
24/09/2025
'আধ্যাত্মিক ব্যাপার' মানে কি?
~
আপনি বেঁচে আছেন ব্যাপারটা আধ্যাত্মিক। আপনি মরে যাবেন ব্যাপারটা আধ্যাত্মিক।
আপনার দেহ আছে। দেহ-যে আছে তা বুঝতে-যে পারছেন, তা আধ্যাত্মিক।
আল্লাহর স্মরণ ব্যাপারটাই আধ্যাত্মিক। অন্তর, প্রশান্তি, ভালবাসা আধ্যাত্মিক।
পাখির গান না বুঝেও ভাল লাগে—ব্যাপারটা আধ্যাত্মিক।
আপনার সন্তানের জন্য মন কাঁদে, বাবা মা ভাই বোন বা প্রিয় মানুষটির জন্য মন কাঁদে; ব্যাপারটা আধ্যাত্মিক।
"সুনিশ্চিতভাবে আল্লাহর স্মরণ দ্বারা অন্তরসমূহে প্রশান্তি আসে।" —আল কোরআন, সুরা আল রাআদ ২৮
আপনার বিশেষভাবে কথা বলা আধ্যাত্মিক, আপনার চুপ থাকা আধ্যাত্মিক, আপনার অনুশোচনা আধ্যাত্মিক, আপনার অশ্রু—প্রার্থনা আধ্যাত্মিক।