23/03/2023
-আমি তোমাকে ভালোবাসি মানে,
-আমার এই ভুলের কোনো ক্ষমা নেই।
[ আমরা হাজার চেষ্টা করলেও একজন মানুষকে সর্বকালের জীবনসঙ্গী করে রাখতে পারিনা। তারা পারেনা কথা দিয়েও কথা রাখতে, তারা হাত ধরেও পারে না সেই হাতের স্পর্শে থাকতে। তারা সপ্ন দেখায় ভবিষ্যতের তবে বর্তমান সাজাতে পারে না। আসলে তারা পারে না থেকে যেতে, আমরাও পারিনা তাদের ধরে রাখতে।]