কুমিল্লা টাউন হল Comilla Town Hall

কুমিল্লা টাউন হল Comilla Town Hall সেদিন দেখা হয়েছিল মুখ ও মুখোশের 🙂
কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন।
(3)

আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারাভোগ, অন‍্যায় অত‍্যাচার সহ‍্য করেও তিনি দেশবাসীকে ছেড়ে...
31/03/2025

আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারাভোগ, অন‍্যায় অত‍্যাচার সহ‍্য করেও তিনি দেশবাসীকে ছেড়ে কোথাও যাননি। তিনি বলেছেন - বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই। এ জায়গাতেই বেগম খালেদা জিয়ার সঙ্গে ফ‍্যাসিস্ট রাজনীতিকদের মূল পার্থক‍্য।

এর মধ‍্যে তিনি হারিয়েছেন ছোট সন্তান আরাফাত রহমান কোকো'কে। নানা প্রতিবন্ধকতা প্রতিকূলতা শেষে তিনি আছেন তার বড় সন্তান জনাব তারেক রহমানের সাথে, সেখানে আছেন উনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং বড় নাতনী ব‍্যারিষ্টার জাইমা রহমান।

বেগম খালেদা জিয়া সব কিছুর উর্ধ্বে একজন মা। উনারও আবেগ অনুভূতি ক্রিয়াশীল। তবুও দেশের মানুষকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। আমার দৃষ্টিতে বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে উচ্চ পর্যায়ের অবিসংবাদিত জাতীয় নেতার কাতারে পৌঁছে গেছেন। আমি ব‍্যক্তিগতভাবে বেগম জিয়ার অনুগত একজন জাতীয়তাবাদী। ম‍্যাডামের সুস্বাস্থ‍্য আর দীর্ঘায়ু কামনা করি। পরিবারের সাথে উনার ঈদ হয়ে উঠুক আনন্দমুখর। দোয়া এবং শুভকামনা রইলো।
ঈদ মুবারক...

ভালবাসা অবিরাম...

এই বংশ যেখানে যায়, সেখানেই বংশীয় দাগ রেখে আসে।
15/03/2025

এই বংশ যেখানে যায়, সেখানেই বংশীয় দাগ রেখে আসে।

14/03/2025

পুলিশের উপর হা*মলাকারী প্রতিটা সন্ত্রাস এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অন্যতম সহযোগী কালপ্রিট লাকি আক্তারসহ সকল ফ্যাসিবাদীর দোসরদের অতিদ্রুত গ্রেফতার করতে হবে।

14/03/2025

একটু মাঠে আসার আহ্বান রইলো

14/03/2025

আগামীকাল ১৫ তারিখ আপনার( ৬ -৫৯)মাস বয়সী শিশুকে ভিটামিন এ খাওয়াতে ভুলবেন না।ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল হোক।

Can't wait this moment  🕌❤️🌙
15/02/2025

Can't wait this moment 🕌❤️🌙



বাংলাদেশ আনসার       জিতসেন ভাই জিতসেন
21/01/2025

বাংলাদেশ আনসার
জিতসেন ভাই জিতসেন

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার একজন কাস্টমারের। এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। ...
21/01/2025

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার একজন কাস্টমারের।

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে আফসোস..

ওদের জন্য শুভকামনা রইল এই ঘুম থেকে উঠে যাতে দেখে ওদের আম্মা বাংলাদেশে চলে আসছে 🙂
23/10/2024

ওদের জন্য শুভকামনা রইল এই ঘুম থেকে উঠে যাতে দেখে ওদের আম্মা বাংলাদেশে চলে আসছে 🙂

তোফাজ্জল উনি চোর ছিলো না!  বরগুনা, পাথরঘাটার মেধাবী সন্তান তোফাজ্জল ভাই। ভালো রেজাল্ট  নিয়ে পাথরঘাটা  কলেজে ভর্তি হন।ঠিক...
19/09/2024

তোফাজ্জল উনি চোর ছিলো না!
বরগুনা, পাথরঘাটার মেধাবী সন্তান তোফাজ্জল ভাই। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন।
ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুর আচরন করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা তার কপালে সয় নাই, ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতাও তার মা- বাবা কে এক মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়।

এই অবস্থা আপনি আমিও পাগল হয়ে যেতাম।
শোকে কষ্ট সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি তার শেষ অভিভাবক, তাকে চিকিৎসা করাতো। মরন এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলা টা !
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হয়। তবে ভাগ্য তাকে ছাড়ে নাই।

পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো।
কে খোঁজ নিবে?? হয়তো খাবারের খোঁজে আসছিলো, আর চোর বানাইয়া দিলেন....
ওরে শেষ ভাত খাওয়াইয়া দিলেন !! 🙏😢
-collected

সৌদি আরব আমার বাসার সাথেই গ্যাস কিনতে গিয়েছিলাম। প্রতি সিলিন্ডার গ্যাসের দাম পরল (২৫) রিয়াল করে। এই (২৫) রিয়াল যদি বা...
04/09/2024

সৌদি আরব আমার বাসার সাথেই গ্যাস কিনতে গিয়েছিলাম। প্রতি সিলিন্ডার গ্যাসের দাম পরল (২৫) রিয়াল করে। এই (২৫) রিয়াল যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে (৭৭৫) টাকা করে পড়ে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম। আর আমাদের বাংলাদেশে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম পরে (১৫০০)+ টাকা। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে গ্যাসের খনি আছে আর সৌদি আরবে কোন গ্যাসের খনি-ই নেই। অথচ বাংলাদেশে এক সিলিন্ডার গ্যাসের দামে সৌদি আরবে দুইটা সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। এটাই হলো আমাদের বাংলাদেশ - ভাবা যায় 😊
১৬ বছরে কেমন খানা খাইছে দেশটারে জানোয়ারেরা।

আশা করি অভ্যন্তরীণ সরকার দ্রুত সব কিছুর দাম নিয়ন্ত্রণে আনবেন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লা টাউন হল Comilla Town Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share