Rony Bhuiyan FBR

Rony Bhuiyan FBR ব্লগ, দ্বীন প্রচার; সমাজসেবা, সুস্থ বিনোদন এবং সামাজিক অবক্ষয়মুক্ত সমাজ ও যুব সমাজ গঠণ করতে চাই।

02/11/2025

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের, ৩১দফা প্রচারনায়, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন নেতাকর্মীরা ৩নং ওয়ার্ড, হাঁসেরখোলায়।

মানবিক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কর্মী বাহিনীদের আজকে শপথ গ্রহণ উনুষ্ঠানে।  #মানবিক_ইলিয়টগঞ্জ, এটি একটি অলাভজনক এবং অরাজন...
31/10/2025

মানবিক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কর্মী বাহিনীদের আজকে শপথ গ্রহণ উনুষ্ঠানে। #মানবিক_ইলিয়টগঞ্জ, এটি একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন। ২০২৪ সালে সংগঠনটি কুমিল্লা দাউদকান্দি থানাধীন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন এ প্রতিষ্ঠা লাভ করে।

সংগঠনটির স্লোগান হচ্ছে ""এগিয়ে যাক মানবতা, আসুক সবার সফলতা"" এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। উক্ত সংগঠনর "সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক" হিসেবে দায়িত্ব দেয়ায় নিজেকে ধন্য মনে করছি। কারণ, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নকে নিয়ে দায়িত্বশীলদের যে পরিকল্পনা, তা আজকের এই অনুষ্ঠানে না থাকলে উপলব্ধি করতে পারতাম না। আপনি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বাসিন্দা হলে, আপনিও এ সংগঠনে যুক্ত হতে পারবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা অভিরাম।

সংগঠনের শপথটি নিচে দেয়া হল,

মানবিক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন শপথ গ্রহন।
👇
(আমি শপথ করছি যে, আমি মানবিক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের একজন গর্বিত সদস্য হিসেবে এই সংগঠনের নিয়ম-কানুন ও গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং সর্বদা এর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট থাকবো। আমি দেশের প্রতি অনুগত থাকবো, সর্বদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব এবং সংগঠনের সুনাম ও মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকব। আমি আরো অঙ্গীকার করছি যে, দেশ, সমাজ এবং সংগঠনের স্বার্থ বিরোধী কোন কাজে নিজেকে জড়াবো না। সংগঠনের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবো।

হে মহান আল্লাহ আমাকে শক্তি দিন, আমি যেন মানুষের সেবা করতে পারি এবং ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নকে একটি শক্তিশালী ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি।)
আমিন।🤲

31/10/2025

মানবিক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব উনুষ্ঠান।

26/10/2025

হাঁসেরখোলা নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার আর্থিক সহযোগিতায় ইকটু এগিয়ে আসুন। যোগাযোগ ও বিকাশ- 01865253579

22/10/2025

জিবনে সম*স্যা আসা দরকার আছে কিনা?

19/10/2025

আমার কাছে মনেহয়, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো; জায়গামতো সত্য কথা বলতে পারা।

14/10/2025

ইনশাআল্লাহ্ কুমিল্লাই বিভাগ হবে✌️ নোয়াখালীর ভাইয়েরা চলে আসো আমাদের সাথে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই খাবে😍
#কুমিল্লা #বিভাগ #চাই

13/10/2025

হাঁসেরখোলা নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসার জন্য, এক দ্বীনি ভাইয়ের খাবারের আয়জনে যা বললেন মাদ্রাসা শিক্ষক ও কর্তৃপক্ষরা।

10/10/2025

কুমিল্লা টাওয়ার হসপিটালে, একজন দ্বীনি বোনের জন্য, ইমারজেন্সি ২ব্যাগ AB- (এ.বি- নেগেটিভ)
র🩸ক্ত প্রয়জন🙏
যোগাযোগ- 01852183237

বিজয়ী হয়ে ট্রফি হাতে পাওয়ার মূহুর্ত✌️এটার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা জায় না, অনুভবে বোঝা যায়। খেলায় হার-জিত থাকবেই তবুও ...
05/10/2025

বিজয়ী হয়ে ট্রফি হাতে পাওয়ার মূহুর্ত✌️এটার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা জায় না, অনুভবে বোঝা যায়। খেলায় হার-জিত থাকবেই তবুও হাসিমুখে ট্রফি হাতে তুলে দিচ্ছে বিপরীত টিমের কেপ্টেন Tanbir Bhuiyan Rasel এবং আজকের খেলার রেফারি Romiz Uddin Bhuiyan ধন্যবাদ সবাইকে এতো সুন্দর একটি মূহুর্ত উপহার দেয়ার জন্য।❤️

Address

Cumilla
3519

Alerts

Be the first to know and let us send you an email when Rony Bhuiyan FBR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rony Bhuiyan FBR:

Share

Category