Humanity's Effort

Humanity's Effort Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Humanity's Effort, Digital creator, Cumilla.

19/03/2025

ইয়েমেনির বিবৃতি:🔥
আমরা ফি-লি-স্তি-নির সাথে আছি আমাদের যু*দ্ধ শুরু। ইয়েমেন অন ফায়ার।🔥❤️

তারিখ: ১৯-০৩-২০২৫

19/03/2025

দাজ্জালের ইসরায়েল! পাশে আঞ্চলিক ইসরাইল! আমাদের লড়াইটা যে কত কঠিন ওয়াল্লাহি তা আমাদের কল্পনাতেও নেই!

সম্পূর্ণ পরিকল্পিত যুদ্ধবিরতি পরিস্থিতিতে ১৭ রামাদান বদর দিবসে আমাদের পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে চায় হিংস্র হায়েনার দল!

কিন্ত ওয়াল্লাহি একদিন এক একটা মৃতদেহ থেকে আমরা ফিনিক্স পাখির মত নতুন জীবন নিয়ে ফিরব ইনশাআল্লাহ!

আমরা নিভে যাওয়া ছাই থেকে আবারও জ্বলে উঠব ইনশাআল্লাহ!

আমরা ভুলের মাঝে আছি!
এটা আব্রাহার হস্তিবাহীনি নয়, যে ঝাক ঝাক আবাবীল এসে তাদের থেতলে দেবে! বরং এটা দাজ্জালের যায়ন বাহিনী যার বিরুদ্ধে পাথর আমাকে আপনাকেই ছুড়তে হবে। আসমান থেকে ত্বইরন আবাবিল নামবে না!

কিসের সাওম! কিসের তাক্বওয়া? কিসের আনন্দ কিসের ঈদ? আমরা যদি অন্তত মানুষ হয়ে থাকি তবুও আজ আমাদের মুখের হাসি উবে যাবে!

আর মুসলিম শব্দের ওজন তো আসমান সমান!

প্রতিবাদ দরকার।
মিছিল দরকার।
বিক্ষোভ দরকার।
ব্যাপক সচেতনতা সেমিনার দরকার।
মানবতার ধ্বজাধারীদের দুতাবাস ঘেরাও দরকার।
দেশ জাতি ও ঘুমন্ত বিশ্বকে জাগিয়ে তোলা দরকার!

অন্তত এতটুকু করা দরকার যেন ঘুমন্ত ও অদুরদর্শী মানুষগুলো কোন কল্পিত আবু তালেবের আশায় বুক বেধে প্রকৃত আবু জাহেলে পরিণত না হয়! যেন ইস্যুর পর ইস্যু নিয়ে ইস্যুবাদ একুরিয়াম ফিশ ব্রেইনগুলো
শেকড় চিনতে শেখে! খিদিরের মত বুঝতে শেখে!

আলাইহিস সালাম।

Abu Taw Haa Muhammad Adnan

18/03/2025

যদি তুমি ফেরাউন হও, তবে জেনে রাখো—মূসাও আসবে!

যদি তুমি অন্যায়ের সিংহাসনে বসে নিরপরাধদের উপর জুলুম চালাও, তবে নিশ্চয়ই একজন মূসা সত্যের বার্তা নিয়ে দাঁড়িয়ে যাবে।

যদি তুমি শক্তি আর ক্ষমতার অহংকারে নিজেকে অপরাজেয় ভাবো, তবে মনে রেখো—সময়ের ঢেউ একদিন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়।

যদি তুমি মনে করো, মজলুমের কান্না আকাশ পর্যন্ত পৌঁছাবে না, তবে ইতিহাসের পাতা খুলে দেখো—ফেরাউনের শক্তি, তার সৈন্যবাহিনী, তার প্রাসাদ—সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু মূসার নাম আজো আলো ছড়ায়।

অন্যায় যতই প্রবল হোক, সত্য একদিন বিজয়ী হবেই। কারণ জুলুমের রাত যতই দীর্ঘ হোক, সুবহে সাদিকের আলো আসবেই!

18/03/2025

যদি তুমি ফেরাউন হও, তবে জেনে রাখো—মূসাও আসবে!

যদি তুমি অন্যায়ের সিংহাসনে বসে নিরপরাধদের উপর জুলুম চালাও, তবে নিশ্চয়ই একজন মূসা সত্যের বার্তা নিয়ে দাঁড়িয়ে যাবে।

যদি তুমি শক্তি আর ক্ষমতার অহংকারে নিজেকে অপরাজেয় ভাবো, তবে মনে রেখো—সময়ের ঢেউ একদিন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়।

যদি তুমি মনে করো, মজলুমের কান্না আকাশ পর্যন্ত পৌঁছাবে না, তবে ইতিহাসের পাতা খুলে দেখো—ফেরাউনের শক্তি, তার সৈন্যবাহিনী, তার প্রাসাদ—সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু মূসার নাম আজো আলো ছড়ায়।

অন্যায় যতই প্রবল হোক, সত্য একদিন বিজয়ী হবেই। কারণ জুলুমের রাত যতই দীর্ঘ হোক, সুবহে সাদিকের আলো আসবেই!

18/03/2025

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
বিস্তারিত কমেন্টে।

18/03/2025

১৭ শ্রেণির মানুষ যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না (যদি তওবা না করে):

১. শিরককারী – যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করে।
২. মিথ্যাবাদী – যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে ও মানুষকে বিভ্রান্ত করে।
3. গিবতকারী (পরনিন্দাকারী) – যারা অন্যের পেছনে খারাপ কথা বলে।
৪. চোগলখোর (কানা ঘুষাকারী) – যারা মানুষের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে।
৫. সুদখোর – যারা সুদ গ্রহণ বা প্রদান করে।
৬. অভিভাবকের অবাধ্য সন্তান – যারা বাবা-মার অবাধ্য হয় ও তাদের কষ্ট দেয়।
৭. নেশাগ্রস্ত ব্যক্তি – যারা মাদকদ্রব্য সেবন করে।
৮. জিনা (ব্যভিচার)কারী – যারা হারাম সম্পর্ক ও ব্যভিচারে লিপ্ত হয়।
৯. অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাসকারী – যারা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে মানুষের সম্পদ হাতিয়ে নেয়।
১০. মিথ্যা শপথকারী – যারা মিথ্যা কসম খেয়ে মানুষকে ধোঁকা দেয়।
১১. দুর্নীতিবাজ নেতা ও শাসক – যারা জনগণের প্রতি জুলুম করে এবং তাদের অধিকার নষ্ট করে।
১২. ঘুষখোর – যারা ঘুষ গ্রহণ বা প্রদান করে।
১৩. অন্যায়ভাবে কাউকে হত্যা করা ব্যক্তি – যারা অন্যায়ভাবে কারও প্রাণ নেয়।
১৪. গর্বিত ও অহংকারী ব্যক্তি – যারা অহংকার ও দম্ভ করে চলে।
১৫. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী – যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে বা ঝগড়া করে দূরে থাকে।
১৬. অন্যকে কষ্ট দেওয়া ব্যক্তি – যারা অকারণে মানুষের ক্ষতি করে বা কষ্ট দেয়।
১৭. বিদআত প্রচারকারী – যারা ইসলামের নামে নতুন কিছু প্রচার করে, যা ইসলাম অনুমোদন করেনি।

তওবা করলে কী হবে?

যদি কেউ এই গুনাহগুলো করে থাকে, তবে খালেস মনে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। আল্লাহ দয়ালু, তবে তাঁর শর্ত হলো—

গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে।

ভবিষ্যতে এই গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে।

যদি অন্যের হক নষ্ট করা হয়ে থাকে, তাহলে তা ফিরিয়ে দিতে হবে বা তার কাছে ক্ষমা চাইতে হবে।

উপসংহার

এই গুনাহগুলো থেকে বিরত থাকাই জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে এসব গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন, আমিন।

09/03/2025

আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।

08/03/2025

রাসুলুল্লাহ (ﷺ) ধর্ষণের কঠোর শাস্তির ব্যাপারে বলেছেন—

“যে ব্যক্তি কোনো নারীর উপর জোরপূর্বক (ধর্ষণ) করবে, তাকে অবশ্যই হত্যা করা হবে।”
📖 (আল-মুসতাদরাক, হাদিস: ৮০৮৭, সহিহ)
ইসলামের আইন প্রতিষ্ঠিত করলে ধর্ষণ এতো বাড়ত না।

03/03/2025

MashaAllah

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ ক...
01/03/2025

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হবে সব শয়/তানদের। প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া।

এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।
আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!
রমাদান মোবারক❤️
https://www.facebook.com/share/g/2qqgTM1VByPMUsH1/?mibextid=A7sQZp

Address

Cumilla

Telephone

+8801863601638

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanity's Effort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humanity's Effort:

Share