KAH MEDIA

KAH MEDIA দ্বীন প্রচারের উদ্দেশ্যে পেজটি খুলেছি।

26/10/2024

কমেন্টে দেখুন।

03/08/2024
দু'দিন বিরতির পর শেষ পর্যন্ত আজ আরেকজন ইসরাইলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব। এর ফলে তাদের হিসাবে তাদের নি...
05/01/2024

দু'দিন বিরতির পর শেষ পর্যন্ত আজ আরেকজন ইসরাইলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব। এর ফলে তাদের হিসাবে তাদের নিহত সেনার সংখ্যা ১৭৩ জনে উন্নীত হলো।

কিন্তু হামাস সারাদিন যে পরিমাণ হামলা চালায় তাতে তাদের বহু সেনার হতাহত হওয়ার কথা এবং হচ্ছেও কিন্তু খবর প্রকাশ করা থেকে বিরত রয়েছে মিথ্যার রাজা ইসরাইল।

02/01/2024

🚨 গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র:
-
দখলদার সেনারা গত ২৪ ঘণ্টায় গাজায় ১৩টি গণহত্যা চালিয়েছে। এতে ১৫৬ ফিলিস্তিনি শহীদ ও ২৪৬ জন আহত হয়েছেন।

এই নিয়ে আগ্রাসনের শুরু থেকে (৭ই অক্টোবর) মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,৯৭৮ এবং আহত ৫৭,৬৯৭ জন।


#গাজা_যুদ্ধ

আলহামদুলিল্লাহ..নতুন বছরের নতুন পদক্ষেপ । #গাজা_যুদ্ধ
01/01/2024

আলহামদুলিল্লাহ..
নতুন বছরের নতুন পদক্ষেপ ।
#গাজা_যুদ্ধ

যুক্ত*র|ষ্ট্র তিনটি হু*থি স্পিডবোট ধ্বং°স করেছে এবং  ক্রু*দের হত্য| করেছে| এই ঘটনার পর ইয়ে*মেনের শীর্ষ কর্মকর্তারা তেহর...
01/01/2024

যুক্ত*র|ষ্ট্র তিনটি হু*থি স্পিডবোট ধ্বং°স করেছে এবং ক্রু*দের হত্য| করেছে| এই ঘটনার পর ইয়ে*মেনের শীর্ষ কর্মকর্তারা তেহর|নে পৌঁছিয়েছে। 🔥

মোহ|ম্মদ অ|বদুল-স|লাম ইর|নের নির|পত্তা প্রধান অ|লী
অ|কবর আহম|দিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইয়ে*মেনি কর্মকর্তা বলেছেন, ম|র্কিন কর্মক|ণ্ড কে শ|স্তির বাইরে রাখা যাবে না।🔥🔥🔥

শান্তির খোরাক।
30/12/2023

শান্তির খোরাক।

30/12/2023

হামাসের প্রেস বিজ্ঞপ্তি:

গাজা উপত্যকার একটি স্কুল থেকে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র উদ্ধার করার যে দাবি ইসরাইলি সেনা মুখপাত্র করেছে তা গাজা পরিস্থিতিকে উল্টো করে তুলে ধরার এবং স্কুলগুলোতে নির্বিচারে হামলা চালানোর লক্ষ্যে চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।

এই দাবির মাধ্যমে আল-কাসসাম যোদ্ধাদের মোকাবিলায় দখলদার সেনাদের দেউলিয়াত্ব প্রমাণিত হয়েছে। কাসসাম যোদ্ধারা এ পর্যন্ত ইসরাইলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে।

ইসরাইলি বিমান হামলায় এক পরিবারের ৭৬ ফিলিস্তিনি শহীদইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক পরিবারের ...
29/12/2023

ইসরাইলি বিমান হামলায় এক পরিবারের ৭৬ ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক পরিবারের ৭৬ সদস্য সহ ৯০ জন শহীদ হয়েছেন। ইসরাইল এই বিমান হামলাটি চালিয়েছে শুক্রবার এবং গতকাল এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত খবর এসেছে।

খবরে বলা হয়েছে, মধ্য গাজায় ইসরাইলি বিমানবাহিনীর হামলায় দুটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং সেখানে আল-মুগরাবি পরিবারের ৭৬ সদস্য সহ ৯০ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপিতে কর্মরত ইসাম আল-মুগরাবি, তার স্ত্রী এবং পাঁচ সন্তান রয়েছেন। ইসাম তিন দশক ধরে এ সংস্থায় কাজ করছিলেন।
#গাজা_যুদ্ধ

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when KAH MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share