Story Of Life

Story Of Life সংবাদ, সচেতনতা, মিডিয়া, বিনোদন এবং শিক্ষার জন্য এই পেইজটি।
(4)

09/10/2025

লিফটে কি হয়ে গেলো,,,লিফট ব্যবহারে সচে-তন হোন

09/10/2025

মিত্ত্যু কতটা কাছে,,,কত সহজেই তার সব শেষ!

08/10/2025

সেলুনে চুল কা:টা-তে গিয়ে সা'ব'ধান, এ কি হলো!

07/10/2025

কি'শো'র গ্যা-ং এর তা-ন্ড:ব!

07/10/2025

মসজিদের দা'ন বাক্স চূ-রি- অত:পর যা হলো!

06/10/2025

এইটা ই দেখার বাকি ছিলো!শেষ জা'মা'না!

05/10/2025

ভদ্র ভে'সে গয়না চূ:রি,, মানুষের পোশাকে বুঝা যায়না,,,

04/10/2025

ম্যানহোলের ডাকনা চূ:রি,,,কারা করে এসব কাজ?

04/10/2025

চাচার প্রতিভা দে'খু'ন,,,আগে কখনো দে'খে' ননি!

একটু পড়ার অনুরোধআস্সালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের দেশের মুসলিমদের কথা কি বলবো আমি  আমার মুখের ভ...
03/10/2025

একটু পড়ার অনুরোধ
আস্সালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আমাদের দেশের মুসলিমদের কথা কি বলবো আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি।আপনারা কি জানেন বর্তমানে মুসলিমদের এতো অ'ধ:প:তনের কারণ কি?

এই যে এই সমস্যা এক মুসলিম এর মত থেকে অপর মুসলিম এর মত কিছুটা ভিন্ন হলেই সে তাকে দেখতেই পারে না তাকে তার পরম শ-ত্রু বানিয়ে নেয়। আহ..কি আর বলবো আল্লাহুম্মাগফিরলি।

আমার কথাটা একটু বুঝার চেষ্টা করুন।শিয়া,আহলে কুরআন এবং আর কিছু দল এদের বিষয় আলাদা এদের কথা কিছু বলার নাই।কিন্তু বাকি

যারা রয়েছে হানাফি,সালাফি,আহলে হাদিস ইত্যাদি।উনাদের মূল কি আল্লাহ ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আমরা এক আল্লাহর বান্দা এক নবির উম্মত।দেখুন মতামতের ভিন্নতা থাকতেই পারে স্বাভাবিক।আপনার বলার অধিকার আছে আপনি বলবেন, উনার বলার অধিকার আছে উনি বলবে।যার মানার মানবে যার মানার মানবে না।আপনার যদি মনে হয় উনি ভু-ল বলেছেন আপনি তাকে সুন্দর করে বুজাবেন।কিম্তু আপনি কেনো তাকে নিয়ে অ'শ্লী-ল শব্দোচ্চারণে সমালোচনা করবেন।

তার ভু'-ল হয়ে থাকলে আমাদের রব তার বি,চা,র করবেন।আমাদের রব তো রয়েছেন।

কিন্তু সামান্য মত পার্থক্যের জন্যে,তার মাধ্যমে উম্মাহর যে উপকার হচ্ছে তাতে আপনি ব্যা,ঘা,ত ঘটাতে পারেন না।

আর মূল কথা আমি তো তার কোনো ভু'ল দেখছি না।এরকম ও তো হতে পারে যে এটা একটা পরিকল্পনা ছিলো।তার ফোন চুরি করে মি-থ্যা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দিব।আর স্বাভাবিক হাসবেন্ড এর ফোনে ওয়াইফ এর আইডি থাকতেই পারে। দেখুন মানুষ বোকা না সবাই কিভাবে আর একজন কে ফাসাতে হয় নিচে নামাতে হয় আমরা বাঙালি বলে কথা।

কিছু বলার ও নাই শেষ জমানায় এরকম হবেই।

একজন মানুষকে সামনে থেকে না দেখলে চেনা যায় না, আলহামদুলিল্লাহ আমি উনাকে সামনে থেকে বেশ কয়েকবার দেখেছি উনার নসিহা শুনেছি।উনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি।উনি উম্মাহর জন্য দ্বীনি দাওয়াতি কাজ করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি দাওয়াতি করেন।আপনারা যে নির্লজ্জের মতো উনার সমালোচনা করেন আপনারা দেখান উনার মাধ্যমে উম্মাহর কি ক্ষতি হয়েছে।বরং উনার উছিলায় লাখো যুবক আল্লাহ ও তার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনতে পেরেছে।দ্বীনের পথে ফিরে এসেছে।তা আপনাদের মাধ্যমে কেন হলো না।

"আবু তো'য়া মোহাম্মদ আদনান "হাফিজাহুল্লাহ ফিলি'স্তিন এর জন্য শুধু কথাই বলেননি বরং কাজ ও করেছেন এবং আলহামদুলিল্লাহ করছেন এবং ইন শা আল্লাহ করবেন।

তার বিষয়ে কথা বলার আগে তার বিষয়ে জানুন আপনি উনার পথচলার শুরুর দিকে জীবন কাহিনি জানুন শুধু অন্যের কথা শুনে না জেনেই লাফিয়েন না।

আপনারা কি এই হাদিসটি পড়েননি বা শুনেননি

আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে বর্ণিত, তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন লোকের মি'থ্যা-বাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (সত্যতা যাচাই না করে) তা-ই বলে বেড়ায়। (মুসলিম)

অবশ্য ভালো মানুষদের পিছে সবসময় শয়তান লেগেই থেকে।আমি নিঃসন্দেহে বলছি উনি বর্তমানে এই মুসলিম উম্মাহর একজন উজ্জল নক্ষত্র। মনে রাখবেন আজ যারা না জেনেই মি-থ্যা'চার করছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।
ওহে মুসলিম নিজেদের মধ্যে বিভেদ না করে এক হও। নাহলে এতে আমাদেরই ক্ষতি।
"কপি পোস্ট " ছবিটি আপনাদের মনোনিবেশ করার জন্য পোস্ট করা হয়েছে,

03/10/2025

চু:র চু:রি করতে ঢুকছে আর বাড়ির মালিক ভিডিও করছে?

30/09/2025

হাতে নাতে ক:ট এক বান্ধবী আরেক বান্ধবীর হাতে!

Address

Jatrabari,khatungonj.Chattogram.
Cox's Bazar
3640

Alerts

Be the first to know and let us send you an email when Story Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category