29/08/2025
গত কয়েকদিন যাবত ফুলবাড়িয়ার তেলিগ্রাম গ্রামে একটি পুকুরের অলৌকিক কিছু ভেসে ওঠা নিয়ে তৈরি হয়েছিলো মানুষের মাঝে অনেক কৌতুহল..এবং অনেকের মনে ভ-য়-ভি-তি-র সৃষ্টি হয়..যার জমিতে পুকুর সেতো জল বিক্রি শুরু করে দিয়েছে..
এই জল খেলে নাকি সব রো-গ ভালো হয়ে যাচ্ছে..
এক বোতল ২৫ টাকা..
অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কিনেও নিয়ে যাচ্ছে এই জল..পুকুরে এই জিনিসটি দেখার জন্য হাজারো মানুষ ভীড় শুরু করেছে প্রতিনিয়তই..এই কারনে এলাকার স্থানীয় এক শিক্ষক অতিষ্ঠ হয়ে ফায়ার সার্ভিস এবং ডুবুরিদের খবর দেন..অতঃপর ডুবুরিরা সেখানে এসে একটি নারিকেল গাছের খন্ড পেয়েছে..যেটা নিচে ছবিতে ই দেওয়া আছে 🙂