
09/07/2025
🍼☔️ বৃষ্টির দিনে বেবির ঠান্ডা ঠেকাতে ১টা গোল্ডেন টিপস 💛👶
(আমার বেবির আলহামদুলিল্লাহ কাজ করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন)
বৃষ্টির দিনে ঠান্ডা লেগে কাশি, নাক বন্ধ হওয়া এসব প্রায় সব বাচ্চার সাথেই ঘটে 😢
তবে আমি আমার বেবির জন্য যেটা করি, সেটা খুবই সহজ কিন্তু অনেক কাজে দেয়।
প্রতিদিনের খাবারে গরম ভাত/খিচুড়ির সাথে ১ চামচ ঘি (চেষ্টা করবেন খাঁটি ঘি দিতে) আর এক চিমটি কাঁচা হলুদের গুঁড়ো মিশিয়ে রান্না করি বা দেয়।
✅ এটা দিলে কী হয়?
বেবির শরীর ভিতর থেকে গরম থাকে,ঠান্ডা, কাশি অনেকটাই দূরে থাকে।হজমও ভালো হয়।আর মজার ব্যাপার হলো, বেবিও খেতে আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে 😋
❤️ তোমার বেবির সুস্থতা তোমার হাতেই।
আমার পেজে এমন দরকারি, ঘরোয়া টিপস শেয়ার করি – কাজে লাগলে একটা ❤️ রিয়্যাক্ট আর ফলো দিতে ভুলো না মায়েরা 🙈👩👧👦