bksp, dinajpur, Bangladesh

bksp, dinajpur, Bangladesh Sports

07/10/2025

বিকেএসপির মারুফায় মুগ্ধ মালিঙ্গা! কৃষকের মেয়ে থেকে বিশ্বকাপের নায়িকা!

06/10/2025

তিন মাসের স্মৃতি, শিক্ষা আর শৃঙ্খলার অভিজ্ঞতা নিয়ে তারা স্বপ্ন দেখছে আগামী দিনের।

বিকেএসপি'তে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি১। আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:(ক) বাংলাদে...
01/10/2025

বিকেএসপি'তে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
১। আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
(ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখা থেকে ২০২০/২০২১/২০২২ সালের এস.এস.সি/সমমান পরীক্ষা এবং ২০২২/২০২৩/২০২৪ সালের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
(ঘ) ছেলেদের বিভাগসমূহ: ফুটবল, ক্রিকেট, হকি, এ্যাথলেটিক্স, জিমন্যাপ্টিক্স, টেনিস, সাঁতার, বাস্কেটবল, বক্সিং ও শ্যুটিং (বিষয়গুলোর মধ্যে যে কোন একটি খেলায় জাতীয়/বিভাগীয়/জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে)।
(গ) মেয়েদের বিভাগসমূহ: এ্যাথলেটিক্স, বক্সিং, ফুটবল, ক্রিকেট, জিমন্যাস্টিক্স, টেনিস, সাঁতার, শ্যুটিং ও হকি (বিষয়গুলোর মধ্যে যে কোন একটি খেলায় জাতীয়/বিভাগীয়/জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।
২। অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২০/১০/২০২৫ খ্রি.
৩। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৭/১০/২০২৫ খ্রি. ও সকাল-৯:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।

আবেদন প্রক্রিয়া: bksp.gov.bd>> অনলাইন আবেদন >> অনলাইন আবেদন (B Sports (Pass) Under NU- 2024-25)

01/10/2025

বিকেএসপির চার প্রতিভাবান শিক্ষার্থী এবার খেলাধুলার মাঠ ছাড়িয়ে পৌঁছে যাচ্ছেন উচ্চশিক্ষার নতুন মঞ্চে। চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য তারা পেয়েছেন ফুল ফান্ডেড স্কলারশিপ। খেলাধুলার পাশাপাশি শিক্ষার এই সুযোগ তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে—এমনটাই আশা করছে বিকেএসপি পরিবার।

24/09/2025

এশিয়া কাপে সুপার ফোরে লিটন কুমার দাসের দুর্দান্ত নেতৃত্বে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। এবার ভারতের বিপক্ষে জমবে সমানে-সমান লড়াই—পুরো দেশের নজর এখন সেই ম্যাচে।

23/09/2025

বিকেএসপির ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫’-এর সমাপনীতে ৪০০ তরুণ-তরুণী হাতে পেল সনদ। তিন মাসের স্মৃতি, শিক্ষা আর শৃঙ্খলার অভিজ্ঞতা নিয়ে তারা স্বপ্ন দেখছে আগামী দিনের। বিকেএসপির মহাপরিচালক ও কর্মকর্তারা জানালেন, এ সনদ কেবল শুরু—অসাধারণ ভবিষ্যৎ গড়তে হলে লড়াই চালিয়ে যেতে হবে নিজের যোগ্যতায়।

#ক্রীড়া_প্রতিভা #তরুণ_নির্ভীক #প্রশিক্ষণ_সমাপনী ্রাপ্ত #স্বপ্ন_যাত্রা #বাংলাদেশ_ক্রীড়া #তৃণমূল_প্রতিভা #লক্ষ্য_সাধন #ক্রীড়া_ভবিষ্যৎ

22/09/2025

বিকেএসপির মাঠে প্রতিটি মুহূর্তে তৈরি হচ্ছেন দেশের সাহসী যোদ্ধারা যারা সীমা ভেঙে লড়তে জানে, জিততে জানে

13/09/2025

বাংলাদেশের নারী ক্রিকেটাররা ছেলেদের সাথে সমানতালে এগিয়ে চলছে। বিকেএসপির মাঠে তাদের ঘাম, পরিশ্রম আর স্বপ্ন গড়ে তুলছে আগামী দিনের চ্যাম্পিয়ন। 🏏✨ এই ভিডিওতে দেখুন কিভাবে বিকেএসপি নারী ক্রিকেটকে দিচ্ছে নিরাপত্তা, প্রশিক্ষণ ও সাফল্যের পথ।

#নারী_ক্রিকেট #বিকেএসপি #মেয়েরা_ময়দানে #ক্রিকেট_বাংলাদেশ #নারী_ক্ষমতায়ন #ভবিষ্যতের_চ্যাম্পিয়ন #মেয়েদের_সাফল্য #ক্রীড়া_বাংলাদেশ

08/09/2025

বিকেএসপির রান্নাঘর: যেখানে গড়ে ওঠে অ্যাথলিটদের শক্তি আর স্বপ্ন

02/09/2025

মিস্টার ডিপেন্ডেবল আবার ফিরলেন শেকড়ে—বিকেএসপিতে মুশফিক, নবীনদের জন্য অনুপ্রেরণার আলো

31/08/2025

বিকেএসপির হাত ধরে ভলিবলে বাংলাদেশের স্বপ্ন উঁচুতে

সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপেভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ       #বিকেএসপি
31/08/2025

সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে
ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ
#বিকেএসপি

Address

Cox's Bazar
4730

Alerts

Be the first to know and let us send you an email when bksp, dinajpur, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bksp, dinajpur, Bangladesh:

Share