Health Tips For a Healthy Life

Health Tips For a Healthy Life Future as a doctor. my motto is to provide a healthy life for you. Drugs are not always necessary. Belief in recovery always is.

07/01/2025

দীর্ঘমেয়াদী ব্যথায় কার্যকরী চিকিৎসা

07/01/2025

ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসার নাম হচ্ছে হিজামা। হিজামা নিন,সুস্থ থাকুন।

হিজামা করলে কি হয়.?
⦿ রক্তের এলার্জি দূর করে।
⦿ যেই কোন ব্যথার জন্য হিজামা ম্যাজিকের মত কাজ করে।
⦿ শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
⦿ শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে।
⦿ শরীরে থাকা দূশীত টক্সিন দূর হবে/যেটি শরীরের জন্য ক্ষতিকর।
⦿ এনার্জি লেভেল বেড়ে যাবে।
⦿ যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই পয়েন্টে ডিপ মেসেজ হবে। এবং সেই কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
⦿ এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
⦿ নাইট্রিক অক্সাইড তৈরি হবে।
এবং এই নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
⦿ উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে। ইত্যাদি

আমাদের ক্লিনিকে সব কিছু ওয়ান টাইম ব্যবহার করা হয়।

এটা একজন সাত বছরের বাচ্চার (intestine) খাদ্যনালীর ছবি, যা কৃমির জন্য ব্লক (Intestinal obstruction) হয়ে পঁচে যায় যা কেটে ...
10/11/2024

এটা একজন সাত বছরের বাচ্চার (intestine) খাদ্যনালীর ছবি, যা কৃমির জন্য ব্লক (Intestinal obstruction) হয়ে পঁচে যায় যা কেটে ফেলে দিতে হয়েছে 😢

কৃমি শিশুদের প্রাণনাশের ও কারণ হতে পারে। তাই ১বছরের পর হতে প্রতি ৪ মাস অন্তর শিশুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ঔষধ সেবন করান।

উল্লেখ্য কৃমির ঔষধের সাথে গরম -ঠান্ডা, আকাশের মেঘ তুফান ও সময়ের সাথে কোন সম্পর্ক নেই, যা নিতান্তই কুসংস্কার।

আল্লাহ্ ভাল রাখুক পৃথিবীর প্রতিটি নিষ্পাপ শিশু। 💗

হৃদরোগে, বছরের পর বছর ধরে ঔষধ খেয়েও ভালো সুফল পাওয়া যায়  না।কারন এই সমস্যা যখন ৬০/৭০ শতাংশ হয়ে যায় তখন আর কিছুই করার থাক...
23/09/2024

হৃদরোগে, বছরের পর বছর ধরে ঔষধ খেয়েও ভালো সুফল পাওয়া যায় না।
কারন এই সমস্যা যখন ৬০/৭০ শতাংশ হয়ে যায় তখন আর কিছুই করার থাকেনা।
রোগের চিকিৎসার চাইতে রোগ প্রতিরোধ করা উওম।
নিয়মিত হিজামা চিকিৎসা নিন হৃদরোগের সমস্যা থেকে মুক্তি নিন।
আরো জানুন

09/09/2024
সোনালি  অতিত
09/09/2024

সোনালি অতিত

📌  Impetigo🔸Introduction Impetigo is a common, highly contagious superficial bacterial skin infection, primarily affecti...
09/09/2024

📌 Impetigo

🔸Introduction

Impetigo is a common, highly contagious superficial bacterial skin infection, primarily affecting children. It is caused by Staphylococcus aureus and Streptococcus pyogenes and manifests in two forms: nonbullous and bullous. The disease is prevalent worldwide, with a significant burden in low-income and tropical regions.

🔸Key Insights
Global Prevalence and Demographics:
· Impetigo affects over 140 million people globally, with a higher incidence in children, particularly those aged 2 to 5 years (1, 3, 4, 6).
· The prevalence is notably higher in underprivileged and marginalized communities, even in high-income countries (1).

Clinical Presentation and Diagnosis:
· Nonbullous impetigo, caused by both S. aureus and S. pyogenes, is more common (70%) and typically presents with honey-colored crusted lesions (3, 4, 6).
· Bullous impetigo, caused exclusively by S. aureus, is characterized by flabby bullae that rupture easily (3, 4, 6).
· Diagnosis is primarily clinical, based on the appearance of characteristic lesions (3, 4, 6).

Treatment Guidelines and Antimicrobial Resistance:
· Topical antibiotics are recommended for localized impetigo, while oral antibiotics are reserved for extensive cases (2-6).
· There is a growing concern about antimicrobial resistance, particularly to commonly used topical agents, necessitating the use of systemic antibiotics in some regions (5, 8, 9, 10).
· Guidelines vary internationally, with some not including recommendations for non-antibiotic treatments like antiseptics (2).

Complications and Long-term Impact:
· While generally mild, untreated impetigo can lead to serious complications such as acute post-streptococcal glomerulonephritis and chronic heart and kidney diseases (3, 4, 6,

28/07/2024

আমার মোবাইলের 77 জিবি ইন্টারনেটের HOগা মেরে আমাকে ৫জিবি দেওয়া হবে। শুধুমাত্র 😁নাকে গালি দিতেই আমার প্রতিদিন ১০জিবি দরকার হয়।

ইন্টারনেট সমস্যার কারণে গত ১০দিনে যে পরিমাণ গালি দিছি এতো গালি গত ১০বছরেও দেই নাই।

স্তন ক্যান্সার পূর্ব ৭টি লক্ষণ ও সচেতনতা:নারীর নিজের শরীরের ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং শরীরের যে কোনো পরিবর্তন সম্পর্ক...
04/07/2024

স্তন ক্যান্সার পূর্ব ৭টি লক্ষণ ও সচেতনতা:

নারীর নিজের শরীরের ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং শরীরের যে কোনো পরিবর্তন সম্পর্কে সজাগ থাকতে হবে। স্তন ক্যান্সার থেকে বেঁচে যাওয়া নারীদের অভিজ্ঞতার আলোকে এই রোগের প্রাথমিক এবং আশ্চর্যজনক কিছু লক্ষণ সম্বন্ধে আলোকপাত করা হলো।

নিয়মিত স্তন পরীক্ষা করা কিংবা প্রতি এক অথবা দুই বছর অন্তর ম্যামোগ্রাম (স্তনের এক্সরে ছবি) করিয়ে আপনি সম্ভবত ভাবছেন, স্তন ক্যান্সার প্রতিরোধে আপনি যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন। সমস্যা হলো স্তনে চাকা কিংবা মাংসপিন্ডের উপস্থিতি সনাক্ত করার কথা শুনতে যতটা সহজ মনে হয় বাস্তবে এটা সনাক্ত করা ততটা সহজ নয়।

যতক্ষণ মাংসপিন্ডের আকার অন্তত ১০ থেকে ১৫ মিলিমিটার সাইজের না হচ্ছে ততক্ষণ স্পর্শের মাধ্যমে এর উপস্থিতি সনাক্ত করা কঠিন। স্তনে সৃষ্টি হওয়া টিউমার ২০ মিলিমিটার বা তার বেশি হলেই সুনিশ্চিতভাবে আপনি তা স্পর্শের মাধ্যমে অনুভব করতে পারবেন।

স্তন ক্যান্সারের সতর্কতাসূচক লক্ষণ:

১। স্তন কিংবা বুকে ব্যথা:

স্তন কিংবা বুকে ব্যথা, ধড়ফড় করা, টনটন করা অথবা ধারালো ছুরির আঘাতের মতো ব্যথা কিংবা অস্বস্তি কোন ভালো লক্ষণ নয়। ব্রেস্ট ক্যান্সার থেকে বেঁচে যাওয়া এক রোগী ডাক্তারের কাছে বর্ণনা করেন, তীব্র ব্যথা যা আসে এবং চলে যায়। আরেকজন এই ব্যথাকে মৃদু বৈদ্যুতিক শকের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, এটা আমার বাম স্তন থেকে প্রবাহিত হয়ে ডান স্তনবৃন্তে যাচ্ছে বলে মনে হয়।

স্তন টিউমার বিভিন্ন ফর্মে হতে পারে। একক পিন্ড অথবা বিক্ষিপ্ত বীজের মতো নির্দিষ্ট আকারহীন একাধিক কর্ষিকার মতো স্তন টিস্যুর মধ্যে ছড়িয়ে থাকতে পারে। এগুলি স্তনবৃন্তের পিছনে কিংবা দুগ্ধ নালীতে থাকতে পারে। এই টিউমারের বৃদ্ধির ফলে ব্যথা অথবা অস্বস্তিবোধ হয়।

অনেক সময় স্তন টিউমার চাকা কিংবা মাংসপিন্ডের মতো অনুভূত হয় না। এক্ষেত্রে শতকরা ৩০ ভাগের বেলায় একে সনাক্ত করা কঠিন হয়ে যায়।

এসব ক্ষেত্রে কখন, কিভাবে এবং কোথায় ব্যথা হয় তার প্রতি খেয়াল রাখতে হবে। ডাক্তারকে এবিষয়ে বিস্তারিত বলতে হবে। ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক দেয় তাহলে কোর্স পুরো শেষ করবেন। তারপরও ব্যথা না সারলে অন্যান্য টেস্ট করার জন্য তাকে অনুরোধ করুন।

২। স্তনে চুলকানি:

এই লক্ষণ প্রদাহজনক স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বলে বিবেচনা করা হয়। এটা আশ্চর্যের বিষয় যে, অনেক নারী এধরনের ক্যান্সারে আক্রান্ত হবার পর, এটাকে চর্মরোগ বিবেচনা করে মাসের পর মাস চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন।

স্তনে ফুসকুড়ি হলে তীব্র চুলকানি থেকে ক্ষতের সৃষ্টি হয়। এক্ষেত্রে মলম ব্যবহার করেও কোন উপকার পাওয়া যায় না। এধরনের সমস্যায় স্তনের চামড়া আঁশযুক্ত হয়ে যায়। স্তনে টোল খায় অথবা খাঁজের সৃষ্টি হয়। স্তন কুঁচকে যায়।

এক্ষেত্রে দ্রুত বর্ধমান ক্যান্সার টিস্যুর কারণে স্তন টিস্যু দিয়ে লসিকা নালীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। অন্য যেকোন স্তন ক্যান্সারের তুলনায় প্রদাহজনক স্তন ক্যান্সার অনেক বেশি ভয়াবহ।

৩। পিঠের উপরের দিকে, কাঁধে কিংবা ঘাড়ে ব্যথা:

স্তন ক্যান্সারের অনেক রোগীর ক্ষেত্রে বুকে ব্যথা না করে কাঁধে কিংবা ঘাড়ে, পিঠে ব্যথা করে। এ কারণে অনেকে মেরুদন্ড বিশেষজ্ঞের কাছে গিয়ে স্বাভাবিকভাবেই ক্রনিক পিঠে ব্যথার চিকিৎসা নিয়ে থাকেন। যা ফিজিক্যাল থেরাপি দিয়েও ঠিক করা যায় না।

অনেক স্তন টিউমার গ্রন্থিময় টিস্যুতে বিকশিত হয়, যা বুকের গভীরে প্রসারিত হয়। এই টিউমার বড় হয়ে পাঁজরে কিংবা মেরুদন্ডে চাপের সৃষ্টি করে। ফলে এসব এলাকায় ব্যথার উদ্ভব হয়। এ থেকে পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ের হাড়ের ক্যান্সার হতে পারে।

এক্ষেত্রে পিঠের ব্যথা ভালভাবে পর্যবেক্ষণ করুন। চিকিৎসায় ব্যথা ঠিক না হলে পিঠের স্ক্যান করান।

৪। স্তনের আকার পরিবর্তন:

স্তন ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণের ক্ষেত্রে জনপ্রিয় ধারণা হলো স্তনে চাকার উপস্থিতি। তবে ক্যালিফোর্নিয়ার স্তন ক্যান্সারে আক্রান্ত ৪২ বছর বয়সি একজন নারী বলেন, চাকার পরিবর্তে আমার একটি স্তন ডিম্বাকৃতির মতো হয়ে গিয়েছিলো।

এই ধরণের সমস্যা অনুভব করার চেয়ে আয়নার সামনে বেশি দৃশ্যমান হয়। এক্ষেত্রে ব্রা খুলে আয়নার সামনে দাঁড়িয়ে ভালভাবে আপনার স্তন পর্যবেক্ষণ করুন।

৫। স্তনবৃন্তে পরিবর্তন কিংবা সংবেদনশীলতা:

সাধারণত টিউমার স্তনবৃন্তের পিছনে অবস্থান করে। ফলে এর আকারের পরিবর্তন ঘটে। পুরুষের স্তন ক্যান্সারের ক্ষেত্রে প্রায় সময় স্তনবৃন্তের পরিবর্তন দেখা যায়।

স্তনবৃন্তের আশপাশের জায়গা সংকুচিত হয়ে যায়। নিপল এ অসামঞ্জস্যতা দেখা যায় ও মোটা হয়ে যায়, স্তনের চামড়ায় ছোট ছোট ছিদ্রের মত দেখা যায়।

স্তন ক্যান্সারে আক্রান্তরা প্রায় সময় লক্ষ করেন তাদের স্তনবৃন্তের সংবেদনশীলতা হ্রাস পাচ্ছে। নিপল থেকে রক্ত, পুঁজ অথবা পানি জাতীয় পদার্থ বের হয়ে আসছে।

আমেরিকান সোসাইটি অব ব্রেস্ট সার্জন সম্প্রতি জানিয়েছে, পুরুষের স্তন ক্যান্সার নারীর তুলনায় দেরীতে সনাক্ত করা যায় এবং এটা মারাত্মক হয়ে থাকে।

৬। বগলে পিন্ড কিংবা ফোলাভাব:

বগলে কোন ব্যথা হলে আঙ্গুল দিয়ে সতর্কতার সাথে পরীক্ষা করে দেখুন। স্তন থেকে নির্গত লসিকা তরলের মাধ্যমে বগলের লসিকা গ্রন্থিতে প্রথমে স্তন ক্যান্সারের বিস্তৃতি ঘটে।

ঠান্ডা, ফ্লু অথবা সংক্রমণের কারণে লসিকা গ্রন্থি ফুলে গেলে অপেক্ষা করুন সেরে যাওয়া পর্যন্ত। যদি এক সপ্তাহের পরও বগলের ফোলা না কমে তাহলে ডাক্তার কে দেখাতে পারেন।

৭। লাল, ফোলা স্তন:

স্তনে আঘাত লাগলে স্বাভাবিকভাবেই এটি ফুলে যাবে।কিন্ত স্তন যদি গরম অনুভূত হয় কিংবা লালচে রঙ এর হয়ে যায় তাহলে স্তনগ্রন্থির স্ফীতি অথবা প্রদাহ বলে সন্দেহ করতে পারেন। এটা প্রদাহজনক স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া স্তনের টিউমারের কারণে স্তন ফুলে যেতে পারে। এক্ষেত্রে আপনি নিজেই ফোলাভাব পরীক্ষা করে দেখতে পারেন।
এই সমস্যা গুলো দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন।

মাদ্রাসা,স্কুলের হোস্টেলে যেসব বাচ্চা থাকে তাদের বিশেষভাবে যত্ন নেয়া দরকার।তাদের scabies/খুজলি অনেক বেশি হয়ে থাকে।তাদের ...
02/07/2024

মাদ্রাসা,স্কুলের হোস্টেলে যেসব বাচ্চা থাকে তাদের বিশেষভাবে যত্ন নেয়া দরকার।তাদের scabies/খুজলি অনেক বেশি হয়ে থাকে।তাদের লজ্জাস্থান অনেক বেশী আক্রান্ত হওয়ায় বাচ্চাগুলো লজ্জায় বলতেও চায় না।এই ব্যাপারে বাবা মাকে এবং প্রতিষ্ঠানের প্রধানকে খুব বেশী সচেতন হতে হবে।এই রোগের ট্রিটমেন্ট করলে রোগী 100 পার্সেন্ট সুস্থ।সরকারি হসপিটালে চলে যাবেন।ঐখানের লোশনটা মাখলেই রোগী সুস্থ হয়ে যায়।যখন ট্রিটমেন্ট করবেন এক সাথে সব বাচ্চাদের ট্রিটমেন্ট করে ফেলবেন।

01/07/2024

It's Not Masterclass It's MessiClass👌 #

রাসেল ভাইপার জানলে,,,নিজেই নিজেরে কামড় দিয়ে মরে যাইতো😅
23/06/2024

রাসেল ভাইপার জানলে,,,নিজেই নিজেরে কামড় দিয়ে মরে যাইতো😅

23/06/2024

আপনার কথায় যুক্তি আছে,, এখানে পলিটিক্যাল কোন কারণ থাকতে পারে আমারও মনে হয়।

23/06/2024

And they say ballon dor 2015 robbed. This was one of the best Messi's season or the best. For me this is his best season.

23/06/2024

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Health Tips For a Healthy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Tips For a Healthy Life:

Videos

Share