
15/06/2025
এক নীরব যোদ্ধার প্রতি শ্রদ্ধা
যে মানুষটা নিজের স্বপ্নগুলো জমিতে পুঁতে দিয়েছে,
আমার ভবিষ্যৎ যেন সবুজ হয়ে বেড়ে ওঠে…
জীবনের কাঁচা রোদে, মাটির গন্ধে,
বাবা ছিলেন ছায়ার মতো পাশে—নিরব, অবিচল, অথচ অগাধ ভালোবাসায় ভরা।
আজ আমি যা কিছু, তার অনেকটাই সেই কাদামাটির হাতে গড়া।
❤️
#আমারবাবা #তিনিনীরবনায়ক #ভালোবাসা #বাবারদিবস