্ষণ আরও বাড়বে। যে ব্যক্তি জানে কবর জীবনের চূড়ান্ত ঠিকানা, তবুও সেটাকে এড়িয়ে চলে, সে সহজেই আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়।

কবরের কথা স্মরণ না করা মানে আখিরাতের প্রস্তুতি ভুলে যাওয়া। যে লোক প্রতিদিনের জীবনে কবরের ভয়াবহতা নিয়ে একবারও ভাবে না, তার পক্ষে পাপ থেকে নিজেকে দূরে রাখা খুব কঠিন। মিথ্যা, প্রতারণা, অন্যায়—এসব কাজ তাকে আরও গভীর অন্ধকারে নিয়ে যায়।

অন্যদিকে, কবরের কথা বেশি বেশি স্মরণ করা আমাদেরকে ভালো কাজের দিকে তাড়িত করে।

যে ব্যক্তি কবরের একাকীত্ব, অন্ধকার, এবং জিজ্ঞাসাবাদের ভয় নিয়ে ভাবে, তার পক্ষে কোনো গুনাহ করা সহজ হয় না। যে লোক মনে করে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর কবরের অন্ধকারে তার নেক আমলই একমাত্র সঙ্গী হবে, সে ভালো কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে।

যে ব্যক্তি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেয়, গরীবের হাতে সাহায্যের টাকা তুলে দেয়, বা দোয়া পড়ে ঘুমাতে যায়, তার মনে থাকে কবরের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রস্তুতি।

আমাদের প্রতিদিনের চিন্তাভাবনা, কাজকর্ম—সবই নির্ভর করে আমাদের কীসের পাল্লা ভারি তার উপর। গুনাহের পাল্লা নাকি ভালো আমলের পাল্লা। কবরের কথা বেশি বেশি স্মরণ করলে, ভালো কাজ করার ইচ্ছা বাড়ে, আর গুনাহের পথ থেকে ফিরে আসার শক্তি পাওয়া যায়।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"তোমরা কবরের কথা অধিক পরিমাণে স্মরণ করো, কারণ এটি পাপ থেকে বিরত রাখে এবং আখিরাতের কথা স্মরণ করায়।"
—(জামে তিরমিজি, হাদিস: ২৩০৭)

তাই, আসুন কবরের কথা স্মরণ করে নিজের জীবনকে সংশোধন করি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন এবং কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।

Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahab Uddin Tuhim - শাহাব উদ্দিন তুহিম:

Share