Cumilla Telecast

Cumilla Telecast Cumilla Telecast is a reliable and clean online news portal dedicated to the people of Cumilla. Get the latest news from Cumilla first—only on Cumilla Telecast.

Our primary goal is to deliver accurate and timely news to you.

04/07/2025

জুলাইকে স্মরণ কুমিল্লায়

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে রাজধানী থেকে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। রোববার ...
04/07/2025

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে রাজধানী থেকে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। রোববার (৩০ জুন) ভোরে মিরপুর কলেজ কেন্দ্রে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। পরে নাটকীয়ভাবে একটি নির্মাণাধীন ভবন থেকে পালিয়ে আসেন তিনি। তার বর্ণনায় উঠে এসেছে রীতিমতো সিনেমার মতো অপহরণ চেষ্টার গল্প।

সকাল সাড়ে ৭টায় কুড়িল বসুন্ধরা গেট এলাকা থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে মাহিরা মিরপুরে পরীক্ষাকেন্দ্রে রওনা দেন। কিন্তু মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় তীব্র যানজটে পড়েন। এরপর রাস্তায় কিছুটা হেঁটে গিয়ে বাসে ওঠেন তিনি। বাসে ওঠার পর পাশের সিটে বসেন এক মধ্যবয়সী নারী। কিছু সময় পর ওই নারীর সঙ্গে বাসের জানালা দিয়ে বাইরে থেকে কিছু একটা আদান-প্রদান হয়, যা মুহূর্তেই মাহিরার নাকের কাছে ধরে দেওয়া হয়। এরপর তিনি ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন।

জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করেন টিন দিয়ে ঘেরা একটি নির্মাণাধীন ভবনের একটি কক্ষে। তার আশপাশে ছিলেন একজন নারী ও চার থেকে পাঁচজন পুরুষ। তাদের মধ্যে একজন ছিলেন ওই নারী যিনি বাসে তার পাশে বসেছিলেন। একজন পুরুষকেও চিনতে পেরেছেন মাহিরা, যিনি বাসে সামনে বসা ছিলেন। বাকি পুরুষদের দেখতে বিদেশি মনে হয়েছে তার।

অপহরণকারীরা নিজেদের মধ্যে বাংলায় ও অন্য এক ধরনের ভাষায় আলোচনা করছিল।

মাহিরার বক্তব্য অনুযায়ী, তাকে কোথায় নিয়ে যাবে, কীভাবে পোশাক বদলিয়ে বের করবে, এ নিয়ে আলাপ করছিল তারা।

মাহিরা বলেন, আমার পোশাক পরিবর্তন করিয়ে চুল কাটার পরিকল্পনা করছিল তারা যেন আমাকে কেউ চিনতে না পারে।

এই সময় চেঞ্জ করার অজুহাতে একা একটি ঘরে থাকার সুযোগ পান মাহিরা। পাশের কক্ষে বাকিদের মধ্যে কথাকাটাকাটির এক ফাঁকে তিনি নিচে নেমে ভবন থেকে পালিয়ে যান। প্রায় ৪০ থেকে ৫০ মিনিট হাঁটাহাঁটি ও দৌড়ে তিনি একপর্যায়ে ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে পৌঁছান। এরপর অনেকেই সাহায্য করতে রাজি না হলেও একজন বাইকার তাকে সাভারের নিউমার্কেট এলাকার কাছে নামিয়ে দেন।

একটি টং দোকানের সহায়তায় বাবার সঙ্গে যোগাযোগ করেন মাহিরা। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় পুলিশ ও র‍্যাব এসে তাকে উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানায়, মাহিরা ও পরিবারের অন্য সদস্যরা বেশ ট্রমায় আছেন। মাহিরা তার বড় বোন মারিয়া ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলছেন না। তবে একটি পরীক্ষা দিতে না পারলেও পরের সব পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা দেওয়ার জন্য মানসিক সাপোর্ট জোগাচ্ছেন তার পরিবারের সদস্যরা।

বড় বোন মারিয়া বলেন, মাহিরাসহ আমাদের পরিবারের সবাই বেশ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। ও মানসিকভাবে এখনো স্থিতিশীল নয়। আমরা ওর বাকি পরীক্ষার ব্যাপারে ভাবছি।

এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহিরা একটু স্থিতিশীল হলে ওর স্টেটমেন্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী পদক্ষেপ নেবে।

মাহিরার মা ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এইচএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ মাহিরা
এইচএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ মাহিরা
বিস্তারিত পড়ুন
থানার ওসি রকিবুল হাসান বলেন, শিক্ষার্থী উদ্ধার হয়েছে এবং পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবার অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, ঘটনাটি প্রেমঘটিত না অপহরণ-এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনে...
04/07/2025

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা।

ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের
ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।

এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, "আমাকে ফাঁ/সিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।"

এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, "কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।"

বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পো...
03/07/2025

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শেয়ার করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। জানি না কতক্ষণ রাখা যাবে হয়তো মহিলাটার মানসিক সমস্যা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সা...
02/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো তার স্বজনের কাছে খবর পৌঁছে যাবে…

01/07/2025

সরকারি প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে ঠিকাদারি: কুমিল্লায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা শওকতের বি*রুদ্ধে অভি*যোগ

25/06/2025

ঘরে ঢুকে গৃহবধূকে শ্বা*সরো*ধে হ*ত্যা: সামনে জেরিন, পেছনে আরও কারা?

24/06/2025

ভিডিও!

22/06/2025
17/06/2025

কুমিল্লার লাকসামের ঘটনা - যুবকের মৃ*ত্যু সিএনজির ধাক্কায়

10/06/2025

নদী

কুরবানীর পশু সূলভ মূল্যে কিনতে আজই যোগাযোগ করুন হাজী আবদুর রশিদ ডেইরি ফার্ম, উপজেলাঃ বুড়িচং, ইউনিয়নঃ রাজাপুর, গ্রামঃ উত্...
17/06/2023

কুরবানীর পশু সূলভ মূল্যে কিনতে আজই যোগাযোগ করুন
হাজী আবদুর রশিদ ডেইরি ফার্ম,
উপজেলাঃ বুড়িচং, ইউনিয়নঃ রাজাপুর, গ্রামঃ উত্তরগ্রাম। মোবাইলঃ ০১৭৩৬৩৫০৫৬৪, ০১৯০৭১০১৫২০।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Telecast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share