Rony Bhuiyan FBR

Rony Bhuiyan FBR ব্লগ, দ্বীন প্রচার; সমাজসেবা, সুস্থ বিনোদন এবং সামাজিক অবক্ষয়মুক্ত সমাজ ও যুব সমাজ গঠণ করতে চাই।

18/07/2025

কুমিল্লা দাউদকান্দির গৌরিপুরে, জুলাই-আগষ্টের শহীদ স্বরণে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ।

15/07/2025

একজন বোনের জন্য জরুরী ১ ব্যাগ AB- (এ.বি.নেগেটিভ) র❤️ক্ত প্রয়জন।🩸🙏
যোগাযোগ- 01993249807

ছবিতে ডান পার্সের রাস্তাটি লা*শবাহী গারিটিতে অপেক্ষাকৃত ব্যক্তিটির, লাল মার্ক করে রাখা বাড়িতে যাবার রাস্তা। বাম পাসের যে...
06/07/2025

ছবিতে ডান পার্সের রাস্তাটি লা*শবাহী গারিটিতে অপেক্ষাকৃত ব্যক্তিটির, লাল মার্ক করে রাখা বাড়িতে যাবার রাস্তা। বাম পাসের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি শেষ ঠিকানায় জাবার রাস্তা। কি এক হৃদয়বিদারক দৃশ্য। আর বাড়ি ফেরা হলোনা পায়ে হেটে, অপেক্ষায় আছে লা*শবাসী খাটিয়াটিও।

বলছিলাম, হাঁসেরখোলা নিবাসী, মোঃ আজগরালি ভূঁইয়ার ছোট ছেলে মোঃ রুবেল ভূঁইয়ার কথা। দীর্ঘ তিন বছর মালোশিয়া প্রবাস জীবন কাটিয়ে বাড়ি ফিরলেন লা*শ হয়ে। ২২ জুন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায়, কেরে নিলো তাঁর জি*বন। মৃ*ত্যুকালে তার বয়স ছিলো ২৮+ বছর। স্ত্রী সহ দুই মেয়ে, এক ছেলের ছোট একটি পরিবার তাঁর। মা,ভাই,বোন,স্ত্রী-সন্তান ও আত্মীয় স্বজন সবাইকে একা করে দিয়ে চলে গেলো নাফেরার দেশে, আর কাঁদিয়ে গেল সবাইকে। কিছুক্ষণ পূর্বে জা*নাজা শেষ হলো, দোয়াও হবে, আল্লাহ্ যেনো তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের অধিবাসী করেন এবং তার স্ত্রী-সন্তানদের ধৈর্য ধারন কারর তৌফিক দ্বান করেন। আমিন🤲

গরীবের কক্সবাজার❤️🙂
03/07/2025

গরীবের কক্সবাজার❤️🙂

01/07/2025

মুরাদনগরে কায়কোবাদকে নিয়ে, এনসিপির নামভাঙিয়ে আওয়ামী দোষরদের অপপ্রচারের প্রতিবাদে আব্দুল আজিজ মোল্লা।

যু*দ্ধ বিরতি কোনো সমাধান নয় বরং এটি একটি নতুন কৌশলের অবতারণা। অনেক ভাবার বিষয়! অতএব, নিজেকে আরো শক্তিশা*লী হিসেবে তৈরি ক...
28/06/2025

যু*দ্ধ বিরতি কোনো সমাধান নয় বরং এটি একটি নতুন কৌশলের অবতারণা। অনেক ভাবার বিষয়! অতএব, নিজেকে আরো শক্তিশা*লী হিসেবে তৈরি করতে হবে ইরা*নকে। আর গড়ে তুলতে হবে মুসলিম বৃহত্তর ঐক্য। ইনশাআল্লাহ্ বিজয় আমাদেরি হবে✌️

ছোট ভাইকে বিদায় দিতে আজ নিজেই এয়ারপোর্টে মন খারাপের উপরতলায়, নিতে এসে সবাই কত হাসিখুশি ছিলাম দিতে এসে মনটা হঠাৎ খারাপ হয়...
26/06/2025

ছোট ভাইকে বিদায় দিতে আজ নিজেই এয়ারপোর্টে মন খারাপের উপরতলায়, নিতে এসে সবাই কত হাসিখুশি ছিলাম দিতে এসে মনটা হঠাৎ খারাপ হয়েগেলো। আল্লাহ্ প্রিয় ছোট ভাইকে জেনো গন্তব্যে সহিসালামতে পৌছান, সবার কাছে দোয়ার আরজ রইলো🤲💔

25/06/2025

ই'রানে'র জন্য একটা আনন্দ মিছিল দেয়া দরকার।
কি বলেন🎉🙂?

22/06/2025

বাকি মুস'লিম বিশ্ব, আকাশে তাকিয়ে তাকিয়ে দুই দেশের যু*দ্ধের রং দেখে।
আর তারা তাদের বন্ধুর হয়ে, আকাশ থেকে বো*মা মা*রে।

11/06/2025

আলহামদুলিল্লাহ্ হারিয়ে জাওয়া ছেলেটিকে, কুমিল্লা রাজগঞ্জে পাওয়া গেছে।

এই ছেলেটিকে গতকাল সকাল ৯ টা থেকে খুঁজে পাওয়া জাচ্ছেনা। ছেলেটির নাম, জাহিদুল হাসান নিরব ভূঁইয়া, পিতা- নয়ন ভূঁইয়া, গ্রাম- ...
11/06/2025

এই ছেলেটিকে গতকাল সকাল ৯ টা থেকে খুঁজে পাওয়া জাচ্ছেনা। ছেলেটির নাম, জাহিদুল হাসান নিরব ভূঁইয়া, পিতা- নয়ন ভূঁইয়া, গ্রাম- হাঁসেরখোলা, দাউদকান্দি, কুমিল্লা। তাঁর বয়স ১৩ বছর। মাদ্রাসা বন্ধ থাকায়, ছুটিতে বাড়িতেই ছিলো সে, গতকাল সকাল আনুমানিক ৯ টার দিকে ঘড় থেকে বাহিরে গিয়েছিলো প্রতিদিনের আসাজাওয়ার মতই। ছেলেটির পরনে ছিলো সাদা গেঞ্জি ও পায়জামা। ২৮+ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখনো ঘড়ে ফেরেনি। যদি ছেলেটিকে কেউ দেখে বা পেয়ে থাকেন, নিম্নে উল্লেখিত নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য সুবিনয় অনুরোধ করা যাচ্ছে।🙏
যোগাযোগ- +8801832719712 এবং +8801895212023

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Rony Bhuiyan FBR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rony Bhuiyan FBR:

Share

Category