26/06/2025
সাইফুদ্দিন নামে এই ব্যাক্তি ৪ আগস্ট ঢাকায় আহত আবার ৫ আগস্ট চট্টগ্রামে আহত। ইতোমধ্যে ২ ঘটনায় আহত দাবি করে দায়ের করেছেন ২ টি মামলা।
পুরান ঢাকা’র আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ গুলিবিদ্ধ হওয়ায় ডান চোখ নষ্ট হয়েছে - এমন এক অভিযোগে শত শত আওয়ামী লীগ নেতা, পেশাজীবি, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিকদের নামে ঢাকা ও চট্টগ্রামের ২টি থানায় মামলা দায়ের করেছেন।
১ম মামলাঃ ৩০শে এপ্রিল ২০২৫ইং - ঢাকার শাহবাগ থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জায়েদ খানসহ মোট ২০১ জনের বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবী করে এই মামলা দায়ের করে। সোর্স- http://bit.ly/43RS631
মামলায় ঘটনাস্থল দেখিয়েছে- পরীবাগ, ঢাকা। ৪ঠা আগষ্ট, সাড়ে ১১টায়।
২য় মামলাঃ ১৭ই জুন ২০২৫ইং - চট্টগ্রামের খুলশী থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে। সোর্স- https://bit.ly/4k44aD3
মামলায় ঘটনাস্থল দেখিয়েছে - ওয়াসা মোড়, চট্টগ্রাম। ৫ই আগষ্ট দুপুর ২টা।
চট্টগ্রামে দায়ের করা মামলার এজাহার অনুযায়ী তিনি ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ছিলেন। তাহলো ৪ঠা আগষ্ট পরীবাগ আহত হলেন কিভাবে?
আবার এই বাটপার মামলাবাজ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ গত ১৩ই এপ্রিল রাজধানীর পন্টন মোড়ে চট্টগ্রাম সমিতির অফিসে গিয়ে হামলার স্বীকার হয় দাবী শাহবাগ থানায় ৯ জনকে আসামী করে আরো ১টি মামলা দায়ের করেন। সোর্স - (http://bit.ly/43OIzts)