model hunt & movie creation production house.

model hunt & movie creation production house. If you've got the looks and the talent, we want you. We'll make you famous. So,don't miss your chanc.

03/04/2024
31/01/2024

পিঠা উৎসব ২০২৪,
আয়োজক-
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
কুতুবদিয়া,কক্সবাজার।
৩০-০১-২০২৪

17/10/2023

মজনু মোর্শেদ চৌধুরী,
আমাদের কুতুবদিয়ারই একজন।
আমাদের আপনজন।আমাদের প্রিয়জন।
অল্প বয়সে তিনি অনেক কারিশমা দেখিয়েছেন।কিন্তু তিনি প্রচারবিমুখ।
ভালবাসেন গোপনে কাজ করতে।
কারণ মানুষের প্রতিহিংসা ও ঈর্ষা তাকে
মর্মাহত করে।আমরা মুখে বলি বাংলাদেশ এগিয়ে যাও।কিন্তু যারা নিঃস্বার্থ ভাবে এগিয়ে নিয়ে যায়, আমরা তাঁদের থামিয়ে দিতে তাদের নামে রটনা রটায়।তাতে তাঁদের কিছু যায় আসে না।বরং দেশের প্রতি-দেশের মানুষের প্রতি তাদের মত মহৎ ব্যক্তিদের অদম্য ভালবাসায় ভাঁটা নামে।কুতুবদিয়ার ৬ ইউনিয়নে ১২ টি দ্বিতল বিশিষ্ট কমিউনিটি ক্লিনিক ইতিমধ্যে নির্মিত হয়েছে,যার প্রতিটার নির্মাণ ব্যয় ৫৬ লক্ষ টাকা।১২ টির নির্মাণ ব্যয় ৬ কোটি ৭২ লক্ষ।এটা আমাদের এই বহুমুখী প্রতিভাধর মজনু মোর্শেদ চৌধুরীর অবদান।২০১৯ সালে বিশ্ব ব্যাংককে তিনিই কমিউনিটি ক্লিনিককে দ্বিতল করার প্রস্তাব দেন।২০২০ সালে বিশ্বব্যাংক তাতে সম্মত হয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে কল দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে মজনু মোর্শেদ চৌধুরীর কন্টাক্ট নাম্বার চায়।এরপরে কক্সবাজার জেলার প্রতিটি উপজেলার স্বাস্হ্য খাতের সব ক'টি স্থাপনাকে নতুন করে ঢেলে সাজাতে বিশ্বব্যাংক ১২০০ কোটি টাকা অনুদান দেয়।

সেই অনুদানে নির্মিত ভবনে দাঁড়িয়ে একটি ট্রেনিং এ ট্রেইনার হিসেবে ট্রেনিং এর শেষাংশে বহুমুখী প্রতিভাধর জনাব মজনু মোর্শেদ চৌধুরী উপস্থিত সকলের উদ্দেশ্যে এমন ভাবে বক্তব্য দিচ্ছেন যেন কেউ দৃষ্টি সরাতে না পারে।তার মানে জাদু শুধু ওনার গানে নয়,উপন্যাসে নয়,কবিতায় নয়, বক্তব্যেও আছে।তেমন জাদুমাখা বক্তব্যে মুগ্ধ হয়েইতো বিশ্বব্যাংক ১২০০ কোটি টাকা দিল।

ওনার এই অল্প বয়সে
এই ১২০০ কোটি টাকা+বায়ু বিদ্যুৎ প্রকল্পের ৩৮ কোটি ৭৭ লক্ষ টাকা = মোট ১২৩৮ কোটি ৭৭লক্ষ টাকা কক্সবাজার জেলাকে এনে দিয়েছেন।

এছাড়া ২০১৬ সালে ওনার নির্মিত "রোয়ানো পরবর্তী কুতুবদিয়া" নামক ভিডিওটির কারণে কুতুবদিয়াবাসী পেয়েছি-

★জাতীয় গ্রীডের বিদ্যুৎ (পেয়েছি)

★বেড়িবাঁধ ও বাঁধের বাইরে বনায়ন (অস্থায়ীভাবে পেয়েছি, স্থায়ীটা ধীরে ধীরে নির্মিত হবে)

★অডিটরিয়াম
(পাইনি,ওনার প্রচেষ্টা অব্যাহত আছে)

★ইকো পার্ক
(পেয়েছি সিটিজেন পার্ক)

★ফায়ার সার্ভিস
(কলেজ রোডে নির্মাণ কাজ শেষ হয়েছে)

★এ্যম্বুলেন্স (পেয়েছি)

★সী এ্যম্বুলেন্স
(IOM এর কান্ট্রী ডিরেক্টরকে ২০১৩ সালে ওনার রিকেয়েস্টের প্রক্ষিতে IOM কতৃক পেয়েছি)

★ ধুরুং টু ছনোয়া ব্রীজ
(ব্রীজের পরিবর্তে সমুদ্রের তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে টানেল,সেই টানেলের মাধ্যমে কুতুবদিয়া মূল ভু-খন্ডের সাথে যুক্ত হবে)

★স্টেডিয়াম (শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের কাজ মগডেইলে এগিয়ে চলছে)।

ওনি একাই একশ।দেশের ও দশের ভাগ্য বদলাতে এ ধরণের একজনই লাগে।ওনি তেমনই একজন।

এ ধরণের আরো অনেক অবদান ওনার আছে,ওনার ভক্ত-সমর্থকদের অনেকে অনেক কিছু জানেন।এখানে ওসব লিখলে পোস্ট অনেক বড় হয়ে যাবে।

দেশ ও দশের কল্যাণে তিনি আরো অনেক মহৎ কাজ আমাদের মাঝে উপহার দেবেন, এই প্রত্যাশা।

ভালো থাকুক,সুস্থ্য থাকুক মহৎ মানুষগুলো এই দোয়া।

মহানায়ক সালমান শাহের মৃত্যুদিবস ৬ই সেপ্টেম্বর। (মজনু মোর্শেদ চৌধুরী একাধারে একজন চিত্রশিল্পী, নৃত্য শিল্পী,কণ্ঠশিল্পী, গ...
05/09/2023

মহানায়ক সালমান শাহের মৃত্যুদিবস ৬ই সেপ্টেম্বর।

(মজনু মোর্শেদ চৌধুরী একাধারে একজন চিত্রশিল্পী, নৃত্য শিল্পী,কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার,মডেল,ঔপন্যাসিক,চিত্রনাট্যকার,ভাস্কর্য শিল্পী,প্রচ্ছদ শিল্পি,আইটি বিশেষজ্ঞ ও চলচ্চিত্র নির্মাতা।)

পুরো ভিডিও পেতে ক্লিক করুন

viral

01/09/2023

খুব প্রিয় একটা ফিল্ম।

Address

Cox's Bazar

Telephone

+8801813830103

Website

https://www.facebook.com/model.hunt.and.movie.c

Alerts

Be the first to know and let us send you an email when model hunt & movie creation production house. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share