All in One

All in One I will not stay. What could be more happy news! The world is not a place to be. প্রভু, যাপিত জীবনের উপসংহার টেনে দেয়ার পর, প্রিয়দের তালিকায় লিখে দিও আমার নাম।

বেঁচে থাকলে শ*হী*দ তাহমিদ হয়তো আজকে SSC পরীক্ষার রেজাল্ট  A+ পেতো! কারন এইবার তার স্কুলের (NKM) ৩২০ থেকে ৩২০ ই A+ পেয়েছে...
10/07/2025

বেঁচে থাকলে শ*হী*দ তাহমিদ হয়তো আজকে SSC পরীক্ষার রেজাল্ট A+ পেতো! কারন এইবার তার স্কুলের (NKM) ৩২০ থেকে ৩২০ ই A+ পেয়েছে!

04/07/2025

টাঙ্গাইলের এক বেডা ভুল করে আম্মুর নাম্বারে ৫০০ টাকা রিচার্জ পাঠাইছে। তারপর কল দিয়ে বলছে, ‘খালাম্মা, আমার কিডনিতে সমস্যা। আমি ১৫ দিনের বেশি বাঁচবো না। এই ১৫ দিন আত্মীয়স্বজনের সাথে কথা বলার জন্য ৫০০ টাকা রিচার্জ করছিলাম। ডিজিট ভুল হওয়ায় আপনার নাম্বারে চলে গেছে।’

এই বলে হু হু করে কেঁদে উঠছে।

এদিকে ‘মাই মম ইজ ভেরি ইমোশনাল মহিলা’ তিনি ৫০০ টাকার সাথে আরও ৫০০ টাকা যোগ করে বেডারে ১০০০ টাকা রিচার্জ পাঠাইছে।

আমি কিছুই জানি না। জানার পর এমনিই কৌতুহলী হয়ে বেডার নাম্বার হোয়াটসঅ্যাপ, ইমুতে এড করে দেখি সে রিসেন্ট স্টোরিতে গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে বসে বার্গার খাচ্ছে।

এ কেমন বিজনেস? 🙂

04/07/2025

Marriage is scary. Why?

১. সতেরো বছর বয়সে পরিবারগত ভাবে বিয়ে।আঠারোতে বাচ্চা।তার পরের বছর ধরা পরলো স্বামীর দুইটা কিডনিই বিকল।কিডনি ট্রান্সপ্ল্যান্ট না করলে বেশিদিন বাঁচবেনা।
স্বামীর পরিবারের লোকজনের সাথে ক্রসম্যাচিং করে মিললেও কেউ ই রাজি হয়নি ডোনেট করতে।শেষমেশ স্ত্রী ই দিলেন একটা কিডনি।
সেই স্ত্রী, সেই পরিবারের থেকেও আপন মানুষটা প্রতারিত হলো। স্বামী এখন তাকে ঘর থেকে বের করে দিয়েছে মা*রপিট করে, ঘরে নতুন বউ তুলবে বলে।

২. আঠারো বছর বয়সের স্নিগ্ধা।পরিবারের সাথে যুদ্ধ করে ছয় বছরের প্রেমিককে বিয়ে করে সে।ভালোবাসাময় সংসারের আশায় বেকার প্রেমিককেই বিয়ে করেছিল মেয়েটা। গত মাসে তাদের প্রথম এনিভার্সারি ছিল।মেয়েটার ফেসবুকে এখনো এনিভার্সারির কেইকের ছবি জ্বলজ্বল করছে।আর এখন মেয়েটা মৃত!
কেন?
সেই ভালোবাসার মানুষটা যৌতুকের দাবিতে তাকে পি*টিয়ে মে*রে ফেলেছে। এমন ভাবে মে*রেছে যে মেয়েটার মেরুদণ্ডের হাড়ও ফ্র্যাকচার হয়ে গিয়েছে।সারা শরীরে তার আঘাতের দাগ।এবং এতেও মেয়েটা ম*রেনি।শেষমেশ মেয়েটাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করেই খু*ন করেছে তার স্বামী।

এইযে আমরা মেয়েরা বিয়ে করতে ভয় পাই শুনলে অনেকে আমাদের ন্যাকা ডেকে আমাদের ভয় টাকে নালিফাই করে দেন, তারা আসলে আমাদের জায়গা থেকে জাতিগত ভাবে আমাদের নারীদের ভয়টাকে কখনো দেখেননাই, বুঝেননাই।

স্বামীর হাতে স্ত্রী খু*ন হয়েছে কিংবা প্রতারিত হয়েছে শুনলে আপনারা সেটাকে একটা নিউজ হিসেবেই দেখেন।আর আমরা ভাবি মেয়েটার জায়গায় তো আমি কিংবা আমার আপন কোনো নারীও থাকতে পারতো!

এখন সলিউশন হিসেবে আপনারা বলবেন ''ভালোমত যাচাই-বাছাই করে চুজ করেন পার্টনার!"
এই পয়েন্টের উত্তরে আমি পাল্টা দুইটা প্রশ্ন করি শুধু।

যে মেয়েটা ছয় বছর প্রেম করার পরে পরিবারের অমতে গিয়ে তার বেকার প্রেমিককে বিয়ে করেছিল সে কি জানতো তার এই ভালোবাসার মানুষটা একদিন তাকেই খু*ন করবে? কিংবা যে নারী তার স্বামীকে নিজের একটা কিডনি দিয়ে দিলো,সে কি বুঝতে পেরেছিল তার প্রাণের চেয়েও প্রিয় স্বামী একদিন অন্য নারীর জন্য তারই গায়ে হাত তুলে তাকে তার নিজের ঘর থেকেই বের করে দিবে?

26/06/2025

বাবা মায়ের লা’শ বাড়িতে রেখে কেন পরিক্ষা কেন্দ্রে যাবে সন্তান!
স্বজন মা’রা গেলে পরবর্তীতে পরীক্ষা নেয়ার ব্যবস্থা রাখা উচিৎ।
তাদের জন্য আলাদা সেট-৫ প্রশ্নপত্রের ব্যবস্থা রাখা হোক।

23/06/2025

"যে নিজেকে পানি দিয়ে ভেজায়, সে কাপড় বদলায়। যে ঘাম দিয়ে ভেজায়, সে ভাগ্য বদলায়। আর যে র'ক্ত দিয়ে ভেজায়, সে ইতিহাস বদলায়।"

ইবনে আরাবি

৬ মাস যু/দ্ধে/র জন্য প্রস্তুত ইরান; ইসরায়েল চাচ্ছে বিরতি৷ ফার্স নিউজ সূত্রে জানা গেছে, ইরান অনুমান করছে চলমান যু/দ্ধ ছয়...
23/06/2025

৬ মাস যু/দ্ধে/র জন্য প্রস্তুত ইরান; ইসরায়েল চাচ্ছে বিরতি৷

ফার্স নিউজ সূত্রে জানা গেছে, ইরান অনুমান করছে চলমান যু/দ্ধ ছয় মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সম্ভাবনা মাথায় রেখে, তারা দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে।

অপরদিকে, ইসরায়েল যু/দ্ধ/কে দীর্ঘায়িত করতে চায় না৷ কান নিউজ জানিয়েছে, মার্কিন বাহিনীর ফোর্দুতে আঘাতের পর ইসরায়েল স্বল্পমেয়াদে যু/দ্ধ শেষ করার পথ খুঁজছে।

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!(ওসামা বিন লাদেন শহীদ )ইরাকে ২০০৩ সাল...
19/06/2025

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!
(ওসামা বিন লাদেন শহীদ )
ইরাকে ২০০৩ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(সাদ্দাম হোসেন শহীদ)
লিবিয়া ২০১১ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(গাদ্দাফি শহীদ)
মিশরে ২০১১ সালে আমেরিকার সহযোগিতা সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(মুরসি শহীদ)
২০২৪ আমেরিকার ও ইজরায়েল মিলে ইব্রাহিম রাইসিকে শহীদ)
এখন ইরান ২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইসরাইলের হামলা, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
(আলী খামেনেয়ী শহীদের ধারপ্রান্তে)

অবশিষ্ট রইল বাংলাদেশ-পাকিস্তান Vs ভারত।
তখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
এভাবেই কি নিভে যাবে মুসলিম রাষ্ট্রের প্রদীপ গুলো?

আচ্ছা এই ভদ্রমহিলাকে কেউ চেনেন? চেনেন মানে কিছু জানেন এর সম্পর্কে? আজকের ইরানের এই সর্বনাশ হওয়ার পেছনে অন্যতম কারিগর কি...
19/06/2025

আচ্ছা এই ভদ্রমহিলাকে কেউ চেনেন? চেনেন মানে কিছু জানেন এর সম্পর্কে? আজকের ইরানের এই সর্বনাশ হওয়ার পেছনে অন্যতম কারিগর কিন্তু এই ভদ্রমহিলা।

এনার নাম ক্যাথরিন পেরেজ শকদাম। জাতিতে ফরাসি নাগরিক, ধর্মে ইহুদি। পড়াশোনা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে (LSE), পরে মধ্যপ্রাচ্যর রাজনীতি নিয়ে গবেষণায় মন দেন। ও হ্যাঁ রাজনীতিতে ছিলেন বামপন্থী, মার্ক্সবাদী। আমি যে সবসময় বলি মার্ক্সবাদ আসলে রাষ্ট্রগুলোকে দুর্বল করার জন্য ডিপ স্টেটস এর একটা অস্ত্র ছাড়া কিছুই না, এই ভদ্রমহিলার ঘটনাই তার অন্যতম প্রমাণ।

যাইহোক, পরবর্তীতে নাকি এই ক্যাথরিন শকদাম ইজরায়েল - প্যালেস্তাইন বাওয়াল নিয়ে সিরিয়াস পড়াশোনা আরম্ভ করে, ধীরে ধীরে ইজরায়েল এর দোষ বুঝতে পারে, বিভিন্ন দেশের মুসলিম বন্ধুদের সাথে মিশে ইসলামে আগ্রহী হয় আর একসময় শিয়া ইসলামে ধর্মান্তরিত হয়ে যায়। সেটা ২০১৩ সাল। শকদাম ঘোষণা করেন যে, ইসলামে তিনি পেয়েছেন “অন্তরঙ্গ আত্মিক মুক্তি ও মানবতার চূড়ান্ত দর্শন”।

ভদ্রমহিলা সরাসরি ইরানে চলে যান। সেখানে শাসক শিবিরের অত্যন্ত ঘনিষ্ট হয়ে ওঠেন। ইরানি বিপ্লবের আদর্শ অর্থাৎ "বিলায়তে ফকিহ" বা শাসকের আধ্যাত্মিক নেতৃত্বের মতবাদ এর অন্যতম বড় প্রচারক হয়ে ওঠেন তিনি। আর একজন ইহুদি নারীকে নিজেদের হয়ে প্রচার করতে দেখে ইরানও তাকে লুফে নেয়। লেখালেখি ও প্রোপাগান্ডার তিনি একেবারে সেলিব্রিটি হয়ে ওঠেন ইরানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের ওয়েবসাইটে পর্যন্ত তার লেখা ছাপা হয়।

এরপর শুরু হয় ইরানের সব প্রথম শ্রেণীর নেতা আর জেনারেলদের সাথে তার মেলামেশা। রেভল্যুশনারি গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার দেখাসাক্ষাৎ হয়। খোদ প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি তাকে সাক্ষাৎকার দেয়। এমনকি সামরিক আলোচনা নিয়ে অনুষ্ঠানেও তাকে ডাকা হতো।

এছাড়াও ইরানের ট্র্যাডিশন মুতাহ বিয়ে বা অস্থায়ী বিয়ের সুযোগ নিয়েও তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিছানায় নিয়ে যান। তাদের থেকে তথ্য আদায় করে নেন। তার নিজের ভাষায়, “I had to become one of them... I put on the veil, I used their customs, I played their game.”!
their customs” বলতে তিনি মুতা বিবাহসহ নানা শিয়া সামাজিক রীতি অনুসরণ করার কথা বুঝিয়েছেন।

এর বাইরেও এইসব সুযোগেই ভদ্রমহিলা ঢুকে পড়ে বড় বড় ইরানি অফিসার, পলিটিশিয়ান, বিজ্ঞানী আর ধর্মীয় নেতাদের ঘরের মধ্যে। তাদের ওয়াইফদের সাথে বন্ধুত্ব পাতায়। তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে আর সেইসব স্ত্রীদের থেকেই আদায় করে নেয় তাদের স্বামীদের সম্পর্কে যাবতীয় তথ্য। স্বামীরা কখন বাড়ি থেকে বের হয়, কখন আসে, কোথায় যায় ইত্যাদি ইত্যাদি সব তথ্য।

আর এই তথ্যই চলে যেত সরাসরি মোসাদের হাতে। সেইসব তথ্যের উপর ভিত্তি করেই নিখুঁতভাবে মোসাদ টার্গেট কিলিং করতে থাকে সেনা অফিসার, পরমাণু বিজ্ঞানী আর রকেট ইঞ্জিনিয়ারদের!

একের পর এক এমন নিখুঁত মার্ডারে ইরানের যখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা, তখন তদন্তে ধরা পড়ে যে সব মার্ডারেই একটা কাকতালীয় মিল আছে আর সেটা হলো তাদের সবার স্ত্রীরাই ক্যাথরিন এর সাথে ঘনিষ্ট ছিল।

পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে বুঝতে পেরে ক্যাথরিন ইরান ছেড়ে পালিয়ে যায়। ইরানি গোয়েন্দারা যখন পুরোপুরি শিওর হয়েছে এই ইন্টেলিজেন্স নিয়ে, ক্যাথরিন ততক্ষণে ফ্রান্সে পৌঁছে গেছে।

ফ্রান্সে ফিরে গিয়ে এক সাক্ষাৎকারে ক্যাথরিন সরাসরি জানিয়ে দেন যে, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে। তিনি মুসলিম ছিলেন না। সব কিছু ছিল এক ছদ্মবেশ। (I adopted Islam as a political weapon” & “I wasn’t a Muslim — it was all a disguise)
- Times of Israel blog post from November 2021

লেখকঃ সৌভিক দত্ত

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'...
17/06/2025

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'

১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'ঘা'ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন, আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে, ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র

২. ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু, তাঁর কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন, ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাঁদের আস্তানাতে নিয়ে ব্লাক মে*ইল করবে।

৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা, রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা, এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪. রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাঁদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না, সব হারাবেন, মেয়ে দিয়ে ব্লাক মে'ইল করবে।

৫.গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌ*লতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬. যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম, আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছি*নতাই করে ছাদ থাকে ফেলে দেয়

৮.লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯.যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০.হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নে*শাখোর ওঁত পেতে থাকে ছি*নতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতনতা সৃষ্টিতে শে*য়ার করে সকলকে জা'নি'য়ে দিন।

ভালো থাকুন, সুস্থ থাকুন,
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।
- সংগৃহীত
#জীবন_চক্র

15/06/2025

দিনশেষে আমাদের সবার একটা বেস্টফ্রেন্ড থাকা খুব প্রয়োজন! যার সাথে 'জানোস কি হইছে?' বলে হকচকিয়ে সবকিছু শেয়ার করা যায়। প্রচন্ড মন খারাপে যার বাসায় গিয়ে তার সাথে গল্প করলে মন ভালো হয়ে যাবে!

যার সাথে নিজেকে একদম ভেঙেচু'রে খুচরো ভাবে উপস্থাপন করা যাবে, যে হবে আমার কম্ফোর্ট জোন!

আমার কোনো খারাপ দিক তার চোখে পড়লে সে দুনিয়ার কাছে মাইক নিয়ে সেটা বলে বেড়াবে না, আমার কাছে এসে বলবে 'এটা কি করছিস?'

আমার ভুলগুলো যত্ন করে শুধরে দেবে যে! যার সাথে ঝগড়া, মা'রা'মা'রি, খুনসুটি, অভিমান সবই হবে কিন্তু অন্য কেউ আমার উপর আঙুল তুলতে আসলে সেই এসে সবার প্রথম রুখে দাঁড়াবে!

আমি কখনো ম'রার কথা মুখে আনলে যে কিনা হাসতে হাসতে বলবে 'জমিয়ে চল্লিশা খাওয়া হবে' কিন্তু আমার ব্যাথায় সেই সবার আগে কস্ট পাবে। এমন একটা মানুষ আমাদের সবার জীবনে আসলেই খুব প্রয়োজন!' ❤️

12/06/2025

ব্লাক ম্যাজিক থেকেও বাঁচার কিছু পথ আছে।যা এই ঘটনা থেকে বুঝতে পারবেন।সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারন বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত -- এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে??

পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিন দেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"

সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"

উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা! এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইট গুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকার গুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমল গুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান। এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন, এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। (সুরা ইয়াসিনের ৯নাম্বার আয়াত তিলোয়াত করলে শয়তান দেখে না।) যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন!

সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়ি...
27/08/2024

সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️

পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়িতে আসার পর, কিছু করনীয়ঃ

১| বিদ্যুতের তার কোথাও পড়ে আছে কিনা দেখে, সাবধানে চলাচল করবেন।

২| বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখবেন, পুরো ঘর শুকানোর আগ পর্যন্ত।

৩| ঘরে অনেক বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে, সাবধানে প্রবেশ করবেন।

৪| পর্যাপ্ত সেলাইন, ও পানিবাহিত রোগের ঔষধ সংগ্রহ করে রাখুন।

৫| বাচ্চাদের খেয়াল রাখুন, এখন সব জায়গায় পানি, পুকুর বা কোন জলাশয়ে যাতে না যেতে পারে চোখে চোখে রাখুন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when All in One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All in One:

Share