Sk Mahid volog 2.0

Sk Mahid volog 2.0 ☑ আমি গর্বিত আমার নবী শ্রেষ্ঠ বলে❣️

🍁~ভালো থাকি আর খারাপ থাকি🌿🥀

➡️~হাসিটা সব সময় মুখে রাখি,🥰✅

🥲😭
06/11/2023

🥲😭

01/03/2023

🙂🙂😋😋😋😋

26/01/2023
21/11/2022

মেহনতির মেহনতের মাধ্যমে ছাত্রদের ততপরতা বাড়ে,,,,,।।।।
সবাই ঘুমাই রাত তখন 11 টা ছুই ছুই
কিন্তু মেহনত কমেনাই,,, 🦋🥀🥰

19/11/2022

ছাত্র কে নিয়ে পড়ার কিছু সময়..
🙂🥀🦋

14/11/2022

ছাত্র কে নিয়ে পড়ার কিছু সময়...
🥀🙂🥰

14/11/2022

গ্রাম গান্জে হিম সিম ঠাণ্ডা আর যদি
সাথে সেলমন মাছ বা পোয়া বা ওন্নো কোনো মাছ প্রাই হয়।।।।। তা হলে কেমন জমবে,,,🙂🙂😋😋

10/11/2022

সফরে আসলাম আর দেখেন কি বড় বড়
ইলিশ মাছ মনে হচ্ছে এক এক টা 3 থেকে 4 কেজি হবে মাশাআল্লাহ,, 🦋🙂

09/11/2022

ব্রাজিল এমন একটি দেশ,, 🥺!!
যে দেশে আযান নিষিদ্ধ,, 🥺!
আর আর্জেন্টিনা এমন একটি দেশ,🥺!!
যে দেশে প্রকাশ্যে কেউ, আল্লাহর নাম নিতে পারেনা,,🥺🥺!!
আমরা মুসলিম হয়ে কেমনে পারি,, 🥺!
বিধর্মীদের কে সাপোর্ট করতে,,৷ 🚫
হতে পারে এই সাপোর্ট আপনার আমার জাহান্নামে যাওয়ার কারন,,🥺🥺!!!

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক
(আমিন)🥀🥀🥀

08/11/2022

আসলে মাশ্ক ওনেক ধরনের হয় কিন্তু
এই টাই হলো শ্রেষ্ঠ মাশ্ক

ওন্নো আন্ন মাশ্ক দারা উপকার যদি না ও হয়
পড়া শুনানোর সময় যে মাশ্ক ছাত্রদেরকে দরিয়ে দিবে ওই মাশ্ক দারা ছাত্রদের উপকার বেশি আসবে,,মাশ্ক এর দাজ সহজে দরতে পারবে ছাত্র রা,,🦋🥀

স্বামীর কলার ধরে স্ত্রী বলে ওঠলেন,‼️❝যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও‼️ তোমার মত মানুষের সাথে আর সংসার করতে চাই ন...
08/11/2022

স্বামীর কলার ধরে স্ত্রী বলে ওঠলেন,‼️
❝যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও‼️ তোমার মত মানুষের সাথে আর সংসার করতে চাই না‼️❞

স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন,❝আচ্ছা। ঠিক আছে ।। তাহলে কাগজ-কলম নিয়ে আসো ।। লিখে দিচ্ছি...❞

স্ত্রী কাগজ-কলম এনে স্বামীকে দিলো...

স্বামী স্ত্রীর হাতে কাগজ দিয়ে বলল, এই যে লিখে দিলাম। এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও ।।

ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বৌ বাপের বাড়ি চলে গেল ।।

দশ দিন পার হল...
স্বামীর মোবাইল মেসেজ মেসেজ ভরে ওঠতে লাগল। স্বামী নিরুত্তাপ। নিরুত্তর। পনেরতম দিন থেকে শুরু হল কল। কখনো পরিচিত (স্ত্রী শশুর শাশুড়ি শ্যালক শ্যালিকার) নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোন ফোনই রিসিভ করে না। শেষমেশ বিশ দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে। ওগো... আল্লাহর দোহাই... তোমার মরা বাপের কসম, আরো কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও? সরাসরি বলো। এত ন্যাকামি শুনতে চাই না ।।

স্ত্রী: ওগো, আমি তো বুঝতে পারিনি। তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো!
স্বামী: তুমি ই তো বললে, পুরুষ হলে তালাক দাও।
স্ত্রী: তুমি পুরুষ। আমি তো মহিলা। আকল-বুদ্ধি কম।
স্বামী: আচ্ছা। ভেবে দেখি। এর আগে তোমাকে একটা কাজ করতে হবে
স্ত্রী : যা বলবে তাই করবো। তবুও...
স্বামী: এখন তো এগুলো বলবেই। এত ব্যস্ত হয়ো না। ভেবেচিন্তে কাজ করতে হবে। মাসআলা মাসায়েলের ব্যাপার আছে। আচ্ছা যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে আছে?
স্ত্রী: হ্যাঁ ।। আছে ।।
স্বামী : ওটা খুলে দেখেছিলে?
স্ত্রী : না ।।
স্বামী: কী লিখেছিলাম, তাও তো মনে নেই। কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শুনাও তো...

স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করল,

❝আসমান যদি নীচেও নেমে আসে তবুও তোমায় তালাক দিব না আমার প্রেয়সী❞

স্বামী-স্ত্রীর ভালোবাসা তো এমনই হওয়া উচিত💞

©

Address

Cumilla

Telephone

+8801810625498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Mahid volog 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share