16/07/2025
আতঙ্কিত প্রাণীকুল! গোমতী পাড়ের পরিবেশ, পশুপাখি ও জীব বৈচিত্র্যের কথা চিন্তা না করেই এভাবে উন্মুক্ত পরিবেশে বিভিন্ন সময় জব্দকৃত কোটি টাকার অবৈধ ভারতীয় বাজি ও পটকা ধ্বংস কতটা যুক্তিসংগত.? বিকল্প কোন উপায় কি নেই এসব পণ্য ধ্বংসকরনে.?
উল্লেখ্য, গোমতী চরের কাপ্তান বাজার এলাকায় আজ দুপুরে কোটি কোটি টাকার অবৈধ ভারতীয় বাজি ধ্বংস করায়