18/08/2025
এক গ্রামে এক লোকের মোরগ ছিল। লোকটা খুব গরীব। একদিন সে ভাবল—
“এ মোরগটা শুধু ভোরে ডাকাডাকি করে, তাতে তো আমার কোনো লাভ নেই!”
তখন সে মোরগটাকে বাজারে নিয়ে গিয়ে বলল,
“এই মোরগটা অ্যালার্ম ঘড়ির মতো কাজ করে, ভোরে সবাইকে উঠিয়ে দেয়!”
এক ক্রেতা এসে বলল,
“ভালোই তো, দাম কত?”
লোকটা বলল,
“মুক্তা না দিলেও হবে, শুধু ভাত খাওয়ালেই চলবে।”
ক্রেতা খুশি হয়ে মোরগটা কিনে নিল।
পরদিন ভোরে মোরগটা জোরে ডাক দিল। সবাই উঠল।
কিন্তু কিছুক্ষণ পর আবার ডাক দিল, আবার দিল, আবার দিল!
শেষে ক্রেতা রাগে বলল:
“এই মোরগটা তো অ্যালার্ম ঘড়ি নয়, এটা তো স্নুজ বাটন ছাড়া মোবাইল ফোন! ধর এইটাকে আজকেই জবাই করবো! ”