আ'লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরাম।

আ'লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরাম। পেইজে লাইক দিয়ে সাথে থাকুন,
ধন্যবাদ

🌺আলহামদুলিল্লাহ🌺আ'লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরামউপদেষ্টা মহোদয়কে পবিত্র হজ্ব পালন শেষে আন্তরিক  ফুলেল শুভেচ্ছায় বরণ।আজ ...
29/06/2025

🌺আলহামদুলিল্লাহ🌺
আ'লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরাম
উপদেষ্টা মহোদয়কে পবিত্র হজ্ব পালন শেষে আন্তরিক ফুলেল শুভেচ্ছায় বরণ।

আজ পবিত্র হজ্ব পালন শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের প্রিয় উপদেষ্টা মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিলাম আ'লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে।

এই সৌভাগ্যপূর্ণ হজ্ব সফর আল্লাহ তাআলা কবুল করুন, তাঁর হজ্ব যেন মকবুল, মমদূহ ও মবরুর হয় — এ দোয়া করি।

🤲 আল্লাহ তাআলা তাঁকে দ্বীনের আরও খেদমতের তাওফিক দিন।

#হজ্ব_২০২৫
#আলা_হযরত_ফোরাম
#ফুলেল_অভ্যর্থনা
#চট্টগ্রাম_বিমানবন্দর

🌟 আলহামদুলিল্লাহ!ফাইনালি তারিখ ঘোষণা করা হলো🕌 আ'লা হযরত কনফারেন্স ২০২৫📅 ১৬ আগস্ট ২০২৫ | ২২ সফর ১৪৪৭ হিজরি | শনিবার📍 মহেশ...
16/06/2025

🌟 আলহামদুলিল্লাহ!
ফাইনালি তারিখ ঘোষণা করা হলো
🕌 আ'লা হযরত কনফারেন্স ২০২৫

📅 ১৬ আগস্ট ২০২৫ | ২২ সফর ১৪৪৭ হিজরি | শনিবার
📍 মহেশখালী, কক্সবাজার

💚 আহলে সুন্নতের আদর্শ ও আ'লা হযরতের তরিকায়
এক অভূতপূর্ব ইমানী মিলনমেলা হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

🤲🏻 দোয়া চাই সবার কাছে—
এই কনফারেন্স হোক সুন্নতের আলো ছড়ানোর এক সফল উদ্যোগ।
আল্লাহ তা'আলা সবাইকে কবুল করুন, আয়োজনকে বরকতময় করুন।

📢 বিস্তারিত সময়সূচি ও প্রোগ্রামের তথ্য অচিরেই জানিয়ে দেওয়া হবে।

📌 সবাইকে আমন্ত্রণ রইলো—
"চলুন, আ'লা হযরতের প্রেমে মিলিত হই।"

📣 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহআলহামদুলিল্লাহ,আগামী ৩১ আগস্ট-২৫ 📍 মহেশখালীতেআ'লা হযরত (রহ.) কনফারেন্স'র আয়োজনের উদ্যো...
09/06/2025

📣 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

আলহামদুলিল্লাহ,
আগামী ৩১ আগস্ট-২৫
📍 মহেশখালীতে
আ'লা হযরত (রহ.) কনফারেন্স'র আয়োজনের উদ্যোগ নিচ্ছি—ইনশাআল্লাহ।

এই আয়োজন এখনো প্রাথমিক পর্যায়ে।
আমরা/আপনারা সবাই মিলে সহযোগিতা করি তবে ইনশাআল্লাহ এটি হয়ে উঠবে
একটি স্মরণীয়, শিক্ষণীয় ও ঈমানী জাগরণের সম্মেলন।

🤝 তাই এই মুহূর্তে আপনাদের পরামর্শ, মতামত ও দোয়া চাই।
কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যায়,
কীভাবে অনুষ্ঠানকে আরও সফল ও অর্থবহ করা যায়—
সেসব বিষয়ে আপনাদের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের খুব প্রয়োজন।আশা করছি আপনাদের সুপরামর্শ এবং দক্ষ দিকনির্দেশনা প্রদান করে আমাদেরকে ধন্য করবেন।

🕋 চলুন, আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি কে জানি ও তাঁর আদর্শে
আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করি।

#আলাহযরত #৩১আগস্ট

🕋🌙 ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌙🕋ইসলামি সংগীত প্রেমিক, আশেকে রাসুল (সা.)আ’লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত উপদে...
06/06/2025

🕋🌙 ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌙🕋

ইসলামি সংগীত প্রেমিক, আশেকে রাসুল (সা.)
আ’লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত উপদেষ্টা
সাহাব উদ্দীন ভাইয়ের পক্ষ থেকে
সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।

তিনি বলেন—

> “ঈদুল আযহা কেবল উৎসব নয়, এটি ত্যাগ, আত্মসমর্পণ এবং ইমানের নিদর্শন।
আসুন, এই পবিত্র দিনে আমরা আমাদের ভেতরের অহংকারকে কোরবানি দেই,
দীন ও মানবতার খেদমতে নিজেকে উৎসর্গ করি।”

🤲 তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি
ভালোবাসা ও দোয়া জানিয়েছেন।

ঈদ মোবারক!

02/04/2025

চ্যাটজিপিটি বা AI দিয়ে Ghibli-Style কার্টুন ইমেজ তৈরি করা হারাম।
📖 দলিল: আল-কুরআন
(সূরা-নিসা আয়াত,১১৯)

02/04/2025
19/03/2025

আসসালামু আলাইকুম,,,

প্রিয় ভাইয়েরা আপনারা যারা ৩০ জন প্রতিযোগি বিজয়ী হয়েছেন।

আপনাদের সবাইকে কল করা হয়েছে,, অনেকের ফোন বন্ধ থাকার কারণে যোগাযোগ করতে পারছিনা!

২১ রমজান, ২২ মার্চ ২০২৫, বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করতেছি!

যোগাযোগ : 01920837750

আসসালামু আলাইকুম,, আগামী,২১ রমজান, ২২ মার্চ ২০২৫ খ্রি, রোজ শনিবার স্থান, পশু হাসপাতালের পার্শ্বের মাঠ, মহেশখালী কক্সবাজা...
18/03/2025

আসসালামু আলাইকুম,,

আগামী,২১ রমজান, ২২ মার্চ ২০২৫ খ্রি, রোজ শনিবার
স্থান, পশু হাসপাতালের পার্শ্বের মাঠ, মহেশখালী কক্সবাজার

রহিম বকসু সেবা ফাউন্ডেশন এর অর্থায়নে,

আ'লা হযরত ইসলামি সাংস্কৃতির ফোরাম কতৃক আয়োজিত অনলাইন ভিত্তিক নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল,

এতে উপস্থিত থাকবেন,

কক্সবাজার জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও মহেশখালী উপজেলার সকল মসজিদের ইমাম মোয়াজ্জেম ।

আপনারা যারা প্রতিযোগিতায় ৩০ জন বিজয়ী হয়েছেন আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি!

যোগাযোগ : 01920-837750

নাতে রাসুল (দ.) অনলাইন প্রতিযোগিতার রেজাল্ট।*সবাই এত দরদ ও ভালোবাসা নিয়ে গেয়েছেন মাশাআল্লাহ। আপনাদের আন্তরিকতার মূল্যায়ন...
23/02/2025

নাতে রাসুল (দ.) অনলাইন প্রতিযোগিতার রেজাল্ট।

*সবাই এত দরদ ও ভালোবাসা নিয়ে গেয়েছেন মাশাআল্লাহ। আপনাদের আন্তরিকতার মূল্যায়ন দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি

অবশেষে মোট ১৭১জন প্রতিযোগীর মধ্যে ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে।

১ নং
নাম: ওয়াহিদুল ইসলাম পারবেজ
গ্রাম:কৃষ্ণপুর
চুনারুঘাট, হবিগঞ্জ, সিলেট।
প্রতিষ্ঠান:গাতাবলা দাখিল
মাদ্রাসা,চুনারুঘাট।

২নং
নাম:-মোহাম্মদ সাকিব রেজা কাদেরী
প্রতিষ্টান:- পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

৩ নং
নাম:- মোহাম্মদ কাউসাইন কাদেরী
শিক্ষার্থী:- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।

৪ নং
নাম:- মোহাম্মদ রাফিজুল ইসলাম রাহাত
প্রতিষ্ঠান :-সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ।

৫ নং
মোহাম্মদ মহিউদ্দিন
কক্সবাজার সরকারি কলেজ
অনার্স দ্বিতীয় বর্ষ
রসায়ন ডিপার্টমেন্ট।

৬নং
নাম:মোহাম্মদ সোহেল উদ্দিন।
শিক্ষার্থী:জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম
শ্রেণী :আলিম ২য় বর্ষ।

৭ নং
নাম:-মুহাম্মদ আলভী হাসান
শিক্ষার্থী : জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া।

৮ নং
নাম : মোবারক হোছাইন কাদেরী
শিক্ষার্থী; জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।

৯ নং
নাম মোহাম্মদ আবিদ হাসান রিজভী। স্কুল:মহেশখালী মডেল হাইস্কুল। দশম শ্রেণী। গ্রাম পুটিবিলা কলেজপাড়া মহেশখালী পৌরসভা কক্সবাজার।

১০ নং
নাম : সাইফুল ইসলাম আরমান
মহেশখালী কলেজ
ডিগ্রি দ্বিতীয় বর্ষ।

১১ নং
নাম:-শাহারিয়ার রহমান নিহাল
শিক্ষার্থী:-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা।

১২ নং
নাম: শাহাদাত ইসলাম ফারদিন
শ্রেণী:একাদশ
শচীন্দ্র ডিগ্রী কলেজ হবিগঞ্জ।

১৩ নং
নাম : হাফেজ শিহাব উদ্দিন ক্বাদেরী। শিক্ষার্থী : মাবুদিয়া
মাদ্রাসা,বোয়ালখালী চট্টগ্রাম।

১৪ নং
নাম:- আব্দুল্লাহ চৌধুরী তাহছিন।
প্রতিষ্ঠান :- মাদ্রাসা ই দারুল আমান একাডেমি।

১৫ নং
নাম আরিফুল ইসলাম ।
শিক্ষার্থী:- যীন নূরাইন অলি উল্লাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা আশকোনা, আমতলা, ঢাকা।

১৬ নং
নাম মোহাম্মদ ইব্রাহিম
শিক্ষার্থী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম।

১৭ নং
নাম:-মুহাম্মদ হাসান উদ্দিন
শিক্ষার্থী : আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসা।

১৮ নং
নাম:- মুহাম্মদ কাউছার রেজা
শিক্ষার্থী :-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা।

১৯ নং
নাম:-হাফেজ মোহাম্মদ হান্নান
শিক্ষার্থী :-ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।

২০ নং
নাম: হাফেজ মোঃ আব্দুর রহমান
প্রতিষ্ঠান :জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা
বাড়ি: বাঁশখালী

২১ নং
নাম: জাহেদুল ইসলাম
ঠিকানা: বড়হাতিয়া,লোহাগাড়া চট্টগ্রাম
শিক্ষার্থী: চুনতী হাকিমিয়া কামিল ( অনার্স মাষ্টার্স ) মাদরাসা
শ্রেণি : ফাজিল ১বর্ষ

২২ নং
নূর হোসেন রাইয়ান,
শিক্ষাথর্থী ইমাম হাসান হোসাইন (রাঃ) সুন্নি নুরানি মডেল মাদ্রাসা।
স্থান: ছোট মহেশখালী দক্ষিণ কোল

২৩ নং
নাম: -মোঃ আরিফুর রহমান তানিম
স্থান:-রাহাত্তারপুল, বাকলিয়া, চট্টগ্রাম।
প্রতিষ্ঠান:-মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।

২৪ নং
নাম:-আবু হুরায়রা হামীম।
শিক্ষার্থী :-জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা।

২৫ নং
নাম : -মুহাম্মাদ ইশমামুল ইসলাম নাহিজ
শিক্ষার্থী : জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম।
শ্রেণী : আলিম ২য় বর্ষ

২৬ নং
নাম : মুহাম্মদ এমদাদুল ইসলাম
শিক্ষার্থী : কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট রাঙ্গামাটি।

২৭ নং
নাম:-মুহাম্মদ শরফুদ্দীন আলম ক্বাদেরী
শিক্ষার্থী:জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা।

২৮ নং
নাম:নবুওয়াত হাসান
শ্রেণি:একাদশ
শিক্ষার্থী:- কক্সবাজার সরকারি কলেজ

২৯ নং
নাম:-জায়েদ হুসাইন
প্রতিষ্টান:- মারকাজুত্ তাহ্ফিজ আদর্শ মাদ্রাসা জলদি

নং ৩০
নাম.মোঃ মহিউদ্দিন
শিক্ষার্থী.আহমদিয়া কারিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চট্টগ্রাম।
বাড়ি. বাঁশখালী

বিচারক প্যানেল সুর, লিরিক্স, উচ্চারণ, পূর্ণতা ও আনুষাঙ্গিক বিষয় বিবেচনা করে এই রেজাল্ট দিয়েছেন। প্রথমবার আয়োজনে আমাদের অনেক অসঙ্গতি থাকতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিজয়ীদের নাত(দ.) ভিডিও লিংক কমেন্টে।

*বিজয়ীরা দ্রুত সময়ে হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা দেন।

W/p 01870991087

আগামীকাল রাত ১০ টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হবে।
22/02/2025

আগামীকাল রাত ১০ টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হবে।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when আ'লা হযরত ইসলামী সাংস্কৃতিক ফোরাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share