
30/01/2023
🌺 Communication Skill বা যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ কেন?
🍁আসুন প্রথমে আমরা জেনে নেই Communication বা যোগাযোগ কাকে বলে।
👉মুখের ভাষা, সাংকেতিক চিহ্ন, কলা অথবা অন্য যেকোনো মাধ্যম ব্যবহার করে যেকোনো তথ্য আদান-প্রদান করাকে Communication বা যোগাযোগ বলে।
👉 সাধারণ যেকোনো যায়গায়, যেকোনো মানুষের সাথে আমাদেরকে কথা বলা বা যোগাযোগ করতে হয়। আর যখন আপনি এতে দক্ষ হয়ে যাবেন তখন আপনি যেকোনো যায়গায় যেকোনো মানুষের সাথে খুব সহজেই কথা বলতে পারবেন। ফ্রিল্যান্সিং জগতে Communication Skill অনেক গুরুত্বপূর্ণ।
🌺 Freelancing এ Communication Skill বাড়ানোর জন্য ৬টি ধাপ লক্ষ্য করতে হয়।
১. Positive Body Language
(হাসিমুখে, নম্র হয়ে, উৎফুল্লতার কথা বলা যাতে আপনি যার সাথে কথা বলছেন সে যেন আপনার প্রতি ভালো ধারণা করে)
২. Transparency and Honesty
(প্রতিটা কাজে সৎ থাকা, আপনি যতটুকু পারেন ততটুকুই আপনার বায়ার কে জানাবেন)
৩. Accurate information Giving
(আপনি যে যে কাজ পারেন তা সঠিক তথ্য দিবেন)
৪. Personalization
(ব্যক্তিগত করন! ঐ ব্যক্তি সম্পর্কে জানা)
৫. Professional Language
( পেশাগত ভাষা থাকা। শুদ্ধ ভাষায় কথা বলা)
৬. Effective Listening
( ভালো একজন শ্রোতা হওয়া, যিনি আপনার সাথে কথা বলছেন আগে উনার কথা মনযোগ দিয়ে শোনা।)