Muslim Ummah TV

Muslim Ummah TV To watch Islamic video, news, culture & lecture follow this page.
(1)

11/04/2025

একটি হাদীস বুঝার জন্য ১৯টি জ্ঞান থাকা প্রয়োজন।

06/04/2025

with Gaza

31/12/2024

হে আল্লাহ আমাদেরকে নতুন বছরে বেশি বেশি আমল করার তাওফিক দিয়েন এবং নবি সাঃ এর দেখানু পথে অটুট থাকার তাওফিক দিয়েন''' আমিন।

31/12/2024

রাসুলুল্লাহ বলেছেন,
মুমিনের উদাহরণ হলো
ক্ষেতের শস্যের মতো
যাকে বাতাস সর্বদা আন্দোলিত করতে থাকে। মুমিন সদা-সর্বদাই বিপদগ্রস্ত হতে থাকবে। মুনাফিক হলো বট গাছের মতো যা বাতাসে না হেললেও (ঝড়ে) সমূলে উৎপাটিত হয়।
জামি আত-তিরমিযী ২৮৬৬

30/12/2024

তোমার মন্দ কাজগুলো যেভাবে গোপন রাখার চেস্টা করো,তার চেয়েও অধিক তোমার নেক আমলগুলো গোপন রাখো। -(হিলয়াতুল আউলিয়া:৩/২৪০)
-আবু হাযেম (রাহি.)

27/12/2024
সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ❤🇧🇩❤️১৬ ই ডিসেম্বর ২০২৪ ইং
15/12/2024

সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ❤🇧🇩❤️১৬ ই ডিসেম্বর ২০২৪ ইং

13/12/2024

আলহামদুলিল্লাহ, সিরিয়া(শাম) এর বিজয়।

💥 হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে-يشفع يوم القيامة ثلاثة الانبياء ثم العلماء ثم الشهداءঅর্থ: হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহ...
03/12/2024

💥 হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
يشفع يوم القيامة ثلاثة الانبياء ثم العلماء ثم الشهداء
অর্থ: হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক সুপারিশ করবে।
(১) নবী রসূল আলাইহিমুস সালাম ।
(২) উলামায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহি।
(৩) শহীদ গন।”
দলীল-
√ সুনানে ইবনে মাজাহ শরীফ।
√ মিশকাত শরীফ ৫৩৭০

নফ্ছকে চিনলে রবকে চিনা যায়ঃ========================قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ عَرَفَ نَ...
07/11/2024

নফ্ছকে চিনলে রবকে চিনা যায়ঃ
========================
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ

-“রাসূলে পাক (ﷺ‎‎) বলেছেন: যে নিজকে নিজে চিনল সে রবকে চিনিল।”
*আল্লামা ইমাম ইসমাঈল হাক্কী: তাফছিরে রুহুল বয়ান, ১ম খন্ড, ২৭১ পৃ: ও ৩০৮ পৃ:, ৫ম খন্ড, ২২৭ পৃ:, ৬ষ্ঠ খন্ড, ৩৯৩ পৃ:;
*ইমাম ফখরুদ্দিন রাজী: তাফছিরে কবীর শরীফ, ৩০তম খন্ড, ২০১ পৃ: সূরা কিয়ামা’র শুরুতে, ৯ম খন্ড, ১১৭ পৃ:;
*তাফছিরে ছা’লাবী, ১ম খন্ড, ২৭৯ পৃ:; তাফছিরে ওয়াছিত লিল ওয়াহেদী, ১ম খন্ড, ২১৪ পৃ:;
*তাফছিরে রাগেব ইস্পাহানী, ১ম খন্ড, ৫৫ পৃ:; তাফছিরে বাগবী, ১ম খন্ড, ১৬৯ পৃ:;
*তাফছিরে খাজেন, ১ম খন্ড, ৮৩ পৃ:;
*আল লুভাব ফি উলুমিল কিতাব, ২য় খন্ড, ৪৯৮ পৃ:;
*তাফছিরে নিছাপুরী, ২য় খন্ড, ১৭৫ পৃ:;
*তাফছিরে সিরাজুম মুনীর, ১ম খন্ড, ৯৪ পৃ:;
*তাফছিরে আবু সাউদ, ৯ম খন্ড, ১৭৫ পৃ:;
*তাফছিরে মাজহারী, ১ম খন্ড, ১৩২ পৃ:;
*ইমাম গাজ্জালী: এহইয়াউল উলুমুদ্দিন, ৩য় খন্ড, ২২৪ পৃ:;
*গাউছে পাক: ছেররুল আছরার, ৫৯ পৃ:;
*হাজী এমদাদুল্লাহ মোহাজেরে মক্কী: যিয়াউল কুলুব, ৭১ পৃ:;
*ইমাম মোল্লা আলী ক্বারী: মউজুয়াতুল কবীর, ১২২ পৃ:;
*ইমাম আজলুনী: কাশফুল খফা, ২য় খন্ড, ২৩৪ পৃ:;
*তাফছিরে বায়দ্বাবী, ২য় খন্ড, ২৮০ পৃ:;

লক্ষ্যনীয় যে, এই হাদিসটি দুই রকমে উল্লেখ আছে, প্রথমতঃ

قال امير المؤمنين على بن ابى طالب رضى الله عنه مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ

#অর্থাৎ, হযরত আলী (رضي الله عنه) হতে, যা তাফছিরে রুহুল বয়ানে, ৬ষ্ঠ খন্ডে ৩৯৩ পৃ: উল্লেখ আছে।

দ্বিতীয়তঃ قال عليه السلام مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ

#অর্থাৎ, রাসূলে পাক (ﷺ‎‎) হতে, যা তাফছিরে রুহুল বয়ান, ১ম খন্ডে ও ৫ম, ৬ষ্ঠ খন্ডে উল্লেখ আছে।
ইহার সমর্থনে আরেকটি রেওয়ায়েত ইমাম আবুল হাছান আলী ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে হাবিব বাছরী বাগদাদী মাওয়ারদী (رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ৪৫০ হিজরী তদীয় কিতাবে উল্লেখ করেছেন,

وَقَدْ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا يَا رَسُولَ اللَّهِ، مَتَى يَعْرِفُ الْإِنْسَانُ رَبَّهُ؟ قَالَ: إذَا عَرَفَ نَفْسَهُ

-“অবশ্যই হযরত আয়েশা (رضي الله عنه) বলেন, ইয়া রাসূলাল্লাহ! মানুষ কখন রব তা’আলাকে চিনতে পারে? রাসূল ( ﷺ‎‎) বললেন: যখন সে নিজেকে চিনতে পারে।”(আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন, ১ম খন

13/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Cumilla
3580

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Ummah TV:

Share