
21/04/2025
সী-ট্রাক চলাচলের সময়সূচি।। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে মহেশখালী-কক্সবাজার রুটে প্রতিদিন তিনটি ট্রিপে সী-ট্রাকটি যাতায়াত করবে।
১ম ট্রিপ: মহেশখালী ঘাট থেকে: সকাল ৭:৩০ মিনিট (কক্সবাজারের উদ্দেশ্যে)
কক্সবাজার ঘাট থেকে: সকাল ৮:৩০ মিনিট (মহেশখালীর উদ্দেশ্যে)
২য় ট্রিপ: মহেশখালী ঘাট থেকে: সকাল ১১:০০ টা (কক্সবাজারের উদ্দেশ্যে)
কক্সবাজার ঘাট থেকে: দুপুর ১২:০০ টা (মহেশখালীর উদ্দেশ্যে)
৩য় ট্রিপ: মহেশখালী ঘাট থেকে: বিকেল ৫:০০ টা (কক্সবাজারের উদ্দেশ্যে)
কক্সবাজার ঘাট থেকে: সন্ধ্যা ৬:০০ টা (মহেশখালীর উদ্দেশ্যে)
বর্তমানে কক্সবাজার রুটের প্রান্তে ছয় নম্বর ঘাট খনন না হওয়া পর্যন্ত নুনিয়াছড়া ঘাট ব্যবহার করা হবে। তবে এক সপ্তাহের মধ্যে ছয় নম্বর ঘাটের খনন কাজ শুরু হবে। খনন সমাপ্ত হলে ছয় নম্বর ঘাট থেকেই যাত্রী উঠানামা করতে পারবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
◾কাব্য সৌরভ।।