Abdul Karim Saifi

Abdul Karim Saifi Humanity worker & Content Creator
"As long as there is life, there will be criticism."

Follow : Arale Golpo ➡️ SAIFI ............................................................................
নিয়মিত আপডেট পেতে, পেইজটি ফলো দিয়ে সাথে থাকবেন | ধন্যবাদ ✅

08/07/2025

ফেনীর মুহুরি নদীর বাঁধ ভেঙ্গে পরশুরামের বর্তমান অবস্থা ভয়াবহ রুপ নিয়েছে! আল্লাহ তা আলা রহম করুন।

08/07/2025

ফেনীর মুহুরি নদীর বাঁধ ভেঙ্গে পরশুরাম, ফুলগাজী সহ বিভিন্ন এলাকায় বন্যার অবস্থা ভয়াবহ রুপ নিচ্ছে!
আল্লাহ হেফাজত করুন।

08/07/2025

ছেলেকে হারিয়ে জনম দুঃখীনি মা পাগলপ্রায়! 😥
মা, ভাই বোন, ছেলে মেয়ে ও সহধর্মিণী আত্মচিৎকারে আকাশ জমি ভারি হয়ে উঠেছে!

গতকাল রাত ১১ টায় নিখোঁজ কামাল মেম্বার এবং সকালে একটি খাল থেকে লা'শ উদ্ধার করা হয়!

ঘটনাটি ঘটে কক্সবাজার জেলা উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়ার্ডের মনখালী কোনারপাড়া নামক এলাকায়।

08/07/2025

একজন মানুষ কতটা প্রিয় হলে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই কাঁদে😥 চেহারাটা দেখে মনে হয় তিনি স্বাভাবিক ভাবে ঘুমাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হোক✊

গতকাল রাত ১১ টায় নিখোঁজ কামাল মেম্বার এবং সকালে একটি খাল থেকে লা'শ উদ্ধার করা হয়!

ঘটনাটি ঘটে কক্সবাজার জেলা উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মনখালী কোনারপাড়ায়।

08/07/2025

হে আল্লাহ দিনদিন পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে! গতকাল রাত ১১ টায় কামাল মেম্বার নিখোঁজ হয় এবং সকালে পানিতে ডুবা অবস্থায় লা'শ পাওয়া যায়!

হে আল্লাহ আমাদের রহম করুন এবং এই রকম ভয়াবহ মৃত্যু হতে হেফাজত করুন আমিন

ঘটনাটি ঘটে: উখিয়া জালিয়াপালং ইউনিয়ন মনখালী কোনারপাড়া ৯নং ওয়ার্ড।

08/07/2025

ইন্না-লিল্লাহ। উখিয়া জালিয়াপালং ৯ নং ওয়ার্ড, মনখালীর বর্তমান মেম্বার কামাল হোসেন রাত ১১ টায় নিখোঁজের পর জ'বা'ই করা মরদেহ উদ্ধার।
একটু ও কি মায়া হইনা. আমরা মানুষ হবো কখন আল্লাহ এইটা কেমন বিচার আল্লাহ আমার চোখে দেখা ভালো একটা মানুষ নাতি বলে ডাক দিতেন আল্লাহ তুমি মরহুম কে জান্নাতবাসি করুন😥

08/07/2025

অতিরিক্ত সমালোচনায়, সর্বনিম্ন ক্ষ'তি, অন্তর থেকে আল্লাহ তাআলার ভ'য় চলে যায়। আর যে অন্তরে আল্লাহর ভ'য় থাকে না, সেখানে ইমানও থাকে না!'

আম্মা, মাগরিবের পর ফিরব...😥এই কথাটা আর কোনোদিন বাস্তবে ফিরবে না! 💔 গল্পের শুরুটা ছিল খুবই সাধারণ। এক বিকেলের ছোট্ট কথা।ছ...
07/07/2025

আম্মা, মাগরিবের পর ফিরব...😥
এই কথাটা আর কোনোদিন বাস্তবে ফিরবে না! 💔

গল্পের শুরুটা ছিল খুবই সাধারণ। এক বিকেলের ছোট্ট কথা।
ছেলে এসে বলল,
আম্মা, একটু পর বের হব, কাছেই যাব, মাগরিবের পর ফিরে আসব!
রুমা আখতার তখন আসরের নামাজে বসেছিলেন। নামাজ শেষ করে জানালা দিয়ে দেখলেন! ছেলে বাইকের পেছনে উঠে যাচ্ছে। একটু খটকা লাগল মায়ের মনে। মনে হলো, এতো তো কাছাকাছি না! তাহলে কোথায় যাচ্ছে তার তামিম?

কিন্তু তখনো কি তিনি বুঝতে পেরেছিলেন, এটাই ছেলের সাথে তার শেষ দেখা?
সেই সন্ধ্যার মধ্যে ঘটে গেল এক পরিবারকে ছিন্নভিন্ন করে দেওয়া এক ভয়ংকর দুর্ঘটনা।

চট্টগ্রামের মাইলের মাথা এলাকায়, রোববার বিকেলে একটি সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে যায় দুই বন্ধু! আতাউর রহমান তামিম ও সাফায়েত। ঘটনাস্থলেই মারা যায় তামিম। আহত হয় সাফায়েত।

তামিমের মা জানতেন না, তিনি যে নামাজে বসেছিলেন, সেটা আরেকটি বিদায়ের নামাজ হয়ে যাবে।

আতাউর রহমান তামিম! পরিবারের সবচেয়ে আদরের সন্তান।
দুই বোনের পর তার জন্ম। ভাইদের মধ্যে বড়। তাই ভালোবাসা, স্নেহ, মায়া সব যেন তামিমকেই ঘিরেই ছিল বেশি।

পড়ত হাজেরা তজু ডিগ্রি কলেজে, দ্বিতীয় বর্ষে। খেলাধুলা, ঘোরাঘুরি, বন্ধুবান্ধব! সবমিলিয়ে প্রাণবন্ত একটি জীবন ছিল তার।

তার বন্ধুরা বলছে!
"কীভাবে বিশ্বাস করব, তামিম আর নেই? দুই দিন আগেই তো একসাথে খেলতে গিয়েছিলাম, ছবি তুলেছিলাম। সেই ছবিই এখন একমাত্র স্মৃতি...

যে ছবি এখন আর শুধু হাসি নয়, সে ছবি এক জীবনের গল্প বলে।
বন্ধু শাহরিয়ার মুঠোফোনে চোখে জল নিয়ে ছবিটা দেখাচ্ছিল, যেন বলছে, "তামিম তো এখানেই আছে।

চট্টগ্রাম মেডিকেলের লাশঘরের সামনে কাঁদছিলেন মা!
"আমার ছেলে, আমার তামিম... নামাজের আগে যে কথাগুলো বললাম, এটাই কি তাহলে শেষ কথা ছিল?"

বাবা নিজামুল ইসলাম জানালেন!
"আজ আশুরা, সবাই বাসায় ছিলাম। বিকেলে সে বের হলো। ঘণ্টাখানেকের মধ্যে খবর এল! ছেলে দুর্ঘটনায় পড়েছে। দৌড়ে গেছি। আর তখনই জানলাম! আমার ছেলে আল্লাহর কাছে চলে গেছে। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই।"

এই যেন কতটা বিশ্বাস, কতটা হাহাকার আর নিরব অভিমানের একসাথে প্রকাশ!

ছোট ভাই তাওফিকও কাঁদছে... তবুও মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।
একটি ভাই হারানো মানে তার জীবনের সবচেয়ে বড় বন্ধুটা হারিয়ে যাওয়া। চেয়ারে বসে চোখ মুছছে তাওফিক! ভেতরে ভাঙচুর, বাইরে কষ্ট লুকানোর চেষ্টা।

এই গল্প শুধু তামিমের না, এই গল্প প্রতিটি সন্তানের, প্রতিটি মায়ের! যাদের সন্তানেরা "কাছেই যাচ্ছি" বলে বেরিয়ে আর ফিরে আসে না।

এই গল্প একটুখানি সময় নেওয়ার,
একটু সাবধান হওয়ার,
একটু দয়াময় আল্লাহর প্রতি ভয় রাখার,
একটু ট্রাফিক আইন মানার,
একটু 'মাগরিবের পর ফিরব' কথার মূল্য বোঝার।

শেষ বিদায়ের গল্পটা যেন বারবার মনে করিয়ে দেয়:
জীবন অনেক ছোট, মায়া অনেক বড়,
আর দুর্ঘটনা কখনো সময় দেখে আসে না।

এই রকম ঘটনা নিয়মিত ঘটেই চলছে
তবে এখনই শিক্ষা নিতে হবে:

হেলমেট ছাড়া মোটরসাইকেলে ওঠা মানেই জীবন নিয়ে খেলা।
পরিবারকে না জানিয়ে দূরে কোথাও যাওয়া বিপদের দাওয়াত হতে পারে।

প্রতিটি সন্তান যখন বাইরে যায়, তখন বাবা-মায়ের চোখে ভেসে ওঠে হাজার দুশ্চিন্তা।

কেবল প্রযুক্তি নয়, সচেতনতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণই বাঁচাতে পারে জীবন।

তামিমের বিদায়ে শুধু এক পরিবার নয়, কাঁদছে পুরো সমাজ।
তার জানাজায়, বিদায়ে, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে শত বন্ধু, আত্মীয়, প্রতিবেশী।

কিন্তু সবচেয়ে কষ্টের হলো!
"আম্মা, মাগরিবের পর ফিরব..."
এই কথাটা আর কোনোদিন বাস্তবে ফিরবে না।

(আল্লাহ তামিমকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।)

এই লেখাটি উৎসর্গ করা হলো সব সেই সন্তানদের উদ্দেশে, যারা মা-বাবাকে কথা দিয়ে ফিরতে পারেনি। এবং সেই মা-বাবাদের জন্য, যাঁরা এখনো অপেক্ষায়...😥🏍️⚠️

( ছবিগুলো সংগৃহীত)

লেখক : আব্দুল করিম সাইফী

07/07/2025

হাতে দুই টাকা থাকলে এক টাকা দান করে দিন! অন্যের রিজিক এর উছিলা হোন, আপনার রিজিক এর জন্য হাজারটা পথ খুলে যাবে।
ইন'শা'আল্লাহ।❤️🤲

নির্মমতারও এক সীমা থাকে… 🥹আর কিছু ঘটনা মানুষকে স্তব্ধ করে দেয়, বাকরুদ্ধ করে দেয়! ঠিক যেমনটা হয়েছে চট্টগ্রাম ফটিকছড়ির এই ...
07/07/2025

নির্মমতারও এক সীমা থাকে… 🥹
আর কিছু ঘটনা মানুষকে স্তব্ধ করে দেয়, বাকরুদ্ধ করে দেয়! ঠিক যেমনটা হয়েছে চট্টগ্রাম ফটিকছড়ির এই পরিবারটির সাথে।

সৌদি আরবে কর্মরত ছোট ভাই সেখানে মারা যান। পরিবারটি বুক ফাটা কষ্ট নিয়ে ভাইয়ের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে যায়। হৃদয়ে এক গভীর শোক, চোখে অশ্রু আর মস্তিষ্কে হাজারো স্মৃতি নিয়ে লাশ নিয়ে ফিরছিলেন তারা। কিন্তু কে জানত, এই যাত্রাই হবে আরও ভয়াবহ, আরও বেদনার!

শনিবার, ৫ জুলাই, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যখন তারা কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় পৌঁছান, তখন ঘটে সেই হৃদয়বিদারক ঘটনা! ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আরও দুই ভাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

একটি পরিবারের তিন ভাইয়ের লাশ! একজনের মরদেহ আসছিল প্রবাস থেকে, আর দুজন চলে গেলেন লাশের পাশে থেকে।
এই দৃশ্য কোনো মা-বাবার চোখে দেখা সহ্য হয় না, এই শোক কোনো ভাষায় প্রকাশ করা যায় না।

এখন পুরো গ্রাম স্তব্ধ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সবার চোখে পানি।
শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে!
এত কষ্ট সহ্য করতে হবে কেন? এত বড় শাস্তি কেন এই পরিবারের জন্য?

এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়,
প্রবাসের মাটিতে মৃত্যু আর দেশের মাটিতে লাশ ফেরার পথটাও কখনো কখনো মৃত্যু হয়ে ফিরে আসে।

আসুন, আমরা তাদের জন্য দোয়া করি।
আল্লাহ যেন এই তিন ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। 🤲

সড়কে নিরাপত্তা চাই, সচেতনতা চাই! কারণ জীবন বারবার ফিরে আসে না… 🖤

06/07/2025

মানুষ কেনো দিন দিন, অমানুষ হয়ে যাচ্ছে 😓😓😓

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Karim Saifi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category