08/11/2023
কুতুবদিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
কুতুবদিয়া উপজেলার লেমশীখালী মৌজার ২০ শতক জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ আদালতের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বিবাদীদের নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গত ৯ অক্টোবর উপজেলার লেমশীখালী ইউনিয়নের মরহুম বদিউল আলমের স্ত্রী মোকাদ্দেছা বেগম বাদী হয়ে মোহাম্মদ বেলাল উদ্দিন, ওমর ফারুক, সেকান্দর মিয়া, মোহাম্মদ ইকবাল ও হেলাল উদ্দিন সহ ৫ জনকে বিবাদী করে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি এম.আর মামলা (মামলা নং- ১৬৭৫/২০২৩ইং) দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ রয়েছে বদিউল আলমের ছেলে কাইদা আজম, গোলাম আজম, শফিউল আলম, ও মোঃ রফিকুল আজম বিগত ২০২০ সালের ২৮ জানুয়ারী লেমশীখালী মৌজার বি,এস ২৮ নং খতিয়ানের বি,এস ১৩৩২৯ নং দাগে ২০ শতক জমি ক্রয় করেন। পরে উপজেলা ভ‚মি অফিসে আবেদনের ভিত্তিতে ওই জমির আলাদা নামজারী খতিয়ান সৃজন করেন।
সম্প্রতি জায়গা জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় বিবাদীরা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখলে নেওয়ার পাঁয়তারা এবং বিভিন্ন হুমকি দিচ্ছেন। এমন অভিযোগে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালত ১৪৪ ধারা জারি করে বিবাদীদের নোটিশ প্রদান করেন। কিন্তু বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ওই জমিতে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করছে।
কুতুবদিয়া থানার উপ পরিদর্শক মোঃ হানিফ বলেন, আদালতের আদেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।