Deen-দ্বীন

Deen-দ্বীন story and business

হাদী ভাইয়ের হ/ত্যার বিচার চাই..✊
26/12/2025

হাদী ভাইয়ের হ/ত্যার বিচার চাই..✊




















25/12/2025

আজ শহীদ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ১৩ তম দিন এবং শহীদ হওয়ার ৮ম দিন।

বিচার?

25/12/2025

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই। যে যেখানেই আছেন জয়েন করে ফেলুন।

23/12/2025

সুবহানাল্লাহ✨❣️

ওসমান হাদীর বড় ভাইয়ের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়েছে লাখো মানুষ, আমিও হয়েছি। কিন্তু একটা ব্যাপার আমার মন থেকে যাচ্ছে না। ...
21/12/2025

ওসমান হাদীর বড় ভাইয়ের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়েছে লাখো মানুষ, আমিও হয়েছি। কিন্তু একটা ব্যাপার আমার মন থেকে যাচ্ছে না। উনি বললো আট মাসের ছেলেটা আর বাবাকে দেখবে না, আমার মা পাগল হয়ে যাচ্ছে, আমাদের ভাইবোন সবাই পাগল হয়ে যাচ্ছে, সব ভাইবোনের ছোট ছিলো হাদী। একটাবার সহধর্মিণীর কি অবস্থা তা বললো না। অথচ এই পৃথিবীতে হাদীর শূন্যতায় ভোগা সবচেয়ে বড় মানুষটাই উনার সহধর্মিণী। এটা উনি ইচ্ছা করে বলেছে তা নয়, আমাদের সমাজের মানুষের মাথায় সেট হওয়া কথা এটা যে বউয়ের দু:খ কম হয় বাপ-মায়ের চেয়ে। অথচ একটা বালিশ ফাঁকা পড়ে থাকবে শুধুমাত্র স্ত্রীর, একটা খাবারের প্লেট ফাঁকা পড়ে থাকবে শুধু স্ত্রীর, ২৪ ঘন্টা মনে ভাবনা ঘুরবে শুধু স্ত্রীর। সবাই স্বাভাবিক জীবনে ফিরবে কিন্তু স্ত্রীর জীবন দিনে দিনে কঠিন হবে। নিজের ভালো মূহুর্তে স্বামীকে না পাওয়ার যন্ত্রণা, খারাপ দিনে না পাওয়ার যন্ত্রণা, সন্তানকে বড় করতে হাজারো অনুভূতি স্বামীর সাথে শেয়ার করতে না পারা এসবই ভোগ করতে হবে উনার স্ত্রীর। ৬ মাস পর সবাই স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সহধর্মিণীর এ তো আজীবনের দু:খ। সবাই তো আর দ্বিতীয় সংসার শুরু করে না, বেশিরভাগ নারী শূন্যতাই বেছে নেয়।


21/12/2025

আল্লাহকে খুশি করার জন্য পুরো জগতকে অখুশি করলে, আল্লাহ অচিরেই গোটা জগতকে আমার প্রতি খুশি করে দিবেন।

20/12/2025

ইমাম আহমেদ ইবনে হাম্বল (রহ) এর একটা বিখ্যাত উক্তি আছে,
“তোমাদের আর আমাদের পার্থক্য হবে জানাযার দিনে!”

ঢাকার ছোট্ট একটা আসনে লড়তে চাওয়া হাদী এখন রাজনীতির উর্ধ্বে উঠে গেছে।
দেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষটা থেকে আমাদের মত সবচেয়ে নগন্য মানুষেরা.......কার কাছে আল্লাহ তা'লা তাকে সম্মানিত করেন নাই!!

হাদীকে হ*ত্যা করা হয়েছিল বিপ্লব নিভিয়ে দেয়ার জন্য অথচ বিপ্লব সুনামির মত ফুসে উঠেছে। আরে হাদীরা তো এমন বীজ যাদের পুতে ফেললে শত হাদীরা বিপ্লবের গাছ হয়ে জন্মাবে।

হাদীরা থামবে না, তারা আসবে শহীদের বেশে, শত সহস্র বার মৃত্যুর পরেও...

ইনকিলাব জিন্দাবাদ!

Sabbir Hossain Sagor

19/12/2025

আমাদের হাদী...✨✨

‘হারাম খাইয়া আমি এতো মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল র-ক্তের হাসিমুখে আমি আম...
19/12/2025

‘হারাম খাইয়া আমি এতো মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল র-ক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।

খোদার উপর ছেড়ে দিলাম আল্লাহ তুমি বিচার করো😭😭😭😭 ভাইকে শহীদের মর্যাদা দিয়ে বেহেস্ত নসীব করো। আমিন
18/12/2025

খোদার উপর ছেড়ে দিলাম আল্লাহ তুমি বিচার করো😭😭😭😭 ভাইকে শহীদের মর্যাদা দিয়ে বেহেস্ত নসীব করো। আমিন

18/12/2025

✨✨💖

হাদি (Hadi) একটি আরবি নাম, যার অর্থ পথপ্রদর্শকহাদি নিজে তার সংসদে যাওয়ার পথ খুঁজে পায় নাই.......💔কিন্তু লাখ হাদিরে "দেশ ...
17/12/2025

হাদি (Hadi) একটি আরবি নাম, যার অর্থ পথপ্রদর্শক

হাদি নিজে তার সংসদে যাওয়ার পথ খুঁজে পায় নাই.......💔
কিন্তু লাখ হাদিরে "দেশ বাচানোর" পথ দেখায় দিয়া গেছে.....

ঠেলা সামলান এইবার.......

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen-দ্বীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share