17/07/2025
পরিবেশ আমাদের, সমুদ্রও আমাদের, সেই পরিবেশ ও সমুদ্র সুন্দর রাখার দায়িত্বও আমাদের।
UNICEF Bangladesh আয়োজিত "বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে" যুব নেতৃত্বাধীন রিসাইক্লিং ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কক্সবাজারের অন্যান্য সেচ্ছাসেবক সংগঠন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও Youth Alliance for Sustainable International Development- YASID এর গানে গানে সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান করে।
চলুন, সবাই মিলে গড়ি প্লাস্টিকমুক্ত উপকূল।
Arb Babu 🎬
DC Cox's Bazar Volunteer for Bangladesh BRAC UNICEF Climate Change World