
16/08/2025
🌼ফুলওয়ালা আর দৃষ্টিহীন মেয়ে🌸
একজন অন্ধ মেয়ে প্রতিদিন একই ফুলওয়ালার কাছ থেকে ফুল কিনত। সে কখনো দামাদামি করত না। একদিন ফুলওয়ালা জিজ্ঞেস করল,
— "আপনি তো ফুল দেখতে পান না, তবুও কেন প্রতিদিন এত ফুল নেন?"
মেয়েটি মুচকি হেসে বলল,
— "আমি ফুল দেখি না, কিন্তু যারা আমার কাছে আসে তারা যেন সৌন্দর্য আর সুগন্ধ পায়, তাই নেই।"
👉 শিক্ষা: জীবনে সমর্পণ মানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচা।