
18/03/2025
‘১৭ই রমজান’ ঐতিহাসিক বদর দিবস,— মুসলিম জাহানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে বদরের প্রান্তরে সংঘটিত হয় ঈমান ও কুফরের মুখোমুখি প্রথম সম্মুখযুদ্ধ, যেখানে কুফর, শিরক এবং জুলুমের বিরুদ্ধে তাওহিদ ও ইনসাফের বিজয় প্রতিষ্ঠিত হয়। জর্ণশীর্ণ মুসলমান কে জাগিয়ে দেওয়ার জন্য বদরের চেতনার চেয়ে কার্যকর আর কিছুই হতে পারে না।