Minhajur Rahman Noyon

Minhajur Rahman Noyon Salam. This is Minhazur Rahman Noyon. I'm working on Digital Marketing.

🌺 Communication Skill বা যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ কেন?🍁আসুন প্রথমে আমরা জেনে নেই Communication বা যোগাযোগ কাকে বলে। 👉...
30/01/2023

🌺 Communication Skill বা যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ কেন?

🍁আসুন প্রথমে আমরা জেনে নেই Communication বা যোগাযোগ কাকে বলে।
👉মুখের ভাষা, সাংকেতিক চিহ্ন, কলা অথবা অন্য যেকোনো মাধ্যম ব্যবহার করে যেকোনো তথ্য আদান-প্রদান করাকে Communication বা যোগাযোগ বলে।
👉 সাধারণ যেকোনো যায়গায়, যেকোনো মানুষের সাথে আমাদেরকে কথা বলা বা যোগাযোগ করতে হয়। আর যখন আপনি এতে দক্ষ হয়ে যাবেন তখন আপনি যেকোনো যায়গায় যেকোনো মানুষের সাথে খুব সহজেই কথা বলতে পারবেন। ফ্রিল্যান্সিং জগতে Communication Skill অনেক গুরুত্বপূর্ণ।

🌺 Freelancing এ Communication Skill বাড়ানোর জন্য ৬টি ধাপ লক্ষ্য করতে হয়।

১. Positive Body Language
(হাসিমুখে, নম্র হয়ে, উৎফুল্লতার কথা বলা যাতে আপনি যার সাথে কথা বলছেন সে যেন আপনার প্রতি ভালো ধারণা করে)
২. Transparency and Honesty
(প্রতিটা কাজে সৎ থাকা, আপনি যতটুকু পারেন ততটুকুই আপনার বায়ার কে জানাবেন)
৩. Accurate information Giving
(আপনি যে যে কাজ পারেন তা সঠিক তথ্য দিবেন)
৪. Personalization
(ব্যক্তিগত করন! ঐ ব্যক্তি সম্পর্কে জানা)
৫. Professional Language
( পেশাগত ভাষা থাকা। শুদ্ধ ভাষায় কথা বলা)
৬. Effective Listening
( ভালো একজন শ্রোতা হওয়া, যিনি আপনার সাথে কথা বলছেন আগে উনার কথা মনযোগ দিয়ে শোনা।)

🌺 Sales Funnel কী?👉Sales কী এটা প্রথমে জানতে হবে। ক্রেতাদের সম্ভাব্য কোনো পণ্য বা সেবা যা সমস্যার সমাধানযোগ্য তা ক্রেতাদ...
29/01/2023

🌺 Sales Funnel কী?

👉Sales কী এটা প্রথমে জানতে হবে।
ক্রেতাদের সম্ভাব্য কোনো পণ্য বা সেবা যা সমস্যার সমাধানযোগ্য তা ক্রেতাদের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে এবং পণ্য বা সেবাটি ক্রয় করার জন্য ক্রেতাদের মাঝে আগ্রহ তৈরী করতে যে কৌশল অবলম্বন করা হয়, তাকেই Sales বা বিক্রয় বলে।
👉আর Funnel বলতে আমরা সাধারণত চুঙ্গিকে বুঝি।
👉আর এই Sales Funnel বলতে বিক্রয় চুঙ্গি বোঝায়।

🌺 Digital Marketing এ Sales Funnel এর ৫টি ধাপ রয়েছে।
১. Attraction বা আগ্রহ তৈরি করা।
(পণ্যটির গুনগত মান বা ভালো ছবি তুলে যেকোনো Social Media তে post করা)
২. Engage বা জড়িত হওয়া।
(Social Media তে Like/Share/Comment/Subscribe এর মাধ্যমে)
৩. Capture বা ধরা/নিয়ন্ত্রণে আনা।
(যারা যারা আমার সাথে সংযুক্ত হয়েছে তাদের একটি Data/Lead/List তৈরী করা)
৪. Nurture বা দেখাশোনা/যোগাযোগ করা।
( যে লিস্টটা তৈরী করা হয়েছে, তাদের সাথে যোগাযোগ করা, কেউ কিনতে আগ্রহ প্রকাশ করছে কিনা তা দেখা)
৫. Convert বা পরিবর্তন/রুপান্তরিত করা।
(সর্বশেষে যারা কিনতে আগ্রহী তাদের কাছে Sales বা বিক্রয় করা। এখানে যদি আবার দূর্বলতা প্রকাশ পায় তাহলে আবার ৩য় ধাপ মানে Capture এ গিয়ে আবার Retarget করে নতুন List করা বা তাদেরকে পুনরায় যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সর্বশেষে Sales কর।)

🌺 Affiliate Marketing কী?Affiliate Marketing কীভাবে করতে হয়? এর Future কী? বাংলাদেশে affiliate marketing কারা করছে?এই প্...
18/01/2023

🌺 Affiliate Marketing কী?Affiliate Marketing কীভাবে করতে হয়? এর Future কী? বাংলাদেশে affiliate marketing কারা করছে?
এই প্রশ্নের উত্তর গুলো আমরা নিচে জানতে পারবো।

১) Affiliate Marketing 👉 এটি এমন একটি মার্কেটিং যার মাধ্যমে আপনি যেকোনো অনলাইন প্রোডাক্ট বা জিনিস অন্যদের কেনার জন্য আগ্রহ করেন। আর আপনার এই প্রমোট করা প্রোডাক্ট যখন কেউ কিনে, তখন আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হয়।

২) Affiliate Marketing যেভাবে শুরু করবেন 👉 প্রথমে আপনার একটি Blog/YouTube Channel/page/Social Media Page থাকতে হবে। আর এইগুলো পরিচিত হতে হবে। কেননা যেকোনো প্রোডাক্টের মার্কেটিং করার জন্য সবচেয়ে জরুরী Audience (দর্শক) যাদের কাছে আপনি প্রোডাক্ট শেয়ার বা মার্কেটিং করবেন।
এখন আপনাকে যেকোন একটি Affiliate Company এর সাথে জয়েন হতে হবে। এখন আপনি এই কোম্পানির কেমন প্রোডাক্ট বা সামগ্রী লোকদের সাথে শেয়ার করবেন তা আপনাকে বাছাই করতে হবে। আপনার এই বেছে নেওয়া সামগ্রীর বিনিময়ে সেই কোম্পানি আপনাকে একটি Affiliate Link দিবে। এই লিংকটা আপনাকে আপনার Social Media Page এর মাধ্যমে অন্যদের কাছে শেয়ার করতে হবে যাতে আপনার এই লিংকে Click করে লোকেরা সরাসরি প্রোডাক্টের পেজে আসতে পারে।
এখন আপনার এই শেয়ার করা লিংকে join হয়ে কেউ যদি সেই প্রোডাক্টের পেইজ থেকে সেই পন্যটি কিনে, তাহলে আপনি সেই Affiliate Company থেকে কমিশন হিসেবে টাকা পাবেন।

৩) এই Affiliate Marketing এর Future 👉 মানুষ যত বেশি অনলাইন ব্যবহারে অভ্যস্ত হচ্ছে, অনলাইন বিজনেস তত বাড়ছে। তার সাথে সাথে Affiliate Marketing এর কাজের পরিধিও বাড়ছে। আপনার যদি একটি Social Media Page / YouTube Channel থাকে তাহলে এই Affiliate Marketing আপনার অনলাইনে ইনকামের সেরা মাধ্যম হিসেবে প্রমাণিত হবে।

৪) বাংলাদেশে যারা Affiliate Marketing দিচ্ছে 👇
• 10 Minute School Affiliate
• Daraz Affiliate
• BD Shop Affiliate
• Shohoj affiliate
• Shopno Bari Affiliate

🌺ফ্রিল্যান্সিং কী?🍀ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা যা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই টাকা আয় করা যায়। 👉সাধারণত অনেক ভাবে...
16/01/2023

🌺ফ্রিল্যান্সিং কী?

🍀ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা যা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই টাকা আয় করা যায়।

👉সাধারণত অনেক ভাবেই কাজ করে অর্থ উপার্জন করা যায়। অনেক কাজেই আপনাকে ৭/৮ ঘন্টা একটানা কাজ করতে হয়। আর যেহেতু আপনি টানা কাজ করবেন এতে আপনি স্বাধীনভাবে কাজ করতে অনেক সমস্যা হবে। আর ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এতে আপনার যখন ইচ্ছে তখনই ঘরে বসেই কাজ করতে পারবেন,স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আপনি যেকোনো কাজই করেন না কেন আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি মাসে হাজার / লাখ টাকা আয় করতে পারবেন। 👍

01/01/2023

Welcome to my page

Address

Cumilla
3500

Telephone

+8801838079990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minhajur Rahman Noyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minhajur Rahman Noyon:

Share