09/07/2023
শিশুটি আমাদের কুমিল্লার মুরাদনগরের সন্তান! কেউ এড়িয়ে যাবেন না। টাকা দিতে না পারলে অন্তত একটি শেয়ার দিয়ে সকলের নজরে আনার চেষ্টা করব। আমরা যারা যাকাত দিব। দান সাদকা করব। তার কিছু অংশ না হয় এই বোনটিকে দান করি।
♦️সাহায্য পাঠানোর জন্যঃ
বিকাশ.01835905256
নগদ.01817548999
রকেট 01835905256
(ভাই - হাসান মাহমুদ)
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। জন্ম মৃ*ত্যু মহান আল্লাহ তায়ালা কাছে। তবুও মানুষ কোন উছিলায় এই পৃথিবীতে বাঁচতে চায়.. আপনার বিকাশ এর ২০/৫০ টাকা হয়ত আপনার তেমন কোনো কাজে আসবেনা। তবে আপনার ২০/৫০/১০০/৫০০ টাকা তে এই শিশু মেয়েটির প্রাণ বেচে যাবে।।
আট বছরের এই ছোট বোনটির নাম ফাতেমা জান্নাত
পিতা - নুরুল আমিন
গ্রাম - জগতপুর
ইউনিয়ন - মুরাদনগর
থানা - মুরাদনগর
জেলা - কুমিল্লা
শিশুটির গালে দুটি টিউমার বহন করছে, জরুরী ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন।ডাক্তার এর পরামর্শ অনুযায়ি অপারেশন করালে বোনটি আবার স্বাভাবিক সুস্থ হয়ে যাবে।
তার চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। শিশুটির বাবা একজন সামান্য মুরগী খামারি। ইতিমধ্যে ওর চিকিৎসা করাতে গিয়ে ওর বাবার গ্রামে যা জমি ছিল সব শেষ,, তাই এখন নিরুপায় হয়ে দেশবাসীর কাছে হাত পেতেছেন।। আমরা ত প্রতিনিয়ত কত টাকা নষ্ট করি,, আসুন আজকের দিনে ৫০/১০০/২০০/৫০০ টাকা অযথা নষ্ট না করে এই বোনটির প্রান বাচাতে দান করি।
প্রয়োজন এ কল করে কথা বলবেন। আপনারাও এগিয়ে আসুন।। প্রবাসী & বিত্তবান ভাই দের দৃষ্টি আকর্ষণ করছি।।