তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে Nothing more special

19/05/2025

Yeah....

ভালো বেডশিট কই পাই🤔🤔 জানালায় লাগানোর জন্য 🥱🥱
11/05/2025

ভালো বেডশিট কই পাই🤔🤔 জানালায় লাগানোর জন্য 🥱🥱

Big shout out to my newest top fans! 💎 Afroza Moni
03/04/2025

Big shout out to my newest top fans! 💎 Afroza Moni

16/03/2025

(আছিয়ার স্মরনে)
মা,
আমাকে নিয়ে তোমার ভাবনার
এইবার একেবারে শেষ হলো।
কতো শত চিন্তা তোমার,
বড় হয়ে যাচ্ছো,
এখনো পুতুল খেলো?
ও পাড়ার খোকার সাথে,
আর খেলতে যেও না।
বড় হচ্ছো তো,
পাড়ার সবাই খারাপ বলবে।
খারাপ... অবাক চোখে আমি ভাবতাম।
কেন বলো এমন করে?
সম্ভ্রম হারাতে হবে না হলে।
সম্ভ্রম কি মা?
কি যে তুমি শক্ত কথা বলো না!!
আমি চলে যাচ্ছি মা।
কিন্তু অনেক প্রশ্ন যে আমার মনে থেকে যাচ্ছে?
একেই কি বলে সম্ভ্রম হারানো?
এই ভয়েই কি তুমি বলেছিলে,
খোকার সাথে না খেলতে?
মাগো, খোকা তো আমার আপন কেউ না,
তুমি তখন কেন বলো নি,
আপন মানুষ থেকেও দূরে থাকতে?
মা,
আমি নাকি মেয়েমানুষ!
আমাকে সম্ভ্রম বাঁচাতে যুদ্ধ করতে হবে
আমাকে কটু কথা থেকে বাঁচতে যুদ্ধ করতে হবে
আমার দেহ-মনকে বেড়ি দিয়ে বাঁধতে হবে
আমার আকাশ ছোঁয়া বারণ
আমার ডানা মেলে উড়তে চাওয়াও বারণ।
মা, এতোবড় পৃথিবীতে আমি
যুদ্ধ করতে করতে হেরে গেলাম।

তুমি বলো তো?
মেয়েমানুষ হওয়ার আগে কি আমি মানুষ না?
সম্ভ্রম বাঁচানোর দায়িত্ব কি শুধু একা মেয়েদের?

প্রশ্ন?????
তানজিলা লিতু

05/03/2025

তোমার সাথে নিখাদ প্রেম হয়তো আমার ছিল না
কিন্তু অদ্ভুত কিছু আবেগ ছিল।
সারাজীবন কাটানো অনেক স্মৃতির লিস্টে
তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত ছিল।
হয়তো তোমাকে আমার প্রতিক্ষণে মনে পরে না
কিন্তু হঠাৎ দেখতে পাওয়া জোছনা কিংবা
ঝুম বৃষ্টিতে চায়ের কাপে চুমুক দিতে দিতে,
দূর দিগন্ত পানে চেয়ে থেকে হঠাৎ করে
ধুলোপরা ডায়েরি যেমন খুঁজে পাওয়া যায়
তেমনই কিছু স্মৃতি মনে পরে।
প্রেমের অদম্য পাগলামি, ক্ষনে ক্ষনে মান অভিমান
তোমার সাথে হয়তো আমার ছিল না।
কিন্তু....
এলোচুলে কাঠগোলাপ
কিংবা নূপুরের রিনিঝিনি শব্দে
তোমার চোখে মুগ্ধতা ছিল।
হঠাৎ গুনগুনিয়ে ওঠা গানের দু'কলি শোনার জন্য
একটুখানি অপেক্ষা ছিল।
আমাদের কোন প্রেমের উপাক্ষান হয়তো ছিল না।।
কিন্তু স্মৃতিকথার কোন একটি কোনায়
শুকিয়ে যাওয়া একটি গোলাপ ছিল।

প্রেম কি????
তানজিলা লিতু..…............................................
ভাসানচর এ লেখা প্রথম কবিতা

জান্নাত এসে চা দিয়ে গেলো। বিদেশ বিভুইয়ে আসলে আত্মার সম্পর্কে আত্মীয় হয় রক্তের সম্পর্কে না। Zannatul Mauwa Surovi ধন্যবাদ...
27/09/2024

জান্নাত এসে চা দিয়ে গেলো। বিদেশ বিভুইয়ে আসলে আত্মার সম্পর্কে আত্মীয় হয় রক্তের সম্পর্কে না। Zannatul Mauwa Surovi ধন্যবাদ দিয়ে ছোট করুম না। চা ভালো লাগছে এই উপলক্ষে কাচ্চি খাওয়ার দাওয়াত দিয়েন🥱🥱

25/09/2024

Tour_Vlog 2 পাহাড়ের হাতছানিতে আরেকটি দিন❤️

22/09/2024

Tour_Vlog 1 (পাহাড়ের হাতছানি)

হ্যালো বান্দরবান📣ঘুরে এলাম সেখান থেকে। আপনাদের আন্তরিকতা অনেক ভালো লেগেছে। অসম্ভব সুন্দর কিছু সময় কাটিয়ে এলাম। ধন্যবাদ।।
22/09/2024

হ্যালো বান্দরবান📣
ঘুরে এলাম সেখান থেকে। আপনাদের আন্তরিকতা অনেক ভালো লেগেছে। অসম্ভব সুন্দর কিছু সময় কাটিয়ে এলাম। ধন্যবাদ।।

04/08/2024

আমি আপনাকে বলছি,
আমি জানি আপনি অনেক ভালো বক্তা,
আপনার কথা মানুষ মুগ্ধ হয়ে শোনে
আপনার উদাহরণ দেয় সবাই।
আমি জানি আপনি অনেক ভালো একজন তার্কিক,
আপনার সামনে প্রতিপক্ষ কোনদিন দাড়াতেই পারেনি।
আমি জানি আপনি প্রচন্ড স্পষ্টবাদী,
আপনার ফেসবুকের ওয়ালে স্পষ্ট বক্তার অনেক পোস্ট থাকে
আপনার স্পষ্টবাদীতার জন্য আপনার প্রমোশন হয় না, মানুষ পছন্দও করে না।
আমি জানি আপনি একজন রোল মডেল,
সহস্র তরুণ আপনার প্রতিটি জিনিস দেখে,
আপনার মতো হতে চায়।
কিন্তু কি হবে সুন্দর বক্তব্য দিয়ে, স্পষ্ট কথা বলে সমোলোচিত হয়ে, কিংবা রোল মডেল হয়ে?
এই ক্রান্তিলগ্নে কই আপনাকে তো দেখছি না কোন সুন্দর বক্তব্য দিতে?
কই আপনার ওয়ালে স্পষ্ট কথা লেখা দেখি না?
কই আপনি? হাজার হাজার তরুনের জন্য একটি কথাও তো আপনি লেখেন না আপনার ওয়ালে!
কি হবে?
সামনের নতুন পৃথিবীতে চোখ তুলে, মাথা উঁচু করে দাড়াতে পারবেন তো?
ফাল্গুন আসবেই!!!!!!
লিতু
৩৫ জুলাই, ২০২৪

আমাদের পিকাসো ❤️❤️
01/08/2024

আমাদের পিকাসো ❤️❤️

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে:

Share