
31/03/2025
আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারাভোগ, অন্যায় অত্যাচার সহ্য করেও তিনি দেশবাসীকে ছেড়ে কোথাও যাননি। তিনি বলেছেন - বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই। এ জায়গাতেই বেগম খালেদা জিয়ার সঙ্গে ফ্যাসিস্ট রাজনীতিকদের মূল পার্থক্য।
এর মধ্যে তিনি হারিয়েছেন ছোট সন্তান আরাফাত রহমান কোকো'কে। নানা প্রতিবন্ধকতা প্রতিকূলতা শেষে তিনি আছেন তার বড় সন্তান জনাব তারেক রহমানের সাথে, সেখানে আছেন উনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং বড় নাতনী ব্যারিষ্টার জাইমা রহমান।
বেগম খালেদা জিয়া সব কিছুর উর্ধ্বে একজন মা। উনারও আবেগ অনুভূতি ক্রিয়াশীল। তবুও দেশের মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। আমার দৃষ্টিতে বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে উচ্চ পর্যায়ের অবিসংবাদিত জাতীয় নেতার কাতারে পৌঁছে গেছেন। আমি ব্যক্তিগতভাবে বেগম জিয়ার অনুগত একজন জাতীয়তাবাদী। ম্যাডামের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। পরিবারের সাথে উনার ঈদ হয়ে উঠুক আনন্দমুখর। দোয়া এবং শুভকামনা রইলো।
ঈদ মুবারক...
ভালবাসা অবিরাম...