12/03/2025
সব বাবা মায়ের উচিত তার মেয়ের বিয়েতে এসব Furniture ,Ornaments এই সব কিছু না দিয়ে একটা ছোট বাড়ি করে দেওয়া। আরো ভালো হয় মেয়েকে নিজের পায়ে দাঁড় করিয়ে প্রথমেই বলতে হবে নিজের জন্য একটা জায়গা কিনে রাখ মা, নিজের পরিশ্রমের উপার্জন দ্বারা একটা ছোট্ট বাড়ি তৈরি করে রাখবি। যাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকে বলতে না পারে "এই বাড়ির উপর তোমার কোন অধিকার নেই"। আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দেবো। কিন্তু আমার কাছে মেয়ে উত্তরাধিকারী হিসেবে যেই সম্পত্তি পাবে,সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দেবো।অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দেবো, যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধুমাত্র আমার মেয়ের, তার স্বামী,সন্তান,বাবা,ভাই,কেউ সেখানে কোনো অংশ পাবে না,।এর ফলে অন্তত কোথাও অবহেলিত হতে হবে না ওকে। আমার মেয়ে যেনো অন্তত বাড়িটা ভাড়া দিয়ে হলেও মান্থলি একটা ইনকাম করতে পারে।(জানো তো,আজকাল টাকা আর জায়গা ওয়ালা মানুষের খুব দাম!) আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিনশেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে, আমার একটা ঘর আছে। সেই ঘর টাতে গিয়ে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে।মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে,দেরিতে খাবে।কোনো কথা শোনানোর অধিকার কারো থাকবে না। তাই সবার প্রথম দরকার মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত করা, যাতে সে নিজের ক্ষমতায় একটা ছোট্ট শান্তি কুঠির তৈরি করতে পার।
জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে। একটা ব্যক্তিগত ঘরের অভাব।💔🙏