
23/05/2025
প্রথমে ছবিটার দিকে তাকান..👇
দুইটা বিলাসবহুল গাড়ি - একটা BMW, আরেকটা Mercedes।
Salman Mohammad Muqtadir গাড়ির সামনে বসে হাসছে, ক্যাজুয়াল পোশাকে যেন কেবল উইকেন্ডে ফ্রেন্ডদের সাথে হ্যাংআউটে গেছে।
সেটা দেখে একজন আবার একটা গ্রুপে প্রশ্ন করেছে "এরা আসলে কি করে?"
এই প্রশ্নটা শুনে আমার মনে পড়ে গেল Ray Dalio-র একটা লাইন: “Most people want success, but not the pain that precedes it.”
তাহলে এই ছেলে কী করে? Magic না logic?
ধরুন, আপনার সামনে দুইজন।
একজন দিনে ১২ ঘন্টা কাজ করে, তাও একটা Honda CD 70 তে ঘুরে বেড়ায়। আরেকজন দিনে মাত্র ৪ ঘন্টা কাজ করে, কিন্তু Bentley চালায়।
এই অসমতা দেখে আপনি হয়তো বলবেন "Nepotism", "Lucky", "Crypto" কিছু একটা আছে এই পোলার। 😛
কিন্তু সেটা একপাশে রেখে আসল কথাটা বলি - Success is Boring...
Netflix-এর Drive to Survive দেখেছেন?
Formula 1 ড্রাইভাররা রেস জিতে যে গ্ল্যামার পায়, তার পেছনে থাকে ৬ ঘন্টা ঘুম, ৪ ঘন্টা জিম, ১০ ঘন্টা ট্র্যাক রিডিং।
Same goes for wealth.
Jeff Bezos বছরে $6.5 বিলিয়ন রিটার্ন পান but ১০০টার বেশি ব্যার্থতার পর।
এই ফ্লেক্সের পেছনে থাকে:
৩টা ব্রোকেন স্টার্টআপ
৬টা ভুল ইনভেস্টমেন্ট
আর প্রতিদিনের boring routine যা কেউ দেখতে চায় না।
Let’s Flip the Lens..
ধরুন, আপনি সেই ছেলে - আপনার বয়স ২৩, কোডিং জানেন, Shopify automation-এ কাজ করেন, প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম আসে।
হ্যাঁ, ইনকাম legit, because skill > scroll.
Harvard Business Review এর ২০২২ সালের এক রিপোর্ট বলছে- "The top 5% online earners spent 87% of their learning time on one niche, consistently for 2+ years."
That’s the boring truth behind the glam. 🤨
Batman এর Bruce Wayne যখন রাতে crime fight করে, তখন সে billionaire.
কিন্তু সে যা বারবার করে-
Practice. Repeat. Heal. Repeat.
Because discipline isn’t loud. It’s repetitive.
Atomic হ্যাবিটস বইয়ে একটা লাইন আছে,
“Success is the product of daily habits, not once-in-a-lifetime transformations.”
ছবির ছেলেটা আসলে যা করেছে, তা হলো—
Habits > Hustle
Systems > Motivation
Arvid Kahl নামে এক ব্যাক্তি নিজের SaaS কোম্পানি MicroAcquire-এ শুরু করেছিলেন মাত্র $5 দিয়ে।
বেচে দিয়েছিলেন $1.2M-এ।
He didn’t scale fast. He scaled quiet.
No viral ads
No funding
No hype
Just one thing: Consistency in one thing for 3 years straight.
শেষ করছি একটা গল্প দিয়ে,
ধরেন, আপনি প্রতিদিন সকালে ৩০ মিনিট লেখেন।
১ বছরে আপনি ১৮২,৫০০ শব্দ লিখবেন।
মানে, ২টা ফুল বুক!
But আপনি যদি প্রতিদিন ফেসবুকে ৩০ মিনিট স্ক্রল করেন? আপনি ৩৬৫ দিনে ১৮০ ঘন্টা খরচ করছেন zero ROI-তে। বুঝতেছেন ঝালেমাটা কোথায়? 😷
তাই গাড়ি কেনার স্বপ্ন থাকলে আগে, Market এর ভিতরে Gap খুঁজে পপ করেন, আউটলাউড না, আন্ডার দ্য-রাডার খেলেন।
সফলতার প্রথম দিকের দিনগুলোতে applause থাকে না, থাকে শুধু action।
সালমান হয়তো আজ $5K এর Gucci পরে,
কিন্তু তার journey শুরু হয়েছিল ইউটিউবের ৫ টা ভিউ দিয়ে।
সো কি বুঝলেন? 😉
Success is boring, habits-driven process
Flaunting is easy, building is painful
Consistency > Motivation
Learn a niche, show up daily
Wealth follows skill, not scroll
তাই, পরেরবার আপনি যখন এমন একটা ছবি দেখেন, শুধু হিংসা করবেন না। ভাববেন “আমি কি প্রতিদিন আমার craft-এ ১% better হচ্ছি?”
কারণ এই ১% টা-ই ১ বছরে ৩৭ গুণ হয়ে দাঁড়ায়।
এটাই Compounding. এটাই Content Game. এটাই Consistency.