SM.Ashik

SM.Ashik Assalamualikom.I'm a professional digital creator.

06/04/2025

আচ্ছালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
সবাই কেমন আছেন?

দৈনন্দিন জীবনে প্রয়োজনিয় ১০টি সুন্নাহ. সম্পর্কে সহিহ্ হদিস।------৩৭৯-[৪] ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লা...
15/07/2024

দৈনন্দিন জীবনে প্রয়োজনিয় ১০টি সুন্নাহ. সম্পর্কে
সহিহ্ হদিস।------
৩৭৯-[৪] ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দশটি বিষয় ফিত্বরাহ্ অর্থাৎ- প্রকৃতিগত স্বভাবের অন্তর্গত। (১) গোঁফ খাটো করা, (২) দাড়ি লম্বা করা, (৩) মিসওয়াক করা, (৪) পানি দিয়ে নাক পরিষ্কার করা, (৫) নখ কাটা, (৬) আঙ্গুলের গিরাগুলো ধোয়া, (৭) বগলের লোম উপড়িয়ে ফেলা, (৮) গুপ্তাঙ্গের লোম কাটা, (৯) শৌচকাজ করা (পবিত্র থাকা) এবং রাবী বলেন, দশমটা আমি ভুলে গেছি, সম্ভবত তা ’কুলি করা’। (মুসলিম)[1]

14/07/2024

৩৩৯-[৬] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দু’টি অভিসম্পাত থেকে বেঁচে থাকবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! সে দু’টি অভিসম্পাত কী? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যে ব্যক্তি মানুষের চলাচলের পথে অথবা তাদের কোন কিছুর ছায়ার স্থানে পায়খানা করে। (মুসলিম)[1]

[1] সহীহ : মুসলিম ২৬৯।

21/06/2024

আমাদের চাওয়া সীমাহীন। অর্থ যদি আপনার পছন্দের জিনিস হয় তবে আপনি কখনই যথেষ্ট পাবেন না। সম্পদ যদি আপনি পছন্দ করেন তবে আপনি সর্বদা আরও বেশি চাইবেন। যে মানুষ. তবে পরিমিতভাবে বাঁচতে শিখুন। কখনও মজুত করবেন না। উদারভাবে দিন এবং রহমত অপরিসীম হবে।

16/06/2024

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَة الله وَبَرَاكاتُــــــــــهُ-
تقبل الله منا ومنكم صالح الاعمال
ত্যাগ, কুরবানী ও ভ্রাতৃত্বের মহিমায় উজ্জীবিত হোক আমাদের জীবন। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
"🌙ঈদ মুবারক🌙"

(সাহল মুহাম্মদ আশিক)

~দেখো, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসূল। তোমাদের ক্ষতির সম্মুখীন হওয়া তার জন্য কষ্টদায়ক। সে তোমাদের ক...
14/06/2024

~দেখো, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসূল। তোমাদের ক্ষতির সম্মুখীন হওয়া তার জন্য কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী। মুমিনদের প্রতি সে স্নেহশীল ও করুণাসিক্ত।🤲💕

***{৯ আত-তওবা, আয়াত: ১২৮}

14/06/2024

صباح الخير ❤️🥰

13/06/2024

আচ্ছালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,🥰
আমার নতুন পেইজে সবাইকে স্বাগতম 💐

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM.Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share