21/07/2025
বাহারছড়ার শামলাপুরে আগুনে পুড়ে ছাই বিধবা লায়লার বসতঘর, চেয়ারম্যানের সহানুভূতিশীল উদ্যোগ
টেকনাফ (২১ জুলাই ২০২৫):
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত মাঠ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক বিধবা নারীর একমাত্র আশ্রয়স্থল। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২১ জুলাই সকাল ৮টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই আগুন লায়লা বেগমের পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে।
বাড়ির সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে, নিঃস্ব হয়ে পড়েছেন লায়লা বেগম। এ হৃদয়বিদারক ঘটনার পর আজ বিকাল ৪টায় ঘটনাস্থল পরিদর্শনে যান বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন খোকন। তিনি ক্ষতিগ্রস্ত লায়লা বেগমের হাতে সাময়িকভাবে কিছু শুকনো খাদ্যদ্রব্য, রান্নার উপকরণ ও প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন।
চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এ সময় বলেন, "লায়লা বেগমের দুর্দশা আমাদের সকলের হৃদয় স্পর্শ করেছে। আমি ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।"
তিনি আরও বলেন, "দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান মানুষদের প্রতি অনুরোধ, আপনারা যদি এগিয়ে আসেন, তবে লায়লা বেগমের জীবন আবারও ঘুরে দাঁড়াতে পারবে।"
স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের মানবিক বিপর্যয়ে সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সহানুভূতি ও সহায়তা অত্যন্ত প্রয়োজন।
খোকন চেয়ারম্যান Abdul Amin Bahar Aonwar Hosen Shahidul Islam Al Jihad MD Shajahan Khan