30/07/2024
হঠাৎ দেখলেন আপনার বাসার সামনে মন্ত্রণালয়ের গাড়ি হাজির। গাড়ীতে উঠতে বললো আপনাকে। বাধ্য করে নিয়ে গেলো মন্ত্রণালয়ের বৈঠকে। এরপর মিডিয়াকে দিয়ে নিউজ করালো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মামুনুল হক সহ আলেমদের বৈঠক। মামুনুল হক নামটা শিরোনামে নিয়ে এসে তাকে সরকারের সহযোগী প্রমাণ করে ধর্মীয় অঙ্গনটাকে থামিয়ে রাখার চেষ্টা করা হলো।
এটাই সরকারের কৌশল। এতে আপনি অবাক হয়েছেন? হতেই পারেন। কারণ আপনার রাজনৈতিক জ্ঞান নেই। এই সরকারের ষড়যন্ত্রের ভয়াবহতা সম্পর্কে আপনি অজ্ঞ। এজন্যই হয়তো আপনি অবাক হয়েছেন। কিন্তু আমি হইনি।
আপনি বলতে পারেন তিনি এখনো কেন তার অবস্থান স্পষ্ট করছেন না। অথচ আপনি জানেনই না যে তিনি অনেক আগেই অত্যন্ত সুন্দর ও ঠান্ডা ভাষায় ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের উপর দমন-পীড়ন বন্ধ করার আহবান জানিয়েছেন। তার দলের ছাত্র সংগঠন সর্বপ্রথম ছাত্রদের উপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে।
জানি আপনি আমার এই কথাও মানবেন না। কারণ আপনি হুজুগে। আপনি চান তিনি গর্জে উঠে আবার গ্রেফতার হোক। গ্রেফতার হয়ে আবার বছরের পর বছর বন্দী থাকুক। আপনি তাকে তার দল শক্তিশালী করতে এতটুকুও সময় দিতে চান না। এর আগেই বন্দী হয়ে পচে যাওয়ার কামনা করেন। এত অস্থির কেন আপনারা? উনি বন্দী হলে তো আপনাদের দেখাও পাওয়া যায় না।
সুতরাং কেউ বাধ্য হয়ে যায় কেউ স্বেচ্ছায় যায়। একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলবেন না। উনার যাওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছায় যাওয়াদের যাওয়াকে জায়েয করার অপচেষ্টা করবেন না।
(কপি পোষ্ট)