21/06/2023
টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা:-
নতুন কর আইন ২০২৩ (খসড়া) অনুসারে টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ণ নূন্যতম ২০০০ টাকা জমা দিতে হবে। না দিলে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে।
৫টি শর্তে টিন বাতিল করতে পারবেন, যেমন:-
১. করদাতা মারা গেলে।
২. যদি কর যোগ্য আয় না থাকে।
৩. নন রেসিডেন্ট বিদেশী নাগরিক যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।
৪. বিশেষ কোন কারণে টিন সার্টিফিকেট গ্রহণ করে থাকলে ও বর্তমানে করযোগ্য কোন আয় না থাকলে ও বাতিল করা যাবে।
৫. ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা টিন বাতিল করতে পারবেন।
টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা:-
বরাবর.
উপ কর কমিশনার/ কমিশনার
কর অঞ্চল, ০০ (যার যেই অঞ্চল)
ঢাকা।
বিষয়: টিন নাম্বার বাতিল করার জন্য আবেদন প্রসঙ্গে।
মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে. আমি নিম্নস্বাক্ষরকারী জমি ক্রয়ের জন্য বছর তিনেক আগে টিন সার্টিফিকেট TIN Certificate করেছিলাম। আমি আমার একটি ডোবা জমি বিক্রি করে বসতবাড়ি করার জন্য আরেকটি জমি ক্রয় করে বাড়ি তৈরি করি। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা শর্তে ও গত তিন বছর ধরে জিরো রিটার্ণ দাখিল করে আসছি (কপি সংযুক্ত)। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি টিআইএন নম্বর ১২৩৪৫৬৭৮৯০ বন্ধ করতে ইচ্ছুক।
অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট খানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।
সংযুক্তি বর্ননামতে..
১. আবেদন কপি।
২. টিন সার্টিফিকেটের কপি।
৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের রশিদ/প্রত্যয়ণপত্র।
৪. জাতীয় পরিচপত্রের ফটোকপি।
বিনীত নিবেদক,
-----------
নাম...
স্বাক্ষর..