বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান ৭১ ঐতিহাসিক মুক্তিযুদ্ধ" স্বাধীন বাংলাদেশ'

25/07/2025

প্রিয় জন্মভূমি আমাদের বাংলাদেশ অনেক সুন্দর।

21/07/2025

রাত ২ টায় মাইলস্টোনে এম্বুলেন্স! দফায় দফায় লাশ নিয়ে যাচ্ছে।লাশের কোন হিসাব বা তথ্য পরিচয় না দিয়ে লাশ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বিক্ষোভ করছে অভিবাবক ও ছাএজনতা।
লাশের প্রকৃত সংখ্যা নিয়ে কোন টাল বাহানা চলবে না, প্রতিটি শিশুর ডাটা চাই।

21/07/2025

মাইলস্টোন স্কুল এর মর্মান্তিক দূর্ঘটনায় হতাহতদের ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ নিহত সকলকে বেহেশত নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

হাজারটা জুলাই-স্তম্ভ যে-কোনো খালি জায়গায় করুন, তাতে কারো আপত্তি নেই। কিন্তু বিজয় সরণিতে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্...
28/06/2025

হাজারটা জুলাই-স্তম্ভ যে-কোনো খালি জায়গায় করুন, তাতে কারো আপত্তি নেই। কিন্তু বিজয় সরণিতে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসম্বলিত 'মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ' বুলডজারে গুড়িয়ে দিয়ে সেখানেই জুলাই অভ্যুত্থান স্মরণে 'গণমিনার' নির্মাণ করার পরিকল্পনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে আবারো চরম অপমান ও অবজ্ঞা করা হলো! আমি সরকারের এ কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি, এটা শুধু মুক্তিযুদ্ধকে নয়, বুলডজার চালিয়ে আসলে আঘাত করা হলো বাংলাদেশ ও তার স্বাধীনতারই বেদীমূলে। এর পরিণতি অবশ্যই একদিন-না-একদিন সংশ্লিষ্টদের ভোগ করতে হবে।

একাত্তরের রণাঙ্গনের সাহসী মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন,,, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
17/06/2025

একাত্তরের রণাঙ্গনের সাহসী মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন,,,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মুক্তিযোদ্ধা পরিবার শোকাহত,,,,,
16/06/2025

আমরা মুক্তিযোদ্ধা পরিবার শোকাহত,,,,,

04/06/2025

শেখ মুজিব ও জাতীয় চার নেতা সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করল'
রাজাকার সুদি ইউনুস সরকার।
তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

তারপরেও পাকিস্তানের পক্ষে রাজাকারদের এতো মায়া কান্না,,,,,,
30/05/2025

তারপরেও পাকিস্তানের পক্ষে রাজাকারদের এতো মায়া কান্না,,,,,,

27/05/2025

কুমিল্লা দেবিদ্বার ভানী ইউনিয়ন, ভানী মধ্যপাড়ার মুক্তিযুদ্ধা মুছলেমের ছেলে ছফিউল্লাহ (৩৮) কে পাওনা টাকা চাইলে ড্রিল মেশিন দিয়ে বিএনপি নেতা ২টি চোখ উপরে ফেলে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে ত্রিবিদ্যা, আন্ধিরপাড়ে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

23/05/2025

স্রেফ মানুষকে' ইমোশনাল ব্ল্যাকমেইল' করার অপচেষ্টা?

ঢাবি শিবির প্রধানের পোস্ট। এইটুকু দেখা বাকি ছিলো দূর্ভাগা বাংলাদেশের,,,রাজাকারদের দখলে প্রাণের বাংলাদেশ। #ধিক্কার
10/05/2025

ঢাবি শিবির প্রধানের পোস্ট। এইটুকু দেখা বাকি ছিলো দূর্ভাগা বাংলাদেশের,,,
রাজাকারদের দখলে প্রাণের বাংলাদেশ।
#ধিক্কার

07/05/2025

ঘাম ঝড়ানো পরিশ্রমী দেশ প্রেমিক এই চাচাও জানে পৃথিবীর সর্বোচ্চ মুসলিম হত্যাকারী দেশ ফাকিস্তান যারা ৩৮ লক্ষ প্রায় মুসলিম হত্যা করেছে কখনো আমাদের বন্ধু হতে পারে না, ৭১ এর ভূমিকা তো আছেই।

তবে আপনি দেখবেন কিছু ম্যাধাবী ডলার এজেন্ট বিভিন্ন তাল বাহানায় ছলচাতুরী করে পাকিস্তানের পক্ষ নিচ্ছে। যারা কিনা ফিলিস্তিন হত্যার সময়েও এতটা জোড়ালো কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করে নি। #ধিক্কার

Address

Devidewar
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share