Hazrat Moulana Omar Faruk Riyad

Hazrat Moulana Omar Faruk Riyad কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেনো হয়।

20/06/2025

মুসলিম উম্মাহর পাশে দাঁড়াতে বাস্তব এই প্রদক্ষেপ ছাড়া যতই চিৎকার,চেচামেচি, কান্নাকাটি,ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে থাকিনা কেন, কোন লাভ হবেনা।

17/06/2025

যে কথা বলায় মি/র্জা ফখরুল কাফের হয়ে গেছে।

10/06/2025

আপনার চারপাশে মুসলিম নামে অসংখ্য মুশরিক,কাফির রয়েছে। মহান আল্লাহর ভাষ্য মতে। আর আমরা বলি এদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ।
কি অদ্ভুত!

06/06/2025

লক্ষিপুরে মাদক ব্যবসায়ীকে বাধা দেওয়ায় মসজিদের ইমাম মাওলানা কাউসারকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

হায়রে মুসলিম!হায়রে ইমানদার! ঈদ কর আনন্দ কর। সমাজ বিধ্বংসী মাদক যা মহান আল্লাহ হারাম করেছেন তা প্রতিরোধ করা শুধু ইমাম কাউসারের দায়িত্ব।আর আমরা ঘুমাবো।চুপ থাকবো।

এই জীবন হলো স্বার্থপর, ইতর, বর্বর, নিচু শ্রেণীর মানুষদের কাজ।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি মৃত্যু বরণ করা যায় সেই মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু।

কয়জনের ভাগ্যে আছে মাওলানা কাউসার ভাইয়ের মতো শহীদ হওয়া?

আসুন,আমরা সকলে মিলে মাদকের বিরুদ্ধে জিহাদ করি।শরীয়তের দেওয়া দণ্ড-বিধি ৮০ দোর্রার বিধান বাস্তবায়ন করি প্রত্যেক মসজিদের ইমামের নেতৃত্বে মসজিদের সামনে খুঁটির সাথে বেঁধে।

আসুন, আমরা মহান আল্লাহর দেওয়া বিধানকে আর অপমান না করি।

22/05/2025

সন্তান জন্মের ১ম দিন ২টি ৭ম দিন ২টি সুন্নাত পালনে অবহেলার ফলে যে বিশাল নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন।

এবং যেসব ক্ষতির মুখোমুখি হচ্ছেন।

19/05/2025

মুখ বন্ধ মানে সমস্যার সমাধান, জান্নাত নিশ্চিত।

11/05/2025

ডান্ডার বাড়ি অপেক্ষা করতেছে হুজুরেরা!ড.ইউনূসের বিরোধিতা করতে সাবধান হউন।

চতুর্দিকে পতিত ও নব্য সৈরাচার এবং ইসলামের দুশমনেরা ওঁৎ পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়।সুযোগ পেলে গায়েল করবে।

আল্লাহ না করুক কিছুদিন পর যদি এই পরিবেশ উল্টে যায় তাহলে আবার হেকমতের অযুহাত দিয়ে আত্নগোপন করে থাকার কথা চিন্তা করবেননা দয়াকরে।

আর যদি ওলামায়ে কেরাম সরকার গঠন করতে না পারে ঐক্যবদ্ধ হয়ে, তাহলে এর জন্য আপনারাই দায়ী হবেন।

04/05/2025

একাধিক স্ত্রী নেই যাদের, সামর্থ্য থাকার পরও তারাই মূলত দায়ী পতিতালয়ের যৌন কর্মীদের উপস্থিতির জন্য।

আমরা পুরুষদের উপর নারীদেরকে আমানত হিসেবে রেখেগেছেন প্রিয় নবী স.কিন্তু সেই আমানত আমরা রক্ষা করতে পারিনি।
আমরা তাদের দায়িত্ব নিতে পারিনি।এইজন্য আজ যৌন কর্মীরা শ্রমিক হিসেবে স্বীকৃতি চাচ্ছে।

বিবাহের আওতায় না আসতে পারায়, তাদের অভিশাপ ও পতিতালয়ের পতিতাবৃত্তির গুনাহের একটা অংশ সামর্থ্যবান পুরুষদের উপর পড়বে নিশ্চিত।

আগে রাসূল স. এর একাধিক বিবাহের সুন্নাত পালন করুন,তারপর দেখবেন পতিতালয়ে আর কোন যৌন কর্মী নেই, থাকতো শ্রমিক হিসেবে মর্যাদা চাওয়া।

বাকিটা ভিডিওতে বিস্তারিত শুনুন।

শেয়ার করার অনুরোধ রইলো।

17/04/2025

লাশ উড়ে,হায়রে মুসলিম উম্মাহ, হায়রে OIC,হায়রে ইমানদার।

15/04/2025

এখন থেকে মসজিদের মিম্বার থেকে সরাসরি প্রতিবাদ প্রতিরোধ,বয়কটের অগ্নিস্ফুলিঙ্গ ছাড়ব ইনশাআল্লাহ।

ঐ সত্তার নামে কসম যার হাতে আমার প্রাণ, যতদিন পণ্য নিজেরা বানাতে না পারবো ততদিন পর্যন্ত কোন ইজরায়েলি পণ্য মুখে নিবোনা।

12/04/2025

ছাত্রজনতার ত্যাগ আমি জীবনেও ভুলবোনা।মৃত্যু পর্যন্ত আমার কলিজায় গাঁথা থাকবে ইনশাআল্লাহ।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Moulana Omar Faruk Riyad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share