Yasin Arfat

Yasin Arfat Helping brands and people grow online. I use AI tools, Meta ads, and creative content to boost your digital presence.

For more info visit yasinarfat.com – let’s build your success story!

এক নীরব যোদ্ধার প্রতি শ্রদ্ধা যে মানুষটা নিজের স্বপ্নগুলো জমিতে পুঁতে দিয়েছে,আমার ভবিষ্যৎ যেন সবুজ হয়ে বেড়ে ওঠে…জীবনের ক...
15/06/2025

এক নীরব যোদ্ধার প্রতি শ্রদ্ধা
যে মানুষটা নিজের স্বপ্নগুলো জমিতে পুঁতে দিয়েছে,
আমার ভবিষ্যৎ যেন সবুজ হয়ে বেড়ে ওঠে…
জীবনের কাঁচা রোদে, মাটির গন্ধে,
বাবা ছিলেন ছায়ার মতো পাশে—নিরব, অবিচল, অথচ অগাধ ভালোবাসায় ভরা।
আজ আমি যা কিছু, তার অনেকটাই সেই কাদামাটির হাতে গড়া।
❤️
#আমারবাবা #তিনিনীরবনায়ক #ভালোবাসা #বাবারদিবস

হে অহংকারী মানুষ,একবার চোখ তুলে তাকাও —এই জীবন আসলেই কতোটা ক্ষণস্থায়ী!কচু পাতায় জমে থাকা শিশির বিন্দুর মতোই,একটু দোলা লা...
12/06/2025

হে অহংকারী মানুষ,
একবার চোখ তুলে তাকাও —
এই জীবন আসলেই কতোটা ক্ষণস্থায়ী!
কচু পাতায় জমে থাকা শিশির বিন্দুর মতোই,
একটু দোলা লাগলেই নেই… সব শেষ!

আজ ভারতীয় বিমান দুর্ঘটনায়
একটি পুরো পরিবার নিঃশেষ হয়ে গেলো।
স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, ভালোবাসা ছিল…
কিন্তু ছিল না সময়ের কোনো নিশ্চয়তা।

এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়,
এটি আমাদের অহংকার, অবহেলা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের মৃত্যু।
জীবন ছোট ভাই,
তাই অহংকার নয় —
মানবতা, বিনয় আর ভালোবাসায় বাঁচি।
#মানবতা #ভালোবাসা #জীবনেরগল্প

কেউ কিছু বললেই মনে হয়, “ওটা আমাকেই বলা হচ্ছে”?অথবা কারো একটু কটাক্ষ শুনলেই মনে হয়, “আমাকে অপমান করা হলো”?এভাবে প্রতিটি ক...
12/06/2025

কেউ কিছু বললেই মনে হয়, “ওটা আমাকেই বলা হচ্ছে”?
অথবা কারো একটু কটাক্ষ শুনলেই মনে হয়, “আমাকে অপমান করা হলো”?

এভাবে প্রতিটি কথাকে নিজের সঙ্গে মেলানো
আমাদের আত্মবিশ্বাসে আঘাত করে,
মানসিক শান্তি নষ্ট করে,
এবং সম্পর্কগুলোকেও দুর্বল করে তোলে।

কিন্তু... কেন আমরা এমন করি?
আর এর থেকে বেরিয়ে আসার পথটাই বা কী?

👉 সেই কথাগুলো নিয়েই আজকের কারাউজালটি বানানো হয়েছে —
Slide করে দেখে নিন এবং নিজের ভিতরের শান্তিটাকে আবার ছুঁয়ে দিন।

📲 পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন,
যারা নিজের মনের ভেতরে এই যুদ্ধটা প্রতিদিন করেন।

🔖 Save করে রাখুন – আপনার মনের যত্ন নেওয়ার সময়ের জন্য।

07/06/2025
আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। 🌱 আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেঁচে আছি, অথচ প্রায়ই ভুলে যাই—এই প্রকৃতি আমাদের কতটা দরকার।...
05/06/2025

আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। 🌱
আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেঁচে আছি, অথচ প্রায়ই ভুলে যাই—এই প্রকৃতি আমাদের কতটা দরকার। গাছ, পানি, বায়ু—সবই যেন নিঃশব্দে আমাদের জীবন বাঁচিয়ে যাচ্ছে প্রতিদিন। এবার একটু থামি। একটু ভাবি। প্রকৃতির জন্য আমি কী করেছি? 👉 হয়তো একটা গাছ লাগানো 👉 প্লাস্টিক কম ব্যবহার 👉 নিজের শহরটা একটু পরিষ্কার রাখা ছোট কাজগুলোই আজকের পৃথিবীটাকে আগামী প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে পারে। চলুন, প্রতিজ্ঞা করি—আজ থেকে একটু বেশি যত্ন নেব প্রকৃতির। 💚

30/05/2025

দৈনন্দিন কথা বার্তা গুলো ai এর মত লাগছে, কেন যেন মনে হয় ইমোশন হারিয়ে যাচ্ছে।

28/05/2025

মনে রেখো সম্মান প্রতিফলিত করে!

27/05/2025

কেন যেন মনে হয় সার্টিফিকেট সিভির সৌন্দর্য বৃদ্ধি ছাড়া আর কোন কাজে আসে না। মনে হয় বলছি সিরিয়াসলি নিয়েন না!

23/05/2025
02/01/2025

কাউকে এমন গুরুত্ব দিয়েন না, সে যেন আপনার মন এবং শরীরকে পরিচালনা করে। নাহলে এমন ইমোশন আপনাকে কষ্ট দিবে!

কঠিন সময় আসবে আবার চলেও যাবে, এটাই প্রকৃতি। এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কিভাবে সমস্যা  এবং হেপিনেসগুলো হ্যান্ডেল করছে।...
31/12/2024

কঠিন সময় আসবে আবার চলেও যাবে, এটাই প্রকৃতি। এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কিভাবে সমস্যা এবং হেপিনেসগুলো হ্যান্ডেল করছে। বরং দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত যারা লড়েই যায় এই পৃথিবী তাদেরকেই মনে রাখে। নিজের পথ নিজেরই তৈরী করতে হবে বাকি সব মোহ! নিজেকে প্রমাণ করার সময়গুলো নিরবে নিভৃতে কাটালে সফলতা উপভোগ করাটা মধুর হয়।
✨ এই বছরের যা বেশি মনে থাকবে
👉 লক্ষ্য পূরণে বারবার ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতা।
🫴আগামী বছরের লক্ষ্য নিজেকে গুরুত্ব দেওয়া এবং পরোপকার ও বিভ্রান্তি থেকে দূরে থাকা!
🤲আমার রবের দরবারে একটা পরিয়াদ থাকবে, অন্যের পকেটের লোভটা যেন না আসে।

26/12/2024

অভিপ্রায় প্রভাবের সমান নয়।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Yasin Arfat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share