22/04/2021
আমার হাত এবং আমার স্বামীর হাত।
অনেক আপুরা অনেক রকম পোষ্ট করে,তাই আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার আর সামির কথা।আসলে এইগুলো কথা নাহ আমার আত্মীয়দের,বন্ধু-বান্ধবীদের আমাকে নিয়ে হাসি আর মজার কথা।তার আগে বলে নেই আলহামদুলিল্লাহ্।আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া ওনাকে আমার সামি হিসেবে পেয়ে।
আমাদের পারিবারিক ভাবেই বিয়ে হয়,আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বেশি পড়াশুনো করে পারি নাই।ইচছা থাকলেও উপায় ছিলনাহ। খুব অল্পবয়সে বিয়ে হয় আমার। বড় বোনের বিয়ের ৯ মাস পরে ঔ আমার বিয়ে দিয়ে দেয় আমার বাবা-মা।যাই হোক যেমন হোক ওনি আমার সামি,আমার বা আমার পরিবারের কোনো সমস্যা নায়,সব সমস্যা মানুষের।
প্রতিনিয়ত শুনতে হয়ছে কিরে তোর জামাই এতো কালো কেন?আললাগো তুই কেমনে এই কাইললা ছেরারে বিয়া করলি,তুর বাপ-মা কেমনে দিলো বিয়া,জামাইয়ের কি অনেক টাকা নাকি যে বিয়ে করলি,আরো অনেক কিছু যা বলে শেষ হবে নাহ,
আরে ভাই আল্লাহ আমার কপালে যার সাথে বিয়ে রাখছে তার সাথেই হয়ছে।তোমাদের এত কিসের চুলকানি।অনেক কান্না -কাটি করছি মানুষের কথা শুনে।
যাই হোক আলহামদুলিল্লাহ্ বিয়ের ৮ বছর চলছে,সারে ৬ বছরের একটা মেয়ে আছে😊
ওইযে কথায় আছে নাহ কিছু তো মানুষ বলবেই।মেয়ে হওয়ার পর কেউ জিগ্যেস করিনি আগে আমি কেমন আছি,বাবু কেমন আছে,তাদের একটাই কথা ছিল মাইয়া কার মত হয়ছে?বাবার মত নাকি মায়ের মতো🙂
নিজেকে বদলান, চিন্তাভাবনা বদলান। মনের মতো মানুষ কালো হলেও চাঁদের মতো সুন্দর 🖤