Deen-দ্বীন

Deen-দ্বীন story and business

10/10/2025
💖
08/10/2025

💖

এক হি*ন্দু বললোঃ "তগো মুসলিম নারীগো তো আমরা খেয়ে দিচ্ছি"!!!আমি বললামঃ "কে মুসলিম? যাদের খাচ্ছিস তারা তো আমাদের কেহ নয়।হি...
06/10/2025

এক হি*ন্দু বললোঃ "তগো মুসলিম নারীগো তো আমরা খেয়ে দিচ্ছি"!!!
আমি বললামঃ "কে মুসলিম? যাদের খাচ্ছিস তারা তো আমাদের কেহ নয়।
হিজাব তো মিয়া খলিফাও পড়ে আবার আফিয়া সিদ্দিকাও পড়ে।
[মিয়া খলিফা-পর্ন তারকা] আর আফিয়া সিদ্দিকার মধ্যে তফাৎ করতে না পারলে বেশ্যা আর মু'মিনা চিনবি কেমনে?

হিন্দুটি বললোঃ তোদের মুসলিম নারীর চরিত্র কেমন? কিভাবে চিনবো?

আমি বললামঃ সহীহ মুসলিম (ইঃ ফাঃ) ৪৫৩০ নং হাদিস দেখ।

হিন্দু হাদিস বাহির করে একটা লাইনে আটকিয়ে গেলো,
লাইনটা ছিলো উম্মে সুলায়ম রাঃ এর মুখে উচ্চারিত।
রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেনঃ এ ছোরা কিসের জন্য?
তখন সুলায়ম (রাঃ) বললেন-
এটি এজন্য নিয়েছি যদি কোন বিধর্মী মুশরিক আমার কাছাকাছি আসে,
তবে এ দিয়ে আমি তার পেট চি(র ফেল(বা।

হিন্দুটি এই লাইনটি পড়ে থরথর করে কাপতে লাগলো।
আমি বললামঃ এই হলো আমাদের মুসলিম নারীদের চরিত্র।আর যাকে খাচ্ছিস ওটা বড়জোর মিয়া খলিফা টাইপের।

এই নারী আমাদের নয়,
আমরা আমাদের নারীদের ইজ্জত রক্ষার্থে বনু কাইনুকা বানাইছিলাম,
কিন্তু এই নারী আমাদের নয়।

আমাদের নারীরা উম্মে সুলায়ম হবে কবে বলো আর?
নিজের কলিজা ছি(ড় নয়,
শপথ করিবে মুশরিকদের কলিজা ছি(ড় ফেলার।

।সংগৃহীত

06/10/2025

চলুন একটু ইস্তেগফার পাঠ করি..

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম।

পড়া শেষ হলে বলি আলহামদুলিল্লাহ ❤️🫶

06/10/2025

কিয়ামতের পূর্বে দাজ্জাল আসার সময় এ সমাজ ব্যবস্থা দাজ্জালী সমাজ ব্যবস্থা হবে।

ইবনে মাসউদ (রাঃ) বলেন, "আমি একদিন নাবী ﷺ কে বললাম শেষ সময় চেনার কোনও জ্ঞান আছে কি?'' তিনি ﷺ বললেন,"হ্যা ইবনে মাসউদ!" এ সম্পর্কিত বহু নিদর্শন রয়েছে তার মধ্যে হল ⤵️

১. বাচ্চারা ভীষণ বদমেজাজি হবে ।
২. বৃষ্টি হবে আম্লিক, অল্মবৃষ্টি ।
৩. তুমি দেখবে, খারাপ লোকেরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে!
৪. লোকেরা বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতক মনে করবে।
৫. সত্যবাদীদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে এবং মিথ্যাবাদীদের বলা হবে সত্যবাদী।
৬. থালাসমুহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে যা স্যাটেলাইট যোগাযোগ বোঝাতে ব্যাবহার করা হয়। এবং মানুষেরা তখন পারিবারিক বন্ধন ছিন্ন করবে ।
৭. ও ইবনে মাসূদ, তুমি আরো দেখবে মুনাফিকরা শাসন করবে এবং
৮. সর্বাপেক্ষা মন্দ লোকেরা বাজার নিয়ন্ত্রন করছে ।
৯. মসজিদসমুহ অলংকৃত করা হবে, কিন্তু হৃদয়সমূহ হবে কুৎসিত!
১০. বিশ্বাসীদের কুৎসিত ছাগলের চেয়েও বেশি অপদস্থ করা হবে! যেন তাঁরা কিছুই না!
১১. তুমি দেখবে পুরুষ ও স্ত্রী সমকামীতা প্রসার হবে ।
১২. এবং অল্পবয়স্ক লোকেরা প্রচুর সম্পদশালী হবে ।
১৩. নারীদের নীতিভ্রষ্ট করতে আন্দোলন করা হবে ।
১৪. তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতা।
১৫. তখন বাদ্যযন্ত্র ব্যপক ভাবে ছড়িয়ে পরবে।
১৬. বাদ্যযন্ত্রগুলো তাদের মাথায় চড়ানো থাকবে ।
১৭. আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক দেখতে পাবে ।
১৮. এবং লোকেরা ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করবে ।
১৯. তোমরা দেখবে বহু শিশু বিবাহ বন্ধন ছাড়াই জন্ম নিবে।
২০. সেসময় ফিতনাগুলো মাদুরের আকৃতিতে প্রদর্শিত করা হবে এর দুটি সীমারেখা থাকবে (টেলিভিশন সেটএর কথা বলছে) ।
২১. ফিতনাগুলো তাদের সামনে মাদুর আকৃতিতে দেখানো হবে ।
২২. জাহান্নামে দুই ধরনের লোক আছে যাদের আমি এখনও দেখিনি। তুমি গরুর লেজের মত চাবুক হাতে কিছু লোকদের দেখবে তাঁরা এর দ্বারা অন্যদের প্রহার করবে। সে সময় নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, তাঁরা কোমর দুলিয়ে হাঁটবে এবং অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে ।
২৩. ঐ মেয়েদের চুল হবে "বখতের" লোমশ উটের মত। এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না।
২৪. আমার উম্মাহর কিছু অংশ মদপান করবে এবং মদকে অন্য নামে ডাকবে (বিড়ি-সিগারেট, হিরোয়িন, রূহানী সরাব 🍷 ইত্যাদি)।[আল মুয়াযযাম আল কিবার তাবারানি হা/১০৪১০]

কিয়ামতের ছয়টি নির্দেশনা বলির মধ্যে পাঁচটি ঘটে গেছে আর একটি বাকি আছে। অচিরেই আশিটি পতাকা উড়িয়ে আমাদের বিপক্ষে আসবে

الْحُمَيْدِيُّ حَدَّثَنَا الْوَلِيْدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ قَالَ سَمِعْتُ بُسْرَ بْنَ عُبَيْدِ اللهِ أَنَّهُ سَمِعَ أَبَا إِدْرِيْسَ قَالَ سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِيْ غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِيْ قُبَّةٍ مِنْ أَدَمٍ فَقَالَ اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَيْ السَّاعَةِ مَوْتِيْ ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ ثُمَّ مُوْتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِيْنَارٍ فَيَظَلُّ سَاخِطًا ثُمَّ فِتْنَةٌ لَا يَبْقَى بَيْتٌ مِنْ الْعَرَبِ إِلَّا دَخَلَتْهُ ثُمَّ هُدْنَةٌ تَكُوْنُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الأَصْفَرِ فَيَغْدِرُوْنَ فَيَأْتُوْنَكُمْ تَحْتَ ثَمَانِيْنَ غَايَةً تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا

‘আউফ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল ﷺ এর নিকট এলাম। তিনি তখন একটি চামড়ার তৈরি তাঁবুতে ছিলেন। আল্লাহর রাসূল ﷺ বললেন, কিয়ামতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো।

১) আমার মৃত্যু, (মুহাম্মাদ ﷺ ৬৩২ খ্রিষ্টাব্দের ৮ জুন তারিখ মদীনায় মৃত্যু বরণ করেন) অতঃপর

২) বায়তুল মুকাদ্দাস বিজয়, (২৭ রজব ৫৮৩ হিজরি ১১৪৭ খ্রিষ্টাব্দে বায়তুল মুকাদ্দাস বিজয় হয়। অতঃপর

৩) তোমাদের মধ্যে ঘটবে মহামারী, বকরীর পালের মহামারীর মত, (২০১৯ খ্রিষ্টাব্দে করনা ভাইরাস ছড়িয়ে পড়ে এ তিনটি ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে গেছে)

৪) সম্পদের প্রাচুর্য, এমনকি এক ব্যক্তিকে একশ’ দ্বীনার দেয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে। (আজ পুরো পৃথিবীতে সম্পদের প্রাচুর্য দেখা দিচ্ছে। আল্লাহর এত নেয়ামত পাওয়ার পরেও মানুষ শুকরিয়া আদায় না করে অসন্তুষ্ট হয়ে আছে) অতঃপর

৫) এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে।(আরবের প্রতিটি ঘরে ঘরে অশ্রিলতার ফিতনা ঢুকে গেছে)

৬) অতঃপর যুদ্ধ বিরতির চুক্তি-যা তোমাদের ও বানী আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে। অতঃপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে; প্রত্যেক পতাকার নীচে থাকবে বার হাজার সৈন্য।[সহীহ বুখারী হা/৩১৭৬, সনদ সহীহ]

দাজ্জাল আসার পূর্বে যে ৪টি ভবিষ্যৎ বাণী রয়েছে তার তিনটি ঘটে গেছে

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

১) যখন জেরুজালেম (ইস্রাইল) পুনরায় প্রতিষ্ঠা পাবে। (১৯৪৮ সালের ১৪ মে ইস্রাইলে জেরুজালেম পুনরায় প্রতিষ্ঠা পায়)

২) তখন ইয়াসরিব মদীনাতে আর খিলাফত থাকবে না। (সৌদি আরবে এখন আর খেলাফত নেই)

৩) যখন ইয়াসরিব মদীনাতে আর খিলাফত থাকবে না। তখন মালহামা (ভয়ংকর পরমানু বিশ্বযুদ্ধ) শুরু হবে।(রাশিয়া ইউক্রেনকে কেন্দ্র করে মালহামা শুরু হয়েছে)

৪) যখন মালহামা শুরু হবে। তখন কুস্তুন্তুনিয়া তুরষ্কের (ইস্তানবুল) শহরটি জয় করা হবে।

৫) যখন কুস্তুন্তুনিয়া তুরস্কের ইস্তানবুল শহরটি জয় করা হবে তখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে।[আবু দাউদ ৪২৪৪-৪২৯৮]

গতকাল সকাল ৯টায় নর্থ সাউথ ইউনিভার্সিটির NAC-2 ভবনে এমন এক ভয়া*বহ ঘটনা ঘটেছে,যা কোনো ধর্মপ্রাণ মুসলমান তো দূরের কথা সাধা...
05/10/2025

গতকাল সকাল ৯টায় নর্থ সাউথ ইউনিভার্সিটির NAC-2 ভবনে এমন এক ভয়া*বহ ঘটনা ঘটেছে,
যা কোনো ধর্মপ্রাণ মুসলমান তো দূরের কথা সাধারণ মুসলিমও মেনে নিতে পারে না।

আজ অপূর্ব পাল নামের এক হেদু শিক্ষার্থী প্রকাশ্যে পবিত্র কুরআন শরীফ মাটিতে ফেলে,লা**থি মেরে,পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এবং এই জঘন্য কাজের ভিডিও করে।ঘটনাটি প্রত্যক্ষ করে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানায় এবং তাকে ঘিরে ফেলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা এসে তাকে সরিয়ে নেয়।
এবং ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগে।
অপূর্ব পাল হি**ন্দু হওয়াতেই কী বিশ্ববিদ্যালয়ের প্রশা*সন এটা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে?

অপূর্ব পালকে দ্রুত গ্রে**প্তা*র করে ক*ঠো**র আইনি শা**স্তি দিতে হবে,যাতে ভবিষ্যতে কেউ কুরআন অব*মান**নার মতো ঘৃ*ণ্য কাজ করতে সাহস না পায়।

অপ*রা*ধীর পরিচয়: নাম: অপূর্ব পাল
স্টুডেন্ট আইডি: 2112076642

05/10/2025

কিছু কিছু মেয়েদের জীবন এমন কষ্টের হয় যেনো তাদের জন্ম হওয়াটাই পাপ।

কিছু মেয়েদের হরমোনাল এতোই প্রব্লেম যে তাদের শারীরিক, মানসিক নিয়ে বেঁচে থাকা কষ্ট দায়ক হয়ে পড়েছে। থাইরয়েড, পিসিওএস, পিসিওডি, ডায়াবেটিস এইগুলো যনো একই মায়ের পেটের সন্তান। এরা কিছু মেয়েদের জীবনকে জাহান্নামে পরিণত করেছে। যেখানে নিজের মেয়ে বন্ধুরা উড়ে বেড়াচ্ছে সেখানে সেই মেয়েটি নিজের শারীরিক, মানসিক যন্ত্রণা নিয়ে কাঁতরাচ্ছে। নাই ভালো ঘুম, পারেনা নিজের পছন্দনীয় খাবার খেতে। চুপটি করে ঘরের এক কোনে বসে নিজের জীবনের স্বপ্ন গুলোর হিসেব করছে।
কি আর সেই হিসেব, বিবাহিত জীবনে নাই সুখ, নাই শান্তি। স্বামী কেয়ারিং না। স্বামীর থেকে যন্ত্রণা পেতে পেতে স্বপ্ন বুনা মেয়ে হয়ে যায় স্বপ্ন হারা। তারপর গ্রাস করে তাকে থাইরয়েড, পিসিওএস, পিসিওডি, ডায়াবেটিস, নিজের সপ্ন গুলো মরতে মরতে একটা সময় নিজের থালা ভরা সেই পছন্দের খাবার গুলো ও হারিয়ে যায়। সন্তান বিহীন মেয়েটি কিভাবে থাকতে পারে শান্ত? আমার মতে থাইরয়েড, পিসিওএস,পিসিওডি, ডায়াবেটিস এই রোগী গুলো শারীরিক মানসিক ভাবে অসুস্থ। এদের যতই সাহস দিন আপনি, এরা সত্যিই মানসিক রোগী।

❤️‍🩹
02/10/2025

❤️‍🩹

❣️
01/10/2025

❣️

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen-দ্বীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share